আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সারা বাংলাদেশ এখন 3G এর মদ্ধে তবে এখন অনেক গ্রাম এলাকাই 3G পৌঁছায়নি। আবার অনেকে হইত জানেন ই না যে তার এলাকাই 3G আছে। তাদের জন্নেই আমার আজকের এই পোস্ট।
হয়ত আপনার ঘরে ২জি নেট ও থাকেনা। কথা বলতে গেলে বেধে যাই এসএমএস সেন্ড করতে গেলেউ ফেইল্ড দেখাই তাই আপনি ভাবছেন ২জি এ চলেনা তবে ৩জি আসবে কই থেইক্কা। আমি এসব জানি কারন আমারো সেইম প্রব্লেম। বাড়ির মদ্ধে ফোনে নেট এ পাইনা কথা বলতে বাইরে যাউয়া লাগে। আবার একটু সিস্টেম করলে ৩জি পায়। 😀
সাধারনত ফোন যে টাউয়ার এর আউতায় থাকে সেই টাউয়ারের নেট কানেক্ট হয়। অর্থাৎ আপনি যদি ২জি টাউয়ারের আওতায় থাকেন তবে আপনার এলাকায় ৩জি থাকলেউ আপনার ফোন ২জি তে কানেক্ট হবে। তাই আপনার পাশের এলাকায় যদি ৩জি থাকে তবে আপনার এলাকাতেউ আপনি হয়ত ৩জি পেতে পারেন।
অনেকে হইর সিস্টেম টা যানেনে কিন্তু যারা জানেননা তাদের জন্নেই বলছি। তো চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার বাড়ির পাশের খোলা কোন মাঠে বা আপনার বাসার ছাদে যান যেখান থেকে ৩জি টাউয়ার পাউয়া সুবিধা হবে। আপনার ফোনের সেটিং এ যান, এরপর more এ ক্লিক করুন এবার Mobile network settings এ ক্লিক করুন, তারপর Network mode এ ক্লিক করে WCDMA Only/3G Only সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ এখন ৩জি নেট সার্চ হবে যদি আপনার এলাকায় সামান্য ৩জি নেট থাকে তবে আপনার ফোন সেটা সার্চ করে নেবে। বুজতে সমস্যা হলে স্ক্রীনশট গুলা দেখে নিন।
পিসির ক্ষেত্রেও আপনার মডেমটা বড় ক্যাবল এর মদ্ধমে উঁচুতে উঠিয়ে আপনার মডেম সেটিং এ ৩জি অনলি করে দিলে ৩জি পাবে আশা করা যাই।
সব এলাকায় এটা কাজ নাউ করতে পারে তবে, যেসব এলাকার পাশের এলাকাই ৩জি আছে সেসব এলাকায় এই সিস্টেম কাজ করবে ইনশাল্লাহ।
অনেক পচা টিউন হয়ে গেল তাইনা...??? আচ্ছে যাদের পচা লেগেছে একটু পুষিয়ে দেউয়ার চেস্টা করছি... নিচের জিনিসটা দেখেনতো কেমন লাগে।
আজ আপনাদের সাথে পরিচয় করেয়ে দেব ছোট্ট একটা সুন্ধর এন্ড্রয়েড প্লেয়ার এর সাথে। প্লেয়ার টার নাম Popcorn player আপনারা অনেকেই হইত এইটা ব্যাবহার করেছেন। যারা ব্যাবহার করেছেন তারা মাইন্ড কইরেন্না, যারা ব্যাবহার করেননি তারা ব্যাবহার করে দেখতে পারেন নিশ্চয়ই ভাল লাগবে।
সুবিধা সমূহঃ
১. আপনি স্ক্রীন এর উপর রেখে অন্ন কাজ করার পাশাপাশি ভিডিও দেখতে পারবেন।
২. ইচ্ছামত সাইজ এ প্লে করতে পারবেন।
৩. একসাথে কয়েকটি ভিডিও ওপেন করতে পারবেন।
৪. ভিডিও মিনিমাইজ করতে পারবেন। ইত্যাদি...
আজ তবে আশি। যদি কারো কাছে টিউনটা খারাপ লাগে তবে প্লিজ গালি দিয়েননা কিন্তু ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভাল থাকবেন সবাই। আজ তাহলে আসি। খোদা হাফিজ।
ফেসবুকে আমিঃ
আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
val lagolo na