যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন সহজেই_৩

যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন সহজেই_৩

যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন অতি সহজেই মাত্র কয়েকটা সূত্রের সাহায্যে। আজ আমার তৃতীয় টিউনটা প্রকাশ করলাম। যারা প্রথম এবং দ্বিতীয় টিউন দেখেননি তারা দেখে নিতে পারেন। না দেখলেও এই টিউনটি আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। তবে, ভালোভাবে এবং ধারাবাহিকতার সাথে বুঝার জন্য এই বিষয়ের প্রথম এবং দ্বিতীয় টিউন অবশ্যই পড়ুন।
আমি অল্প অল্প করে লিখছি, এতে বিরক্ত না হওয়ার অনুরোধ করছি। তবে কথা দিচ্ছি আপনারা যারা আমার এই টিউনগুলো পড়ে অনুশীলন করবেন, তারা ১০০% সঠিকভাবে এবং সহজভাবে যে কোন সালের যে কোন তারিখের বার বলে দিতে পারবেন। আপনাদের সত্যিকারের শেখার ইচ্ছা থাকলে ধৈর্যহারা হবেননা বলে আমার পূর্ণ বিশ্বাস আছে।

"আমি আপনাদের একটা কথা বলে রাখিঃ আমি কিন্তু কোন ব্লগ বা ওয়েবসাইট থেকে এই বার বলার পদ্ধতি শিখে লিখছি না। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরী। তবে ১০০% পরীক্ষিত।"

তাই অন্যদের পদ্ধতির সাথে আমার পদ্ধতি মিলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি, সেখানে ৯৯% সিস্টেম ব্যবহার করে ১৯০০-২১০০ সালের মধ্যে বার বলার সিস্টেম বর্ণনা করা হয়েছে। কিন্তু আমার সিস্টেমের বিশেষত্ব হচ্ছে, এটা ব্যবহার করে আপনারা ০০০১- অসীম, অর্থাৎ যে কোন সালের যে কোন তারিখের বার বলে দিতে পারবেন নির্ভুলভাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আরো চমকপ্রদ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি।


আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি আমার সিস্টেম পরীক্ষা করলাম কীভাবে। সহজ বিষয়টা হচ্ছে গুগলে তারিখ লিখে সার্চ দিলেই বার চলে আসবে। আপনারাও পুরোটা শেখার পর এই সিস্টেম অবলম্বন করবেন বলে আশা করছি।

প্রথম টিউনটি দেখুন এখানে
দ্বিতীয় টিউনটি দেখুন এখানে


।৩।

যা জানা জরুরীঃ

  • প্রতি চার বছর পর পর ইংরেজী একবছরে ৩৬৫ দিনের সাথে ১ দিন যোগ হয় ৩৬৬ দিন হয়। ঐ বছরকে লীপ ইয়ার বা অধিবর্ষ বলে।(এটা সবার জানা)
  • কিন্তু প্রতি চারশত বছরে তিনটি করে লীপ ইয়ার বাদ দেয়া হয়। যেমনঃ
    • লীপ-ইয়ার নয়ঃ (সাল): ১০০, ২০০, ৩০০,★ ৫০০, ৬০০, ৭০০, ★ ৯০০, ১০০০, ১১০০, ★ ১৩০০, ১৪০০ ১৫০০, ★ ১৭০০, ১৮০০, ১৯০০,★ ২১০০, ২২০০, ২৩০০, ★ ২৫০০ ইত্যাদি।
    • লীপ-ইয়ারঃ (সাল): ০, ৪০০, ৮০০, ১২০০, ১৬০০, ২০০০, ২৪০০, ২৮০০, ৩২০০, ৩৬০০, ৪০০০ ইত্যাদি।
  • একটি নির্দিষ্ট বছর (লীপ ইয়ার ব্যতীত) যে বারে শুরু হয়, তার একদিন পরের বারে পরবর্তী বছর শুরু হয়। যেমন-
    • ২০১৩ সাল শুরু মঙ্গলবারে
    • ২০১৪ সাল শুরু বুধবারে
    • ২০১৫ সাল শুরু বৃহস্পতিবারে
    • ২০১৬ সাল শুরু শুক্রবারে
  • কিন্তু লীপ-ইয়ারের ক্ষেত্রে যে বারে লীপ-ইয়ার বা অধিবর্ষ শুরু হয়, তার দুইদিন পরের বারে পরবর্তী বছর শুরু হয়। যেমন-
    • ২০০০ সাল শুরু শনিবারে
    • ২০০১ সাল শুরু সোমবারে
    • ২০০৪ সাল শুরু বৃহস্পতিবারে
    • ২০০৫ সাল শুরু শনিবারে
    • ২০০৮ সাল শুরু মঙ্গলবারে
    • ২০০৯ সাল শুরু বৃহস্পতিবারে
    • ২০১২ সাল শুরু রবিবারে
    • ২০১৩ সাল শুরু মঙ্গলবারে

