বিরক্তির অবসানঃ খুব সহজে IDM দিয়ে youtube এর full playlist ডাউনলোড করুন।

হ্যালো ফ্রেন্ডস,
আমরা অনেকেই YouTube থেকে বিভিন্ন tutorials ডাউনলোড করি। এর প্লেলিস্ট থেকে সব ভিডিও একটা একটা করে ডাউনলোড করা অনেক ধৈর্যের ও বিরক্তিকর বিষয়। এজন্য ভাবছিলাম আজ আপনাদের সাথে একটা কাজের ট্রিকস শেয়ার করি যার সাহায্যে IDM দিয়ে Youtube থেকে complete playlist অনেক সহজে ডাউনলোড করতে পারবেন।

YouTube থেকে complete playlist ডাউনলোড এর জন্য আমাদের তিনটি software এর প্রয়োজন হবে।

1. Mozilla Firefox
2. IDM
3.BYtubeD

উপরের লিঙ্ক থেকে BYTubeD add-on টি ফায়ারফক্স এ install করে নিন।

এবার,
১। YouTube.com এ যান। playlist open করুন। এরপর যেকোনো ভিডিও লিঙ্কে right click করে "ByTubD" তে ক্লিক করুন।

২। ByTubeD স্বয়ংক্রিয়ভাবে প্লেলিস্ট থেকে লিঙ্ক grabbing শুরু করবে। এখানে আপনি ভিডিও ফরম্যাট FLV, MP4 etc. এবং ভিডিও Quality 480p, 720p etc সেট করতে পারবেন। এবার Start বাটন এ ক্লিক করুন।

৩। ক্লিক করার পরে আপনি video links এবং video quality গুলো দেখতে পাবেন। এখন যেকোনো ভিডিও লিঙ্কে right click করে " Download All Links with IDM" অপশনটি তে ক্লিক করুন।

৪। এরপর Idm সব লিঙ্কগুলো দেখাবে। এবার "Check all" ট্যাব select করে "Ok" button এ ক্লিক করুন। এখন সম্পূর্ণ প্লেলিস্ট আপনার পিসিতে ডাউনলোড হবে।

এটা আমার প্রথম টিউন সুতরাং কোন ভুলত্রুটি হলে আশা করি ক্ষমা করবেন ।

Level 0

আমি Nashin Hassan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valoi

Mr. Nashin Hassan vai, valoi but discontinued…..

BYTubeD এর ওয়েবসাইট এ যেয়ে একটু নিচের দিকে scroll korle “New Development Version – 1.1.2a2” লেখা দেখবেন ঐখানে ক্লিক করলে ইন্সটল এর অপশন পাবেন। @ M M Samaddar

কাজ করছে । থাঙ্কস ।

comment করার জন্য আপনাকে ধন্যবাদ @ নীলোৎপল বেদী

Thanks for your nice tune..

Nashin Hassan ভাই @ রাইট ক্লিক এ Download All Links with IDM এই অপশনটি আসতেছেনা।এইটা কিভাবে আনতে হবে?

    @অচেনা: comment করার জন্য ধন্যবাদ ভাই I DM থেকে “option” -> “General” ট্যাব এর নিচে “customize IDM menu items in contex menu of browsers” “Edit” button এ ক্লিক করে “internet explorer and IE based ” এবং “firefox and other mozilla based” দুইটা ট্যাবেই “Download All Links with IDM ” অপশনটিতে টিক দিন। আশা করি হয়ে যাবে।না হলে updated idm use করুণ।

      Nashin Hassan ভাই @ অপশনগুলো চেকমার্ক দেওয়া আছে।তারপর ও আসতেছে না।

        @অচেনা: Idm “revo unistaller” diye complete uninstall করে নতুন করে আপডেট ভার্সন ইন্সটল করে দেখতে পারেন।

ভাই হেল্প করেন সবাই একটু।মজিলা দিয়ে youtub এ গেলে।vedeo প্লে হওয়ার পর সবার idm আইকন আসে downdode এর জন্য কিন্তু আমারটা আসে না কেন্

    @শ্রাবন শেখ: ভাই আপনি option এর general tab থেকে “Customize idm download panel in browsers” এ “don’t capture downloads from web players automatically” থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।অথবা updated Idm ব্যবহার করে দেখতে পারেন ।

      @Nashin Hassan: ক্রোম এর জন্য কিছু করুন, আর একটি কথা ইউটিউবে ভিডিও চালানোর সময় আগে Panel preview নামক অপশনটা আসতো এটা মজিলাতে হয় কিন্তু ক্রোমে হয়না, সমাধান দিবেন।

priote rakh lam

    @faisalsarkar: comment করার জন্য ধন্যবাদ ভাই।

Level 0

hp probook 450g1 model ar driver to paitase na