ফ্রীতে এস এম এস পাঠাইতে কত সহজ কষ্ট গুলো একটু আলাদায় , জিপির বাশ জিপি দিয়েই

বাংগালী নাকি ফ্রী পাইলে আলকাতরা খাইতে রাজি আছে , আসলেই কি তাই , হয়ত , যাই হোক জিপি রে এমন কইরা বাশ আমরা যদি বার বার দিতে পারতাম তাহলে মনটা খুব খুশি খুশি থাকত বলেই আমার মনে হয়

এবার আসল কথায় আসি , গত রাত থেকে টেকটিউনে আমি একটা পোষ্ট নিয়ে আপডেট পেলাম আজ, আর পোষ্ট টা কি সেটা নিশ্চয় বুঝতে পারছেন , হা আমি গ্রামীন ফোনের ফ্রীতে ২০ টি এস এম এস প্রতিদিন পাঠানোর কথাটাই বলছিলাম , যাই হোক টিউনার রহস্যময় অভিযাত্রীর এই পোষ্ট টা দেখেই শিখে নিলাম কেমনে ফ্রী খাওয়া যায় তবে তার টিউনে আমার বোধগম্য কিছুটা হইছে কিন্তু আমার ২ বন্ধু আল্লাহর রহমতে কিছুই বুঝে নাই , এখন আবার একজন ফ্রী খাইবার জন্য আমারে ধরছে তাই বিস্তারিত লিখলাম এখানে , জনাব রহস্যময় অভিযাত্রী প্লিজ ডোন্ট মাইন্ড

যাই হোক আপনাদের যা করতে হবে এবার বলি.....

১ম ধাপ : এইখানে একটা গুতা মাইরা চলে যাবেন গ্রামীন ফোনের আলো আসবেই নামের ওয়েব সাইটে তারপর আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলা দিয়া খাটি বাংলায় রেজিস্টার মানে বুঝেন তো নিবন্ধন করবেন
01a
এই ছবির মত করে

২য় ধাপ : রেজিস্ট্রেশন করা শেষ ? হুমম বুঝলাম আপনে রেজিস্টার করছেন জিপির ফ্রী মাল খাইবার, এখন আপনার মেইল বক্স থাইকা কি করতে হবে জানেন ? জী আপনে এখন আপনার আইডি একটিভ করবেন , আপনার পাসোয়ার্ড আপনার মেইলেই পাঠানো হবে এর পর আপনি সেই পাসোয়ার্ড দিয়া আলো আসুক আর নাই আসুক "আলো আসবেই" নামের ওয়েব সাইটে লগিন করবেন এইখানে গুতা দিয়া

৩য় ধাপ : কাম সারছে আপনি দেখি আলোআসবেই টে লগিন করে ফেলেছেন , এবার আপনাকে যা করতে হবে.... , হুমম লগিন শেষে আপনার প্রোফাইল এডিট করতে চলে যান , তারপর নিচে আপনার পাসোয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন নিজের বাপের সাইট মনে করে । মনে রাখবেন পাসোওয়ার্ড অবশ্যই আপারকেস এবং লোয়ার কেস লেটার অথবা লেটার এবং ডিজিট দিয়ে করতে হবে , ব্যস পরিবর্তন শেষে এইবার আপনার মোবাইল নাম্বার টা যেগ করবেন যেভাবে , নিচের ছবির মত যায়গায় ক্লিক মারেন
02
মানে ডেভলোপার টেস্ট ফোন নামের যায়গায় ক্লিক করে কান্ট্রিকোড সহ আপনার মোবাইল নাম্বারটি যেটি দিয়ে আপনি ফ্রী এস এম এস পাঠাবেন সেটি লিখুন এবং নিচে সেভ বাটনে গুতা দিবেন
03
এবার আপনার মোবাইলে কনফার্ম কোড টি আসবে সেই কোড টা বসাতে নিচের ছবির মত যায়গা পাইছেন না ? হুমম সেইখানে ক্লিক মারেন ব্যস , আপনার মোবাইল নাম্বার টি একটিভেট হয়ে গেল

