সুপ্রিয় বন্ধুগন, এটা আমার প্রথম টিউন। আর আমার প্রথম টিউনে আপনাদের জন্য নিয়ে এলাম একটি উপহার। আশা করি কি বিষয়ে লিখছি তা হেডলাইন পড়ে কিছুটা আন্দাজ করতে পেরেছেন।
ইংরেজি ক্যালেন্ডারের তারিখ দেখে বার বলে দেয়া সত্যিই একটা আশ্চর্যের বিষয়। কিন্তু সহজ কিছু সুত্র ব্যবহার করে অতি সহজেই মনেমনে হিসাব করে বার বলে দিয়ে বন্ধুমহলের মন জয় করা এখন খুবই সহজ।
এর জন্য প্রয়োজন অল্প কিছু সুত্র এবং ৪ ও ৭ এর ঘরের নামতা মুখস্থ রাখা। যথেষ্ট অনুশীলনে বার বলে দিতে প্রয়োজনীয় সময় কমে আসবে ইনশাআল্লাহ্।
এখন আপনি নিজে একজন জীবন্ত ক্যালেন্ডারে পরিনত হয়ে যাবেন। অর্থাৎ আপনি ০০০১-অসীম সাল পর্যন্ত যে কোন সালের যে কোন তারিখের বার বলে আপনার বন্ধুদের মাঝে প্রভাব বিস্তার করতে পারবেন অনায়াসে। আজ আপনাদের সাথে ৫টি ধাপের ১টি বর্ণনা করব। কারন একবারে সবগুলো লিখলে আপনারা গুলিয়ে ফেলবেন। শেষে দোষ আসবে আমার ঘাড়ে, বলবেন আমি উল্টাপাল্টা বকছি।
প্রত্যেকদিনেরটা প্রত্যেকদিন নিজে নিজে অনুশীলন করার অনুরোধ রইলো।
প্রশ্নকারী/চ্যালেঞ্জকারী কর্তৃক প্রদত্ত সাল ভালোভাবে স্মরণে রাখুন। সালের শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে ৪ দ্বারা ভাগ করুন। ভাগফলটি দশমিকের আগ পর্যন্ত স্মরণে রাখুন। সংখ্যাটি সালের শেষ দুটি অঙ্কের সাথে যোগ করুন। এবার প্রাপ্ত সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ধারন করুন।
একটি উদাহরন দিই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ্। ধরুন , ৫৬৭৮ সালের জন্য কী করতে হবে খেয়াল করুনঃ (ক) সালটির শেষ দুটি অঙ্কের সংখ্যাটি ৭৮। (খ) ৭৮ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগফল ১৯.৫। (গ) দশমিকের পরের অঙ্ক বাদ দিলে মূল ভাগফল ১৯। (ঘ) ৭৮ এর সাথে ১৯ যোগ করতে হবে। যোগফল৯৭। (ঙ) ৯৭ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ৬। কারন ৭X১৩=৯১। ৯৭-৯১=৬। (চ) এখন ৬ ই এ পর্বে আমাদের কাঙ্খিত ফলাফল।
পরবর্তী ধাপ দেখুন এই লিঙ্কেঃ এখানে ক্লিক করুন
তৃতীয় টিউন দেখতে এখানে ক্লিক করুন।
কমেন্টে অনুভুতি জানিয়ে পরবর্তী ধাপগুলো লিখতে অনুপ্রেরণা প্রদান করার অনুরোধ রইলো।
ধন্যবাদ।।।
আমি মুজাহীদুল ইসলাম। Flutter Developer, Appstick, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
An introvert apprentice.
কোন প্রকার বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখুন। আমি সহজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ্।