জেনে নিন এয়ারটেলের বন্ধ সিম ও নতুন সিমের দারুণ অফারসমূহ

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন ।

কোন কথা না বলে সরাসরি মূল কথায় চলে যাই  😛

এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার । এটা নিয়েই আজকের টিউন । 😀

-----বন্ধ সিমের অফারসমূহ-----
# বন্ধ সিমের অফার দুইভাবে দেয়া হয়েছে ।
১. যেসব সিম ৯০ দিনের কম সময় ধরে বন্ধ তাদের অফার
২. যেসব সিম ৯০ দিনের বেশি সময় ধরে বন্ধ তাদের অফার

১. ৯০ দিনের কমঃ
আপনার সিম যদি ৯০ দিনের কম সময় ধরে অফ থাকে বা ইউজ করা না হয় তাহলে আপনি এই অফার পাবেন ।
এই অফারের আওতায় থাকলে, ১৯ টাকা রিচার্জ করলে আপনি যা যা পাবেনঃ
- যেকোন এয়ারটেল নাম্বারে ৩০ পয়সা দিন রাত ২৪ ঘণ্টা ।
- অন্য অপারেটরে কলরেট ৬০ পয়সা দিন রাত ২৪ ঘণ্টা ।
- কলরেটের মেয়াদ ৩০ দিন ।
- ৩০ দিনের জন্য ফেসবুক + হোয়াটসএপ ফ্রী । 😀

২. ৯০ দিনের বেশিঃ
আপনার সিম যদি ৯০ দিনের বেশি সময় ধরে অফ থাকে বা ইউজ করা না হয় তাহলে আপনি এই অফার পাবেন ।
এই অফারের আওতায় থাকলে, ১৯ টাকা রিচার্জ করলে আপনি যা যা পাবেনঃ
- যেকোন এয়ারটেল নাম্বারে ৩০ পয়সা দিন রাত ২৪ ঘণ্টা ।
- অন্য অপারেটরে কলরেট ৬০ পয়সা দিন রাত ২৪ ঘণ্টা ।
- কলরেটের মেয়াদ ৯০ দিন যা রিচার্জ করলে আরো ৯০ দিন বেড়ে যাবে ।
- ৯০ দিনের জন্য ফেসবুক ও হোয়াটএপ সম্পূর্ণ ফ্রী । 😀
- ৩০০ এম্বি ৩জি/২জি ডাটা (চেক-*৭৭৮*১৮#)
- ১০০০ ফ্রী এস.এম.এস (যেকোন অপারেটরে) (চেক- *৭৭৮*৬#)
*এই ডাটা এবং এস.এম.এস. যতবার ১৯ টাকা রিচার্জ করবেন ততোবার পাবেন , যার মেয়াদ থাকবে ৯০ দিন ।

# কিভাবে জানবেন যে আপনি কোন অফারের আওতায় আছেনঃ
-যেকোন এয়ারটেল নাম্বার থেকে আপনার এয়ারটেল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ৯০০০ এ (ফ্রী)
-ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি অফারের আওতায় আছেন কি না ।

# কিভাবে জানবেন আপনার সিম ৯০ দিনের বেশি বা কম সময় ধরে বন্ধঃ
-আপনার বন্ধ থাকা সিম থেকে ডায়াল করুন *২২২*২# (রিচার্জ করার আগে)
-যদি শুধু কলরেট দেখায় তাহলে বুঝবেন যে আপনার সিম ৯০ দিনে কম সময় ধরে বন্ধ । :/
- আর যদি দেখায় যে আপনি কলরেট + ৩০০ এম্বি ডাটা + ১০০০ এস.এম.এস. পাবেন , তাহলে বুঝবেন যে ৯০ দিনের বেশি সময় ধরে বন্ধ । 🙂

---- নতুন সিমের অফারসমূহ -----
নতুন এয়ারটেল সিমে ১৯ টাকা রিচার্জ করলে ব্যালেন্স পাবেন ১০ টাকা ! এবং-
- ৯০ দিনের জন্য ফেসবুক ও হোয়াটএপ সম্পূর্ণ ফ্রী ।
- ৩০০ এম্বি ৩জি/২জি ডাটা (চেক-*৭৭৮*১৮#)
- ১০০০ ফ্রী এস.এম.এস (যেকোন অপারেটরে) (চেক- *৭৭৮*৬#)
- যেকোন নাম্বারে ৬০ পয়সা মূল কলরেট তবে ১৯ টাকা রিচার্জ করলে এয়ারটেলে ৯০ দিনের জন্য ৩০ পয়সা মিনিটে কথা বলতে পারবেন ।

---- নিয়মিত গ্রাহকদের সবার জন্য যে অফার-----
-৯৯ টাকা রিচার্জে ৩০ দিনের জন্য এয়ারটেল নাম্বারে কলরেট ৩০ পয়সা/মিনিট :/

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/jubayerkingdom   😳

Level 0

আমি সাদাত জুবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাদামাটা মানুষ । সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি । প্রযুক্তিকে নিয়ে থাকতে ভালোবাসি । নতুনকে জানার চেষ্টা করি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস