উইন্ডোজের সর্টকাট কী – মাউস ব্যবহার করতে করতে একঘেয়েমি এসে গেলে টিউনসটি মিস করবেন না

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাইকে আমার সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজকে আপনাদের যে সর্টকাট কী গুলো দেব সেগুলো আয়ত্ত করতে পারলে মাউসকে MBBA (মাদার বোর্ডের বেকার অংশ) করে দিতে পাবেন। এগুলো উইন্ডোজ এক্সপিতে পরীক্ষিত। অন্য উইন্ডোজে কাজ করতেও পারে। যদিও বর্ননা গুলো ইংরেজীতে, আশা করি বুঝতে আসুবিধা হবে না। অসুবিধা হলে কমেন্টে বলবেন।

CTRL+C - Copy.
CTRL+X - Cut.
CTRL+V - Paste.
CTRL+Z - Undo.
DELETE - Delete.
SHIFT+DELETE - Delete selected item permanently without placing the item in the Recycle Bin.
CTRL while dragging an item - Copy selected item.
CTRL+SHIFT while dragging an item - Create shortcut to selected item.
F2 - Rename selected item.
CTRL+RIGHT ARROW - Move the insertion point to the beginning of the next word.
CTRL+LEFT ARROW - Move the insertion point to the beginning of the previous word.
CTRL+DOWN ARROW - Move the insertion point to the beginning of the next paragraph.
CTRL+UP ARROW - Move the insertion point to the beginning of the previous paragraph.
CTRL+SHIFT with any of the arrow keys - Highlight a block of text.
SHIFT with any of the arrow keys - Select more than one item in a window or on the desktop, or select text within a document.
CTRL+A - Select all.
F3 - Search for a file or folder.
ALT+ENTER - View properties for the selected item.
ALT+F4 - Close the active item, or quit the active program.
ALT+Enter - Displays the properties of the selected object.
ALT+SPACEBAR - Opens the shortcut menu for the active window.
CTRL+F4 - Close the active document in programs that allow you to have multiple documents open simultaneously.
ALT+TAB - Switch between open items.
ALT+ESC - Cycle through items in the order they were opened.
F6 - Cycle through screen elements in a window or on the desktop.
F4 - Display the Address bar list in My Computer or Windows Explorer.
SHIFT+F10 - Display the shortcut menu for the selected item.
ALT+SPACEBAR - Display the System menu for the active window.
CTRL+ESC - Display the Start menu.
ALT+Underlined letter in a menu name - Display the corresponding menu.
Underlined letter in a command name on an open menu - Carry out the corresponding command.
F10 - Activate the menu bar in the active program.
RIGHT ARROW - Open the next menu to the right, or open a submenu.
LEFT ARROW - Open the next menu to the left, or close a submenu.
F5 - Refresh the active window.
BACKSPACE - View the folder one level up in My Computer or Windows Explorer.
ESC - Cancel the current task.
SHIFT when you insert a CD into the CD-ROM drive -
Prevent the CD from automatically playing.

CTRL+TAB - Move forward through tabs.
CTRL+SHIFT+TAB - Move backward through tabs.
TAB - Move forward through options.
SHIFT+TAB - Move backward through options.
ALT+Underlined letter - Carry out the corresponding command or select the corresponding option.
ENTER - Carry out the command for the active option or button.
SPACEBAR - Select or clear the check box if the active option is a check box.
Arrow keys - Select a button if the active option is a group of option buttons.
F1 - Display Help.
F4 - Display the items in the active list.
BACKSPACE - Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box.

Windows Key - Display or hide the Start menu.
Windows Key +BREAK - Display the System Properties dialog box.
Windows Key +D - Show the desktop.
Windows Key +M - Minimize all windows.
Windows Key +Shift+M - Restores minimized windows.
Windows Key +E - Open My Computer.
Windows Key +F - Search for a file or folder.
CTRL+ Windows Key +F - Search for computers.
Windows Key +F1 - Display Windows Help.
Windows Key + L - Lock your computer if you are connected to a network domain, or switch users if you are not connected to a network domain.
Windows Key +R - Open the Run dialog box.
Windows Key +U - Open Utility Manager.

