আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ও ভালো। আবার আপনাদের সামনে হাজির হলাম চরম এক আইডিয়া নিয়ে। যারা জানেন না তাদের জন্য। আর যারা যানেন তারা এরথেকে দূরে থাকাই ভালো।
আমাদের সাধারনত নানান কাজে ন্যাশনান আইডি কার্ডের ফটোকপি দরকার হয়। আজ কাল সাধারনত যে কোন কাজেই এর দরকার পরে। আর এই সুযোগে ফটোকপির দোকানদাররা মাত্র ১ কপি আইডি ফটোকপি করতে ২-৩ টাকা পর্যন্ত নেয়। আমার এখানে বগুড়াতে তো দোকানে পোষ্টার লাগিয়ে রাখে ভোটার আইডি প্রতি কপি ৩ টাকা।
তো যাই হোক আসুন আজ দেখেনেই কিভাবে আমরা মাত্র ১-১.৫ টাকায় ৪ কপি ভোটার / ন্যাশনাল আইডি ফটোকপি করে নিব।
কাজের ধারা
প্রক্রিয়াটি কেমন লাগল টিউনমেন্ট করে জানাতে ভুলবেন না।
বিদ্রঃ যাদের কম্পিউটার নাই তারা আমাকে আপনাদের আইডির ছবি তুলে ফেসবুকে মেসেজ করে পাঠাতে পারেন আমি আপনাদের এভাবে বানিয়ে পাঠিয়ে দিব। তবে ছবির মান যেন ভালো হয় চাইলে মেইলেও দিতে পারেন।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
বুদ্ধিটা মন্দ না ।