এবার হ্যাক হল ডিম ! সেদিন দেখিয়েছিলাম কিভাবে কমলা হ্যাক করতে হয়,এর আগে দেখিয়েছিলাম কিভাবে লেবু হ্যাক করেতে হয় , এরো আগে দেখিয়েছিলাম কিভাবে আলু হ্যাক করতে হয়। আজ তাহলে দেখে জান কিভাবে ডিম হ্যাক করবেন। আমি ঐদিন কিন্তু হ্যাকিং এর সংজ্ঞা দি্যেছিলাম। আজ আবার দেই ।
হ্যাকিং কি ?
Answer:Hacking is the practice of modifying the features of a system, in order to accomplish a goal outside of the creator's original purpose.
- See more at: http://whatishacking.org/
প্রবাস জীবন প্লাস ব্যাচেলর জীবন ! এক যুদ্ধ ক্ষেত্র ! এখানে এসে আমি প্রায়ই সর্টকাট খাওয়ার জন্য ডিম সিদ্ধ দিয়ে খেয়ে ভার্সিটিতে বের হয়ে যাই। কিন্তু প্রায়ই আমি ভাবি এর চেয়ে ফার্স্ট কিভাবে এই ডিম ছিলানো যায় ! এই প্রয়োজনের তাগিদে সিস্টেম বের করা আর কি !
এখানে আর বেশি কিছু বলার নাই শুরু করে দেই !
প্রথমে আপনার ডিমকে একটু ভাঙেন !
তারপর ঐ ডিমের ভাঙ্গা অংশের নিচে ছোট একটা চামোচ ডুকিয়ে দিন ।
তারপর কিভাবে কি করতে হবে আমি বুঝাইতে পারতেছিনা তাই এইখান থেকে ভেডিওটা দেখে নিন । 😛
Happy Hacking :- uɐɯıɐןns uıq uɐʍzıɹ
We are Black Hat hackers But we wear White hats.
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
রাস্তার পাশে যারা সিদ্ধ ডিম বিক্রি করে সে সকল হ্যাকার তাদের জীবিকা নির্বাহ করে এই সিস্টেমে হ্যাক করে … 😀