বিসমিল্লাহির রাহমানির রাহিম
টিউনের শুরুতে সবাইকে সালাম জানাচ্ছি। আজ আপনাদের আমার তৈরি একটি সফটওয়্যার দেব। আশা করি আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে দেখবেন এবং আপনাদের ভালো লাগবে।
সফটওয়্যারটির নাম Text to Voice converter. Text to Voice Converter ইংরেজী লেখাকে কথায় পরিবর্তন করার একটি প্রোগ্রাম। এটি বিভিন্ন ফ্রি সোর্স কোড এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। এটি বিনা মূল্যে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এতে লেখা কম্পিউটার পড়বে না। লেখা পড়ার জন্য আপনার সামনে এনিমেটেড ক্যারেক্টার জিনি উপস্থিত হবে।
এটি তৈরির জন্য ধারনা পাই একটি ম্যাগাজিনে। সেখানে মোঃ রেদয়ানুর রহমান নামে একজন প্রোগ্রামার ভিজুয়্যাল বেসিকের সাহায্যে লেখাকে কথায় প্রকাশ করার কোড দেখিয়ে ছিলেন। সেই কোড গুলোর সাথে বিভিন্ন জায়গা থেকে সোর্সকোড সংগ্রহ করে Text to Voice Converter 2 তৈরি করেছিলাম। এতে তেমন কোন পরিবর্তন করা হয়নি। এ ভার্সনটি শুধু আমিই ব্যবহার করেছি। সেই পথ ধরে Text to Voice Converter 3 তৈরি করেছি।
Text to Voice Converter 3 এ ইউজার ইন্টারফেস সম্পূর্ন পরিবর্তন করা হয়েছে। এতে এখন টেক্সট ফাইল চালু এবং এতে কোন লেখা লিখে টেক্সট ফাইল হিসেবে সংরক্ষন করা যাবে। আসল কথা হচ্ছে এটি দেশী জিনিস।
ছবিতে কেমন লাগছে। আশা করি সফটওয়্যারটি ব্যবহার করে আপনাদের মূল্যবান মতামত দিবেন।
ডাউনলোড (সাইজঃ ৭.৯৬ মেগা বাইট )
বোনাসঃ
কাজ করার সময় টেম্প এবং রিসেন্টে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। সেগুলো প্রত্যেক দিন কষ্ট করে মুছতে হয়। একষ্ট দুর করার জন্য আপনি নোট প্যাড কাজে লাগাতে পারেন। প্রথমে নোট প্যাড ওপেন করুন এবং নিচের লাইন গুলো লিখুনঃ
@del /F/S/Q %temp%
@del /F/S/Q %windir%\temp
@del /F/S/Q "C:\Documents and Settings\user name\Recent"
@Echo off
Echo.
Echo Complete
Echo.
pause
exit
user name এর জায়গাতে আপনার ইউজার নেম লিখুন। এবার ফাইলটি Delete unnecessary.batনামে সেভ করুন। এবার টেম্প ও রিসেন্ট ফাইল মুছার জন্য শুধু Delete unnecessary.bat এ ডাবল ক্লিক করে চালু করুন।
অতিরিক্তঃ
আমি একটি সফটওয়্যার তৈরির কাজ করছি। যারা ভিজুয়্যাল বেসিক ভালো জানেন অথবা ইংরেজীতে চ্যাটিং করেন তারা আমাকে সাহায্য করতে পারেন। আমাকে সাহায্য করার ইচ্ছা থাকলে আমাকে ইমেইল করুন।
আমার আগের টিউনেও সাহায্য চেয়েছি, তবে দুখের বিষয় করো সাড়া পাইনি। এবার সাড়া আশা করছি।
আমার ইমেইলঃ [email protected]
ধন্যবাদ।
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
Nice Tunes