৪র্থ ধাপ :
04
হুমম বুঝলাম ফ্রী খাইবার জন্য আপনার আর তর সহ্য হইতেছে না, হোক এইবার একটুসখানি কাম করবেন সেটা হচ্ছে এইখানে গুতা মাইরা সফট খানা ডাউনলোড করে নিবেন এবার খেয়াল করুন আপনার পিসি তে মানে যে উইন্ডোজ ব্যবহার করছেন সেখানে ডটনেট ফার্মওয়ার ২.০ অঠবা এর থেকেও পরের টা সেটাপ দেয়া আছে কিনা , আর যদি না থাকে তাহলে এই খানে গুতা মাইরা 4.0 ভারশন নামাইয়া নিতে পারেন , আর যদি ভিস্তা অথবা সেভেন মানে উইন্ডোজ সেভেন ব্যবহার করে থাকেন তাহলে নো টেনশন , সফট খানা সেটাপ মাইরা ওপেন করেন এর পর যা যা করবেন সেটা হচ্ছে আপনার ইউজার নেম , পাসোয়ার্ড এবং যে নাম্বার টা দিয়া রেজিস্টার করেছেন সেটা ডিন । এইবার যা করবেন যেই নাম্বারে আলকাতরা মানে ফ্রী এস এম এস পাঠাবেন সেটা ডেস্টিনেশন নাম্বারে বসাবেন , এখেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারের কান্ট্রি কোড দিতে হবে না , মানে +৮৮ দেবার কোনই দরকার নাই

অনেক কাজ করলেন ২০ টা ফ্রী এস এম এস পাঠাইতে , উমম , কট কষ্ট রে , একবারেই তো করতে হবে আর না , হোক এবার আপনি শুধুই ডেস্টিনেশন নাম্বার টা চেন্জ করবেন আর ফ্রী এস এম এস পাঠাইবেন

খরচের কথা বলি , আসলে মেসেজ দিতে এক টাকাও কাটে না, বিশ্বাস না হইলে আমার করার কিছুই নাই, যদি আপনার নেট আনলিমিটেড অথবা ১ জিবি মানে একটা প্যাকেজ এর আওতায় থাকে আর কি , তবে যদি পি১ হয়ে থাকে তাইলে টেকা কাটবে, এতে আমার কিছুই করার নাই , বুঝলেন ? আসলে নেট ইউজ করতে যত টাকা কাটবে সেটাই শেষ , আর কোন খাতে কাটবে না

মেলা পেচাল পারলাম , আবারপ বলি আমি টেকি না , আর কিছুই জানিনা, মানে একটা মূর্খ মানুষ , যদি আমার পেচাল শুইনা আমারে পাগল ছাগল মনে হয় তাইলে স্ট্রেইট কইয়া যাবেন

আর পোষ্ট খানা আমার নিজের হাতে নিজের ভাষায় লেখা, কেউ মাইন্ড খাইয়লে আমার কিচ্ছুই করার নাইকা

*********** মজার ভাষায় লিখার কারন মজা করেই বুঝানো , তবে এইখানে আমি কোন স্ল্যাং ইউজ করি নাই এটা আমি জানি, তবে এই সিম্পল ভাষাও যে আপনাগো এত বেশি মাথায় হিট করবে সেইটা জানলে অন্য কিছু লিখতাম , মানে আমার সাইটের এ্যাডভার্টাইজ দিয়ে ভরাইতাম "

Level 0

আমি ডেসপারেট ইভিনিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 397 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পুরোদমে একটা অপদার্থ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ট্রাই করে দেখি

    ধাপ গুলো ১ম থেকে শুরু করেছেন তো ?