পরবর্তী ধাপ দেখুন এখানে


কমেন্টে অনুভূতি জানিয়ে পরের ধাপগুলো লিখতে অনুপ্রেরণা প্রদান করার অনুরোধ রইলো।
ধন্যবাদ।।।

ফেসবুকে আমি

Level 2

আমি মুজাহীদুল ইসলাম। Flutter Developer, Appstick, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

An introvert apprentice.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

picci 1ta tune teny tuny chain tune baniye felesen…ufff…

    জনি ভাই। কমেন্টে মত প্রকাশেরর জন্য ধন্যবাদ। তবে আপনার স্বাধীন মত প্রকাশে আমার স্বাধীন যুক্তি খণ্ডনের অধিকার আছে তাই বলছি,,
    আপনার মতো সবাই ভালো বুঝে না। তাদের ভালোভাবে বুঝানো প্রয়োজন। এক্ষেত্রে বোধ হয় আপনার ধৈর্যশীল হওয়া হওয়া প্রয়োজন।
    আর এটা একটা সিরিজ টিউন। যার কারনে একটু বিস্তারিত লিখছি। পুরোটা পড়ার আগে প্রথমএবং দ্বিতীয় টিউন পড়ার অনুরোধ রই

Level 0

টেকটিউনস মডারেটরদেরকে অনুরোধ করব, এই ধরনের টিউনগুলোকে মার্জ করার জন্য অথবা মুছে ফেলার জন্য। টেকটিউনস এখন এমন একটি প্লাটফর্ম যেখানে সব ধরনের টিউনার ভিজিট করে। এত সস্তা এবং অপ্রয়োজনীয় কথাগুলো বারবার রিপিট করে ভিজিটরদের সময় নষ্ট করার কোন মানেই হয় না।
আমি টিউনারকে এপ্রিশিয়েট করি সময় এবং ধৈর্য নিয়ে টিউন করার জন্য। কিন্তু নিজের টিউন সংখ্যা বাড়ানো বা প্রোফাইল রিচ করার জন্য এভাবে টিউনকে টেনে হিঁচড়ে বড় করাটা নিশ্চয় টেকটিউনস নীতিমালাতে থাকার কথা না।

@biplob_ice: বিপ্লব ভাই,,,, কমেন্টের জন্য ধন্যবাদ দিতেই হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার “জানার ইচ্ছা” কত বেশী তা আপনার কমেন্ট পড়েই বুঝা যায়। আপনার আর দেরী সহ্য হচ্ছে না।
তবে আপনি বুঝার চেষ্টা করুন, আমি আগে থেকেই সব গুলো সিস্টেম এক জায়গায় করে টিউন আকারে লিখে রেখেছি, শেষ টিউনে প্রকাশের জন্য। তাহলে কষ্ট করে আবার এতগুলো টিউন লিখছি কিসের জন্য! তাইতো! কিসের জন্য? →আপনাদের বুঝার সুবিধার জন্য। কিন্ত আপনারাই উল্টো ভুল বুঝছেন আমাকে। কি আর করা। শুধু আপনি না অনেকেই,,,,,,
আমি পূর্বের কোন এক টিউনে লিখেছি আমার টিউন গুলো সব পড়ে আপনারা ১৫- ২০ সেকেন্ডে যে কোন তারিখের বার বলতে পারবেন। অর্থাৎঃ আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে পারার দায়িত্বটা আমি নিলাম। তাহলে আমাকে আমার দায়িত্ব আমার মতো করে পালন করতে দিন না!
→এক টিউনে সব লিখে দিলে আপনাদের শেখার গরজ কমে যাবে, ফলে তারিখের বার সময়ের মধ্যে তো দুরের কথা, বলতেই পারবেন না। সুতরাং সাথে থাকুন লাভ আপনাদেরই।