Globally unique identifier (GUID) partition table or GPT হল GPT এর পুরো নাম এবং এটি একটি নতুন Partition system . GPT কে মূলত বিশেষিত করা হয়েছে Unified Extensible Firmware Interface (UEFI) এর জন্য কিন্তু এটি UEFI system এর জন্য Exclusive নয়।BIOS System এর Data Disk এর জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর ৩২ বিট এবং ৬৪ বিট দুটিই কাজ করে কিন্তু তারা বূট করতে পারে না। ৬৪ বিটের অপারেটিং সিস্টেমগুলো GPT support করে Boot করার জন্য UEFI system এর ক্ষেত্রে।
এই GPT Disk এর বৈশিষ্ট্যগুলোঃ
যেহেতু GPT disk কে তৈরি করা হল MBR disk এর সীমাবদ্ধতাকে দূর করার জন্য, আর এই সীমাবদ্ধতাকে দূর করার জন্য যে সব পরিবর্তন আনা হল তা হচ্ছে -
* 128 টি পার্টিশন করা যাবে প্রতিটি ডিস্কে
* 18 Exabyte (EB) volume size
* এই GPT কে Duplicate করা হয় এবং Cyclic Redundancy Checks (CRC) দ্বারা সুরক্ষন করা হয়।
GPT এর গঠনঃ
* Sectors 0-তে থাকে legecy protective MBR. এই Protactive MBR একটি প্রাইমারী পার্টিশন এর সাহায্যে পুরো ডিস্ককে Cover করে থাকে।
* Sector 1, পার্টিশন টেবল এর শিরোনামগুলোকে সংরক্ষন করে থাকে। এই পার্টিশন টেবল শিরোনামগুলো Unique disk Guid কে সংরক্ষন করে থাকে।
* এরপর Sector 2 থেকে পার্টিশন শুরু হয়।
নিচে পার্টিশন এর ব্যাখা দেয়া হল
পার্টিশন A EFI System Partition (ESP) , 100 MB এর মত জায়গা দখল করে। এটি Boot manager কে ধারণ করে, যা কিনা Windows Operating System এর Boot করার জন্য প্রয়োজন হয়।
পার্টিশন B Microsoft reserved (MSR), এবং 128 MB এর মত জায়গা দখল করে। এটি Windows এর Components-গুলোকে সংরক্ষন করে। এই পার্টিশন-টি Disk Management-এ লুকানো থাকে এবং এর জন্য কোন ড্রাইভ লেটার দেয়া হয় না।
পার্টিশন C Operating System (OS), এবং হার্ড-ডিস্কের বাকি জায়গা নিয়ে থাকে।
এটি What is a GPT Disk? এর বাংলা অনুবাদ। বিস্তারিত জানতে পারবেন এইখানে
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
দারুন জিনিস ধন্যবাদ শেয়ার করার জন্য।