    আপনি যদি আগে থেকেই রেজিস্টার করে থাকেন তাহলে এখন ২য় ধাপ টা ফলো করুন

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

ভাই একজন কমেন্টার যেভাবে কমেন্ট করেন একজন টিউনারকে আরো অনেক দ্বায়িত্বশীলভাবে ভাষা ব্যবহার করতে হয়
গ্রামীন-ফোনকে ঘৃনা করলেও এখানে এসে আপনার ভাষার ব্যবহারটা কেমন যেন লাগল

    আমি কখনই গ্রামীন ফোন কে ঘৃনা করি না, কারন গত ৩২ মাস গ্রামীন ফোন আমাকে যেভাবে সাহায্য করেছে সেটা আমি জানি,

    যাউকগা আমার ভাষা এমনেই , আগেও বলেছি এখনো বলছি আমি মূর্খ মানুষ , সো একটু বলবেন কোন ভাষা টা আপনার খারাপ লেগেছে,

    স্ট্রেইট বললে খুশি হইতাম

    Level 0

    বাংগালী নাকি ফ্রী পাইলে আলকাতরা খাইতে রাজি আছে , আসলেই কি তাই , হয়ত

    হুমম বুঝলাম আপনে রেজিস্টার করছেন জিপির ফ্রী মাল খাইবার,

    তারপর নিচে আপনার পাসোয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন নিজের বাপের সাইট মনে করে

Level 0

আমি এটা আগেই করেছি
আজকে আবার অরলাম

    Level 0

    আর হা এটা কিন্তু গিপি নম্বর ছাড়া করা যায়না

    আমি কি পোষ্টের কুনো যায়গায় কইছি এইটা বাংলাদেশের সব নাম্বারে করা যায় ?

    যদি এই ইনফো টা আমি পোষ্টে না লাগাইয়া থাকি তাহলে আপনারে থ্যাংকু ভাইজান

বাংগালী নাকি ফ্রী পাইলে আলকাতরা খাইতে রাজি আছে , আসলেই কি তাই । নিজেকে দিয়ে কখনো অন্যকে তুলনা করবেন না। কারন এইখানে বিভিন্ন মাইন্ডের
পাঠক রয়েছে।

    সমস্যা কি? আমি তো বলিনি সবাই আমার মত আলকাতরা খায় তাই না, যদি কেউ তাদের মাইন্ডে নেয় তাইলে যেন আমার এই পোষ্টেই বলে যায়, আমি খুশি হব,

    এখন বলেন আপনার মাইন্ড এ লাগছে নাকি ?

যাউকগা, কুনো, কিচ্ছুই করার নাইকা। ডেসপারেট ইভিনিং শুধরাইয়া নিবেন। টিউন পোষ্ট করলে দায়িত্বশীল মানসিকতা নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন।

ডেসপারেট ইভিনিংডেসপারেট ইভিনিং মামা জোস টিউন করছো । টিউন টা কাজে লাগুক আর না লাগুক টিউনের ভাষা টা বেশি জোস 🙂

হা হা

ভাই টিউনের টাইটেলে “বাশ” জাতীয় শব্দ না ব্যবহার করলে আরো একটু ভালো হত।
ধন্যবাদ।

    কি ধরনের শব্দ ইউজ করলে আপনার মত টিউনার কে খুশি করতে পারব ? মানে বাশ এর যায়গায় কি হলে ভাল হত সেটাই তো বললেন না ?

ফেসবুকের যুগে SMS? তাও আবার ইন্টারনেট ব্যবহার করে? নাহ্, খুব একটা প্রয়োজনীয় জিনিস মনে হল না আমার কাছে।

… তবে হ্যা কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে এটি সত্যিই প্রয়োজনীয় হয়ে দেখা দিতে পারে।

    ফেসবুক দিয়া আর যাই করা যাউক না কেন মোবাইলে এস এম এস পাঠান যায়না মামা , আর বাংলাদেশের কয়টা পাবলিক আপনার মত সারাদিন ফেসবুকে পইরা থাকে

    যাউক গা আমি ফেসবুক ইউজ করি না তাই আমার মাগনায় এস এম এস দরকার আছিল

ধন্যবাদ শেয়ার করার জন্য।

যার কাছে যা প্রয়োজন। ধন্যবাদ পেইন নেওয়ার জন্য।

Level 0

na kharap hoy nai tobe . onno kono desh theke ki kaj hobe ?

