আমরা যারা পিসি ব্যবহার করি তারা সবাই জানি যে পিসি র আলো আমাদের চোখের জন্য কতটা ক্ষতিকর। কিন্তু তার পর ও আমাদের পিসি র সামনে বসে থাকতে হয়। আর এর ফলে দুই দিন পর চোখে চশমা আপনি যদি আপনার চোখ কে পিসির আলো থেকে রক্ষা করতে চান তাহলে আপনি এই software টি ব্যবহার করতে পারেন। software টির নাম হল এফ.লাক্স ।
তাহলে চলুন ডাউনলোড করে নেওয়া যাক এটি
এটির সাইজ হল মাত্র ৫৩০ কেবি।
আমরা যখন প্রথম প্রথম চশমা ব্যবহার করি তখন হয়ত কম বেশি আমাদের সবারেই প্রবলেম হয়। আর এই software টি ব্যবহারের প্রথম দিকে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা প্রব্লেম হবে তারপর সব ঠিক হয়ে যাবে।
আমি এটি ব্যবহার করছি। আশা করছি আপনিও করবেন ধন্যবাদ ভাল থাকবেন সবাই।
[বি.দ্রঃ এইরকম পোষ্ট এর আগে এই সাইটে প্রকাশিত হয়েছিল কিনা জানি না। যদি হয়ে থাকে তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত]
এই পোষ্টটি আগে এই ব্লগে প্রকাশিত হয়েছিল আপনি চাইলে ঘুরে আসতে পারেন http://www.trickdon.com
আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা দিয়ে তো চোখে আরও বেশি সমস্যা হচ্ছে ভাইয়া……….