আমরা অনেকেই ইন্টারনেট হতে বিভিন্ন ভিডিও গান ডাউনলোড করে থাকি। আর বেশীর ভাগ ভিডিওই এফএলভি ফরমেটে খাকে। এই FLV ফরমেটের ভিডিওগুলো কম্পিউটারে চলে, যদি আপনার কম্পিউটারে ভালো মানের কোন প্লেয়ার থাকে। আর সকল ফরমেটের ভিডিও চালাতে অলসো প্লেয়ারের জুড়ি নেই । অলসো প্লেয়ারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নিচের টিউন হতে।
যাইহোক আমার আজকের টিউনের বিষয় হল FreeFLVto3GPConverter সম্পর্কে । FLV ফরমেটের ভিডিওগুলো মোবাইলে সাপোর্ট করে না। আপনি ভাবছেন ইন্টারনেট হতে এত কষ্ট করে ভিডিও ডাউনলোড করলাম অতঃপর একে 3GPতে কনভার্ট করতে পারছিনা। সাধারণ কোন কনভার্টার দিয়ে এই সমস্যার অবসান ঘটানো অসম্ভব। তাই আপনাদের নিকট এই ক্ষুদ্র ফ্রী সফটওয়্যারটি উপস্থাপন করলাম । সংগ্রহে রেখে দিলে হয়তোবা কখনো কাজ লাগতে পারে। কনভার্ট করার প্রসেস সম্পর্কে কিছুই লিখলাম না, কারণ আমার মনে হয় সকল কম্পিউটার চালকই নিমেষেই এই কাজটি করতে ব্যর্থ নয়। সফটওয়্যারটি নিচের লিংক হতে ডাউনলোড করুন।
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
খুবই কাজের জিনিস , ইউটিউব থেকে ভিডিও নামিয়ে মোবাইলে ভরতে গেলে এই সম্যসা হত । তবে আপনার টিউন এখন আর দেখা যায় না কেন ? 🙁
অনেক অনেক ধন্যবাদ রুহুল আমিন ভাই।এমন সফট আমি অনেক দিন ধরে খুজতেছিলাম।