হাঁ ঠিক ই দেখেছেন। আজ আমি আপনাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব যার মাদ্ধমে আপনি আপনার ৪ জিবি মেমোরি কার্ড/পেনড্রাইভ এ ৪x৩=১২ জিবি, ৮ জিবি মেমোরি কার্ড/পেনড্রাইভ এ ৮x৩=২৪ জিবি, ১৬ জিবি মেমোরি কার্ড/পেনড্রাইভ এ ১৬x৩= ৪৮ জিবি অর্থাৎ আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ এর ধারন ক্ষমতা শক্তির তিন গুন বেশি ডাটা বহন করতে পারবেন।
নেটে মেমোরি কার্ড/পেনড্রাইভ এর স্থান বৃদ্ধি করার অনেক সফটওয়ার পাওয়া যায়। যে গুল দ্বারা শুধু দেখতে পাওয়া যাই যে জাইগা বৃদ্ধি হয়েছে কিন্তু ডাটা পরিবহনে সক্ষম হয় না।
যাই হোক এবার তাহলে চলে যাই আসল বিষয়ে। আপনাকে যা যা করতে হবে তা তা আমি কয়েকটা ধাপে নিচে দেখালাম।
১/ আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি কে প্রথমে NTFS এ ফরম্যাট করে নিন। তারপর আবার FAT-32 এ ফরম্যাট করুন।
২/ এবার আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি তে ডাটা লোড করুন ফুল করে।
৩/ মেমোরি কার্ড/পেনড্রাইভ টি ফুল হয়ে গেলে সব ডিলিট করে দিন। [মনে রাখবেন ডিলিট করতে হবে ফরম্যাট না]
৪/ এই ভাবে তিনবার ফুল করে লোড করুন এবং সব ডিলিট করুন।
৫/ এই বার 7 Data Card Recovery নামক সফটওয়ার টি ডাউনলোড করুন। এবং ইন্সটল করুন।
৬/ এইবার সফটওয়ারটি ওপেন করলে ঠিক এই রকম উইন্ডো আসবে।
৭/ এখানে আপনার মেমোরি কার্ড/পেনড্রাইভ টি নির্বাচন করে নেক্সট বাটন ক্লিক করুন। এবং স্ক্যান শুরু করুন। স্ক্যান করা শেষ হলে আপনার সব ফাইল গুলো দেখতে পাবেন। এইবার সব নির্বাচন করে সেভ দিন।
[টিউন টি ১০০% পরিক্ষিত, আমি নিজে চেষ্টা করেছি এবং সফল হয়েছি। কারো কিছু বলার থাকলে বা সমস্যা হলে টিউমেন্ট করুন]
ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী টিউনে। সেখানে নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
HD মুভি, ১০৮০p HD ভিডিও, ১০৮০p ওয়ালপেপার ডাউনলোড করার জন্য আমার সাইট টি ঘুরে আসতে পারেন, আসা করি মন্দ লাগবে না।
আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!
ভাল আইডিয়া