অ্যান্ড্রয়েডে নাইট মুড খুজে পেলেও কম্পিউটারের পিডিএফ রিডার গুলাতে নাইট মুড খুজে পেলাম না। তাই আজকের এই টিউন।
প্রথম টিউন বলে আগে থেকেই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
১) প্রথমে উইন্ডোজের স্টার্ট মেনু থেকে 'Magnifier' বের করুন।
২) ডিফল্ট ভাবে ২০০% জুম করা থাকে। '-' আইকন থেকে ১০ ০% করে
নিন।
৩) ডান দিকের চাকা আকৃতির 'Option' বাটনে ক্লিক করুন।
৪) নিচে 'Turn on color inversion ' এইটাতে টিক দিন।
এবার 'Magnifier' মিনিমাইজ করে রাখুন যতক্ষন pdf পড়বেন।
Sample
টিক উঠিয়ে দিলে আবার উইন্ডো আগের অবস্থায় ফিরে যাবে।
আমি mahmudulcse। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কালার ইনভার্ট করে পিডিএফ না পড়লেও কম্পুর নয়া কালার দেখে ব্যাপুক মজা পাইলাম