    লাগবে আপনার জিপি নাম্বারের একটিভেশন কোড, একবার একটিভ হয়ে গেলে পৃথিবীর যেকোন দেশ থেকে পাঠানো সম্ভব বলে মনে হয়

ধইন্যা

এত কিছু বুঝি নাইক্কা ,খালি বুঝি for-ever.us দিয়ে যেকোনো মোবাইল নম্বরে প্রতিদিন আনলিমিটেড এস.এম.এস পাঠানো যায়।ডেসপারেট মামা কে ধইনা

Level 0

Jotil language kothin tune

আপনার ভাষা পড়ে মনে হল সামুতে এসেছি । এই জাতীয় ভাষা টে টি তে না ইউস করলে হয় না?
আর ভাইজান কি সামুতে লেখেন নাকি ? তাইলে লিঙ্কটা একটু দিয়েন। আর যদি না সামুতে লেখেন তাইলে এখনি লেখা শুরু করেন, আপনার উন্নতি নিশ্চিত । তবে টে টি কে ভুলে যাইয়েন না।নিয়মিত টিউন কইরেন। আর টে টি তে এই স্টাইলের ভাষা না ইউস করলেই ভাল হয়।

টেকটিউনস নীতিমালা
১.৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।

    আমিও আপনার সাথে একমত।

    এত নিতি বাক্য না ছাইরা টেটি এডমিন গো খবর দেন আমি এই আকাম করছি, পোষ্ট ডিলিট অথবা আমারে ব্যান করলে আপনাগো মত চুচিল মানুষের উপকার হবে, ব্যানের আশায় রইলাম

    Level 0

    টিউনার সাহেব নিজেকে সংযত করুন

    @LUCK

    আমি নিজেকে যথেষ্ট মার্জিত রাখার মত মনোভাব রাখি যতক্ষ পর্যন্ত কেউ আমারে না গুতায়। আর কিছু শিখতে যদি মজা না পাই তাহলে মনে হয় সেটা সেখার থেকে না শেখায় ভাল

    Level 0

    সব শিক্ষা যে মজার হবে তা কিন্তু নয়্‌………………………

    ডেসপারেট ইভিনিং ভাইয়ের দলে কেউ কথা বলে নাই আমি বলি। আঞ্চলিক ভাষা আর বিকৃত ভাষা এর মধ্যে মনে হয় পার্থক্য আছে।

    শিবলী@ আরে বাদ দাও এইসব, অনেক পুরানা ঘটনা। কেমন আছ? তাই বল।

    যাই হোক টেকটিউন্সে কমেন্ট করা একেবারের মত প্রায় ছেড়ে দিয়েছি। এত কম লোডিং স্পীডের সাইটে আসতে ভাল্লাগে না। বিরক্তিকর।

আমার কোন কাজে আসবেনা , তবে ধন্যবাদ

ভাষাটা মার্জনীয় করা উচিৎ । বাপের সাইট মনে করা, গুতা মরা, মাইনড খাওয়া, ফ্রী খাওয়া এই সব শব্দ শ্রুতি মধুর না ।

    এই গুলার শ্রুতি মধুর ভাষা কি ভাইজান আমারে শিখাইবেন ? মুই না মুর্খ মানুষ ,,,,, মোগো এইহানে এইরামেই কয় , কি করমু কন

    যে কোন ব্যাক্তি বক্তব্য দেওয়ার শুরুতে এ ভাবে শুরু করে বা শেষ করে “আমি মূর্খ, অশিক্ষিত, নগন্য একজন আপনাদের সামনে কিছু বলতে দাড়াইলাম” আসলে সে অশিক্ষিত না, মূর্খ না তবুও সে নিজেকে সবার সামনে ছোট করে উপস্থাপন করে ।
    আমি মনে করলাম আপনাকে ও তাই । এখন দেখি আপনি সত্যি সত্যিই মূর্খ ।

    মানষ কি শিক্ষিত হইয়া নিজেকে মূর্খ বলে নাকি ?

