১ ক্লিকে যেকোনো ভিডিও ডাউনলোড করুন। IDM সমস্যা থেকে মুক্তি নিন।

আমরা প্রতিনিয়ত এখন ভিডিওর প্রতি আবেগপ্রবন।

কিন্তু এই ইউটিউব, ফেসবুক বা অন্য ভিডিও শেয়ারিং সাইট থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না।

যে কারণে আমরা IDM বা অন্য সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু তাতেও ঝামেলা মুক্ত না আমরা।

সেজন্য ভিডিও ডাউনলোডের এই জনপ্রিয় অ্যাড-অনস টা ব্যবহার করে দেখুন, কতো সহজে এক ক্লিকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এটা দিয়ে আপনি ভিডিও কনভার্টও করার সুযোগ পাবেন।

বি.দ্র- এটা মজিলা ফায়ারফক্সে ভালো চলবে। 

কীভাবে-

  • প্রথমে আপনার মজিলা ব্রাউজার ওপেন করুন।
  • তারপর add-ons এ ক্লিক করুন। নিচের ছবি দেখে করুন-

  • তারপর যে উইন্ডো আসবে তার একেবারে ডান পাশে উপরে দেখুন সার্চ বার। ওখানে জাস্ট লিখুন "Download Helper/ Video Downloder" লিখে সার্চ করুন অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এবং Add toFirefox করুন।

  • তারপর আপনার ব্রাউজার রিস্টার্ট দিন।
  • তারপর ইউটিউবে বা অন্য সাইটে যেকোনো একটা ভিডিও দেখুন।
  • তারপর ভিডিও প্লে অবস্থায় দেখুন আপনার ডান ঠিক নিচের ছবির মতো একটা চিহ্ন ঘুরতে শুরু করছে। তখন ওখানে কারচার রাখলে দেখবেন, ডাউনলোড লিঙ্ক চলে আসবে। নিচের ছবি দেখে করুন।

  • আশা করি বুঝতে পেরেছেন। প্রাকটিকালি করুন সমস্যা হবে না। হলে  আমি আছি তো।

তারপরও সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।

সব সময় টেকের সাথে আপডেট থাকুন ফেসবুক এই পেজে লাইক দিয়ে এবং এরকম আরও জটিল ব্লগিং টিপস পাবেন  এই ব্লগে। 🙂

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, খুব এ কাজের

তবে একটি বিষয় আপনার এড অন টা ব্যবহার করলে বিভিন্ন ফাইল ও ভিডিও ব্রাউজারের নিজস্ব ডাইনলোডার খেকে ডাউনলোড হবে, তাতে রিজিউম সাপোট পাওয়া যাবে না। আর একটি কথা ব্রাউজার থেকে বড় ফাইল যেমন ধরুন ২ জিবি ফাইল ডাওনলোড করা যাবে কী…? আপনার এসব এডঅন থেকে ডাওনলোড ম্যনেজারই আমার কাছে ভালো মনে হয়। যদিও প্রায় ২ মাস আগে আপনার দেওয়া এডঅনটা ব্যবহার করেছি আমার কাছে ভালো লাগেনি, তাই বাদদিয়েছি, যাই বলেননা ক্যনো IDM এর বিকল্প IDM ই।

    @মাহমুদ কলি।: আপনি হয়ত খেয়াল করেন নি, copy download url নামে একটা অপশন আছে. এর মাধ্যমে আপনি idm দিয়ে ডাউনলোড করতে পারবেন।

      Level 0

      @আতিকুর রহমান: শেষ পর্যন্ত যদি IDM এর কাছেই যেতে হয় তাহলে Add on এর দরকার কি? তা ছাড়া IDM এ Available সমস্ত ফরম্যাট এর Download link পাওয়া যায়। আমার মতে এসব ক্ষেত্রে IDM এর বিকল্প নেই।

    @মাহমুদ কলি।: IDM কিন্তু বস, আমি বলছি যাদের IDM সমস্যা করে, তাঁরা এটা ব্যবহার করুন। আর সব ধরণেরভিডিও ডাউনলোড করতে পারবেন।

Internet explorer এর জন্য কোন অপশন আছে ?

আমি ক্রম ব্যবহার করি, বেস্ট ব্রাউজার

Level 0

Spark Browser Use Koren Sob Somossa Somadan

বছর দুয়েক আগে আমি এভাবে Add on দিয়ে বেশ কিছু ডাউনলোড করেছিলাম। ভিডিও এর কোয়ালিটি বেশ খারাপ ছিল। এখন ভাই কি অবস্থা ?

Level 0

মজিলা ফায়ারফক্স এ https সাইট গুলোতে This Connection is Untrusted আসে।সমাধান দিন।

Level 0

http://en.browser.baidu.com/
Mozila Ar Chaite Onek subidar Browser Ata