যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন অতি সহজেই মাত্র কয়েকটা সূত্রের সাহায্যে। আজ আমার তৃতীয় টিউনটা প্রকাশ করলাম। যারা প্রথম এবং দ্বিতীয় টিউন দেখেননি তারা দেখে নিতে পারেন। না দেখলেও এই টিউনটি আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। তবে, ভালোভাবে এবং ধারাবাহিকতার সাথে বুঝার জন্য এই বিষয়ের প্রথম এবং দ্বিতীয় টিউন অবশ্যই পড়ুন।
আমি অল্প অল্প করে লিখছি, এতে বিরক্ত না হওয়ার অনুরোধ করছি। তবে কথা দিচ্ছি আপনারা যারা আমার এই টিউনগুলো পড়ে অনুশীলন করবেন, তারা ১০০% সঠিকভাবে এবং সহজভাবে যে কোন সালের যে কোন তারিখের বার বলে দিতে পারবেন। আপনাদের সত্যিকারের শেখার ইচ্ছা থাকলে ধৈর্যহারা হবেননা বলে আমার পূর্ণ বিশ্বাস আছে।
"আমি আপনাদের একটা কথা বলে রাখিঃ আমি কিন্তু কোন ব্লগ বা ওয়েবসাইট থেকে এই বার বলার পদ্ধতি শিখে লিখছি না। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরী। তবে ১০০% পরীক্ষিত।"
তাই অন্যদের পদ্ধতির সাথে আমার পদ্ধতি মিলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি, সেখানে ৯৯% সিস্টেম ব্যবহার করে ১৯০০-২১০০ সালের মধ্যে বার বলার সিস্টেম বর্ণনা করা হয়েছে। কিন্তু আমার সিস্টেমের বিশেষত্ব হচ্ছে, এটা ব্যবহার করে আপনারা ০০০১- অসীম, অর্থাৎ যে কোন সালের যে কোন তারিখের বার বলে দিতে পারবেন নির্ভুলভাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আরো চমকপ্রদ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি।
আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি আমার সিস্টেম পরীক্ষা করলাম কীভাবে। সহজ বিষয়টা হচ্ছে গুগলে তারিখ লিখে সার্চ দিলেই বার চলে আসবে। আপনারাও পুরোটা শেখার পর এই সিস্টেম অবলম্বন করবেন বলে আশা করছি।
প্রথম টিউনটি দেখুন এখানে
দ্বিতীয় টিউনটি দেখুন এখানে
যা জানা জরুরীঃ
পরবর্তী ধাপ দেখুন এখানে
কমেন্টে অনুভূতি জানিয়ে পরের ধাপগুলো লিখতে অনুপ্রেরণা প্রদান করার অনুরোধ রইলো।
ধন্যবাদ।।।
আমি মুজাহীদুল ইসলাম। Flutter Developer, Appstick, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
An introvert apprentice.
picci 1ta tune teny tuny chain tune baniye felesen…ufff…