    এখন তো আপনার কমন সেন্স আছে নাই বলেই আমার মনে হয়

    , আমি বাংলাদেশের রাজনিতীবিদ না যে মুখে একটা কই আর পেটে আরেকটা রাখি , আমি বাংলায় কথা কই আর যা কই তা মুখের উপর কইতে দ্বিধা করিনা, কারন আমি সত্য কথা কইতে চিন্তা করি না

একটু ব্যতিক্রমী ভাষা ব্যবহার করা হয়েছে এই যা। কিন্তু সবাই যে ভাবে বঙ্গবীর সেজে (বাঙলায় বড় বড় সব ডিগ্রি প্রাপ্ত) টিউনারের উপর ঝাপিয়ে পড়লেন, সেটা খুব দৃষ্টিকটু লাগলো। এভাবে কাদা ছোড়াছুড়ি না করলেও হতো। এই টিউনটা আমার কোন কাজেই আসবে না। তবুও টিউনারকে ধন্যবাদ সুন্দরভাবে এবং কিছু্টা আকর্ষনীয় ভাবে ব্যাপারটা উপস্থাপন করার জন্য।

    যদি অমি অন্যান টিউনারের মত আমার ৪-৫ সাইটের এ্যাড দিয়া কইতাম ভাইজান গো মোর ওমুক সাইট থেকে দেইখা নিয়েন তাইলে মোরে সাবাস দিয়া যাইত , “উচিত কথায় যে দোস্ত ব্যাজার হয়” সেটা ভালাভাবে ববুঝলাম

জব্বর একখান পোষ্ট, আপনের লেখনের স্টাইলটাও সেইরাম

    লেখার স্ট্যাইল যে কেমন সেটা বুঝতেছি টেকটিউনের নেতা স্ট্যাইলার দের কাছ থেকে

এখানে কি এমন খারাপ ভাষা ব্যবহার করা হয়ছে আমি কিন্তু বুঝি নাই। ডেসপারেট ভাই আম জনতার ভাষায় লেখাটা লিখেছেন মজা করে। এইটা নিয়ে এখান লোকজন যত লেকচার দিছে মনে তো হয় এরা জীবনে বাশ, গুতা নামক শব্দগুলান উচ্চারনও করেন নাই। এই শব্দগুলান মনে হয় বাংলা ডিকশেনারীতে নাই।

ডেসপারেট ভাই আমি কিন্তু লেখাটা পড়ে অনেক মজা পেয়েছি আর টিউনটা আমার কাজেও লেগেছে। ধন্যবাদ আপনাকে।

সাবাশ ডেসপারেট ইভিনিং জিপিরে মাইরা দিসেন বাশ

I am Successfull !!! ধন্যবাদ আপনাকে।

আমারটা কিছুতেই হচ্ছে না! অন্য সব ঝামেলা শেষ করে চতুর্থ ধাপে এসে আটকে গেছি। প্রথমে .net Framework version 2 net থেকে নামিয়ে install করলাম (22.4 MB)। তারপর আপনার দেওয়া setup install করতে গেলে বলে- ” This setup requires the .net Framework version 3.5. Please install the .net Framework and run this setup again. The .net Framework can be obtained from the web. Would you like to do this now? Yes No ” আমি ভাবলাম তাহলে আপনার দেওয়া Framework version 4.0 টাই download করা ভালো। তখন Framework version 2 uninstall করে Framework version 4.0 আপনার দেওয়া লিংক থেকে নামিয়ে ঠিকমত install করলাম (48.1 MB)। তারপর আপনার দেওয়া setup install করতে গেলে আবার সেই আগের কথাই বলে- ” This setup requires the .net Framework version 3.5. Please install the .net Framework and run this setup again. The .net Framework can be obtained from the web. Would you like to do this now? Yes No “. অগত্যা Yes click করে net Framework version 3.5 নামালাম (2.73 MB)। install দিলাম কিন্তু দেখলাম এটা নেট থেকে 61 MB নামাবে। ধৈর্য হারিয়ে ফেললাম। আমি এটা আমার pc (XP) এবং laptop (Vista) দুটোতেই চেষ্টা করে দেখেছি। ফলাফল একই। এখন কি করা যায়?

Invalid id and password বলে । একটু হেল্প করেন। হচ্ছে না তো।

ভালোই তো ……….