Right SHIFT for eight seconds - Switch FilterKeys on and off.
Left ALT +left SHIFT +PRINT SCREEN - Switch High Contrast on and off.
Left ALT +left SHIFT +NUM LOCK - Switch MouseKeys on and off.
SHIFT five times - Switch StickyKeys on and off.
NUM LOCK for five seconds - Switch ToggleKeys on and off.
Windows Key +U - Open Utility Manager.

END - Display the bottom of the active window.
HOME - Display the top of the active window.
NUM LOCK+ASTERISK on numeric keypad (*) - Display all subfolders under the selected folder.
NUM LOCK+PLUS SIGN on numeric keypad (+) - Display the contents of the selected folder.
NUM LOCK+MINUS SIGN on numeric keypad (-) - Collapse the selected folder.
LEFT ARROW - Collapse current selection if it's expanded, or select parent folder.
RIGHT ARROW - Display current selection if it's collapsed, or select first subfolder.

কমেন্টের আপেক্ষায় রইলাম।

বোনাসঃ
১. প্রয়োজনীয় সব সাইটের ঠিকানা পেতে এখান থেকে ঘুরে আসুন।

২. ব্লগে বাংলালেখার সময় ভুল হলে তা ধরার জন্য ফায়ারফক্সে একটি এ্যাডওনস্ আছে। এটি থাকলে বাংলা ভুল হলে তার নিচে লাল দাগ দিয়ে চিন্হিত করে দেবে এবং ভুল বানানের উপর রাইট ক্লিক করলে সঠিক বানানটি দেখাবে। এখান থেকে এ্যাডওনস্ টি ডাউনলোড করতে পারেন।

অতিরিক্তঃ
আমি একটি সফটওয়্যার তৈরির কাজ করছি। যারা ভিজুয়্যাল বেসিক ভালো জানেন অথবা ইংরেজীতে চ্যাটিং করেন তারা আমাকে সাহায্য করতে পারেন। আমাকে সাহায্য করার ইচ্ছা থাকলে আমাকে ইমেইল করুন। আমার ইমেইলঃ [email protected]

ধন্যবাদ।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thank u vai

Thank You Very Much

আচ্ছা ভাই একটা বিষয় বুঝি না , টিউন শেষে নিজের সাইটের এ্যাড্রেস টা না দিলে কি টিউনের মান কমে যায় নাকি ?

    ভাই আমার মনে হয় আপনি আমার সাইটটিতে ঢুকেননি। কারন এ সাইটে যে ঠিকানা গুলো দেয়া আছে তা কম-বেশী সবাই ব্যবহার করেন। আর এ সাইটি সবাই ব্যবহার করে যেন উপকৃত হত তাই সাইটটির লিঙ্ক দিলাম। আমার সাইটটি আপনার উপকারে না লাগলেও অন্যের উপকারে লাগতে পারে।
    খারাপ কিছু মনে করবেন না। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভালো হয়েছে।

আপনার টিউনের সাথে সাইট ও ভাল। আমি যেখানে যত সাইট দেখি সেখানেই ভিজিট করি। এ ক্ষেত্রে কোন কৃপনতা নেই।

    ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

সোহাগ ভাই আপনার সাইট টি খুবেই সুন্দর হয়েছে।

    সারা দেয়ার জন্য ধন্যবাদ।

সুন্দর হয়েছে। সর্টকাটগুলো আপনি নিজে বের করেছেন? করলে অসংখ্য ধন্যবাদ, আর যদি কোথা হতে সংগ্রহ করে থাকেন তাহলে তথ্যসূত্র দিলে খারাপ হত না।
তবুও বিনিময় করার জন্য —–
ধন্যবাদ।

    ভাই আমি সর্টকাট গুলো tune up utilities 2010 এর হেল্প ফাইল থেকে পেয়েছি। এটি কোন সাইট থেকে পাইনি তাই কোন তথ্যসূত্র দেইনি।
    ধন্যবাদ।

আপনার টিউনটা ভাল ও কাজের ধন্যবাদ টিউনের জন্য।

    আপনার মতামতের জন্য ধন্যবাদ।