সকলকে সালাম ও শুভেচ্ছা ।আশাকরি সকলে ভাল আছেন । আমিও আপনাদের দোয়ায় ভাল আছি । তো কথা না বাড়িয়ে আজকের ব্যাতিক্রমধর্মী এই টিউনটি সম্পর্কে আলচনা করি । আমরা সাধারনত কাউকে মেইল পাঠালে তাতে আমাদের ইমেল এ্যাড্রেসটি চলে যায় । কিন্তু আজ আপনাদের শিখাব কিভাবে নিজের ইমেল এ্যাড্রেস ছাড়া মেইল পাঠান যায় ।
এর সবচেয়ে বড় সুবিধা হল, আপনার ইমেল এ্যাড্রেস তো দেখা যাবেইনা এমনকি যাকে মেইল পাঠাবেন সে মেইলটি রিপ্লেও করতে পারবেনা । এজন্য নিচের লিংকে ক্লিক করুন । এরপর যে সাইটটি আসবে সেখানে গিয়ে, যাকে মেইল পাঠাতে চান তার ঠিকানা দিয়ে মেইলটি লিখে পাঠিয়ে দিন । Security Code দিয়ে সেন্ড দিতে ভুলবেন না । ”Your Email Address” এর ঘরটি খালি রাখবেন ।
আপনাদের সুবিধার জন্য স্কীনসুট দিলাম
সকলে ভাল থাকবেন...........................বাপ্পী পটুয়াখালী
আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র
http://slipknot.cz.cc/