১০ মিটার কেবল দিয়ে পিসিতে মডেম কানেক্ট পায় না??? নো-চিন্তা এই পোস্ট টি আপনার জন্য…Most Exclusive (ভিডিও সহ)

আসসালামু আলাইকুম... আজকে একটু অবসর... তাই আরেকটি খুবই দরকারী পোস্ট করলাম... অনেকের ১০ মি. USB কেবল দিয়ে পিসিতে মডেম কানেক্ট পায় না... আর চিন্তা করতে হবে না...কেবল দিয়ে মডেম কানেক্ট দিলে msg আসে USB Not recognized....  আজ আমি আপনাদের দেব দুনিয়ার সবচেয়ে সহজ সমাধান...

প্রথমে নিচের চিত্রের মত উপকরন গুলি সংগ্রহ করুন...

যা যা লাগবে...

১. প্লেয়ারস

২. একটি অরিজিনাল নকিয়া চার্জার

৩. কাচি

৪. তাতাল

৫. রাং,রজন

৬. পুরোনো USB কেবলের দুপাশের দুটি মাথা......

পুরোনো USB কেবল টি কাটলে কেবল এর ভেতর ৪ টি ভিন্ন কালারের তার পাবেন... লাল,কালো,সাদা,সবুজ

এখানে লাল তারটি হচ্ছে (+)  পজেটিভ

আর কালো তারটি হচ্ছে (-) নেগেটিভ

এখন যে অংশটি আপনার পিসিতে লাগাবেন সেটির লাল (+) পজেটিভ তারটি কেটে ফেলেন...

এখন নকিয়া চার্জার এর মাথা টি কেটে (+)(-) নির্ণয় করেন...

নিচের চিত্রের মত করে সবগুলোর সংযোগ দেন...

চার্জার এর (+) পজেটিভ তারটি শুধু মাত্র মডেম এর দিকে যাওয়া লালা তারটির সাথে সংযোগ দিবেন... (-) নেগেটিভ তারটি বাকি দুটি কালো তারের সাথে লাগান...

সবুজ দুটি তার একসাথে লাগান...

সাদা দুটি তার একসাথে লাগান...

তারের মাথাগুলি ভালভাবে একসাথে পেচিয়ে তাতাল দিয়ে রাং লাগিয়ে নেন...

এবার ১০ মি. USB কেবলটি যুক্ত করেন...

নকিয়া চার্জার টি প্লাগ ইন করেন...

চিত্রানুযায়ী পিসির সাথে কানেক্ট করেন...।

ভিডিওঃ https://www.youtube.com/watch?v=ZOUFfSePGHM

এখন দেখুন পূর্বের সমস্যাটি আর দেখা দেবে না... এবার নিশ্চিন্তে বসে নেট Use করেন...

কোনো সমস্যায় FB তে আমি... http://www.facebook.com/sk.shafiq96

বিঃ দ্রঃ সম্পূর্ণ নিজের Risk এ করবেন... কোনো প্রকার ভুল কানেকশন এর কারনে ক্ষতির ভাগিদার আমি নই...

আল্লাহ হাফেজ... সবাই ভালো থাকবেন...

Level 0

আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নকিয়া চার্জার এর মাথা টি কেটে (+) ও (-) নির্ণয় করেন.. কেমনে কি ? খুলে বলেন

ভাই পিসিতে ক্যাবল লাগিয়ে ১০ মিটার এর অপর প্রান্তে আমি মিটার দিয়ে ভোল্ট মেপে দেখছি কিন্তু ভোল্ট একই ৫ ভোল্ট। তাহলে চার্জার কি করবে? একটু বুঝিয়ে বলেন। আর আপনার অ্যান্টেনা অসাধারন…………।।

Level 2

Charger ta ki plug-in kore rakhte hobe,,??

kaje lagbe.. tnx

Level 0

GooD Idea!!!
May be 10meter extention cable tar majhkhane (ba shes prante/modem er kacha kachi) lagale aro better result hobe. 5 volt er travelling distance ta kome asbe, etai fact.

টিউন করার জন্য ধন্যবাদ

আমার USB কেব্‌ল এ Huwei বা ZTE মডেম connect করতে কোন Problem হচ্ছে না কিন্তু Micromax এর মডেম PC তে কানেক্ট করলে অটোমেটিক Plug in Plug out হতে থাকে ।অন্য Micromax Modem বা USB Cable দিয়ে দেখেছি বাট সেম Problem । কোনও সমাধান ?

আপনি এই USB HUBটি বানিয়ে দেখতে পারেন… আশা করি সমস্যার সমাধান হবে… @নীলোৎপল

জি… @eng_aual

অনেক সময় পিসি usb te সমান ভোল্ট দিতে পারেনা… আপনি যদি এটি use করেন তাহলে এটি সব সময় সমান ভোল্ট দেবে… @ফিরোজ আহমেদ … আর এন্টেনার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

চার্জার এর একটি তার হচ্ছে (+) বা ধনাত্বক আর অন্য টি হচ্ছে (-) ঋনাত্বক… আপনি এটি ভোল্ট মিটার দিয়ে মেপে (+) ও (-) নির্ণয় করতে পারেন…

ভাল লাগলো।