আমাদের নানান কারনে নানান সময়ে ইউটিউব ভিডিও টির ব্যাকগ্রাউন্ড ইমেজ টি ডাউনলোড করতে হয়। গুগল এ সার্চ করে সেই ইমেজ টি পাওয়া গেলেও অনেক সময় কোয়ালিটি ভালো হয় না।
ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ এর প্রয়োজনীয়তা তারা বোঝেন যাদের ভিডিও ডাউনলোড সাইট আছে। ওকে , তহ আমি আপনাদের দেখাইতেছি যে কেমন করে ইউটিউব ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ টি ডাউনলোড করে নিবেন।
১/ প্রথমে ইউটিউব.কম এ যান।
২/ তার পর আপনার কাঙ্খিত ভিডিও টি ওপেন করুন।
৩/ এবার ভিডিও টি ওপেন রাখা অবস্থাই আপনার কীবোর্ড এ চাপুন CTRL+Uঠিক নিচের মত একটি উইন্ডো খুলবে ,
৪/ এই বার আবার কীবোর্ড এ চাপুন CTRL+F , এর ফলে একটি সার্চ অপশন আসবে , সেখানে লিখুন og:imag
দেখবেন এই কী-ওয়ার্ড টির পাশে একটি ইমেজ URL আছে। URL টি কপি করে ব্রাউজার এ একটি নতুন ট্যাব নিয়ে তাতে পেস্ট করুন। ওই LINK টি তে চলে গেলে আপনি ইমেজ টি ডাউনলোড করতে পারবেন, তাও আবার HD ফরম্যাট এ।
ENJOY!!!
ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী টিউনে। সেখানে নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
HD মুভি, ১০৮০p HD ভিডিও, ১০৮০p ওয়ালপেপার ডাউনলোড করার জন্য আমার সাইট টি ঘুরে আসতে পারেন, আসা করি মন্দ লাগবে না।
আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!
ভাই আপনি আমার ব্লগের থিমটা টা নিলেন দুইদিন আগেই দেখলাম আপনার অন্য থিম আর এখন অন্য মনটা খারাপ হয়ে গেল