পিসিতেই পড়ুন Amazon এর Kindle এর বই, তাও আবার ফ্রিতে !

পিসিতে ফ্রি বই পড়তে উপায়ের কোন কমতি নেই । তবুতো মন চাইতে পারে Kindle এর মত করে বই পড়ার ! আবার এমন ফ্রি বইও থাকতে পারে যা Kindle ছাড়া পাওয়া যাচ্ছে না । তখন কি করবেন ?

Kindle কি ?

Kindle হচ্ছে জায়ান্ট অনলাইন বিক্রেতা Amazon.com এর ই-বুক রিডার । iPad আকৃতির এই যন্ত্রে অনায়েসে জমা রাখতে পারবেন কয়েক হাজার ইবুক । বই সংগ্রহ করতে পারবেন Amazon.com এর অনলাইন স্টোর থেকে । Kindle এর দাম মডেল ভেদে ভিন্ন হয় । তবে সবই প্রায় $১২০ এর উপর ।

বেশ কিছুদিন থেকেই মন বলছিল Kindle বই এ পড়ে দেখতে । সময় করতে না পারায় অনেকদিন পর চোখে পরল চমৎকার এক টুল "Kindle for PC"

nezami.in

"Kindle for PC"

"Kindle for PC" হচ্ছে Amazon.com এরই টুল । PC ও Kindle এ সমন্বয় করতে এর জুড়ি নেই । Kindle যন্ত্র ছাড়াও এটি কাজ করবে । Kindle for PC এর পদ্ধতি নিম্নে দেয়া হল:

১. প্রথমে Amazon.com থেকে Kindle for PC নামিয়ে ইন্সটল করে নিন ।
২. Kindle for PC চালু করলে প্রথমবার Amazon.com এ একাউন্ট খুলতে বলবে । Amazon.com এ একাউন্ট না থাকলে রেজিঃ করে নিন ।
৩. এরপর শুরু হবে বই খোজার পালা । এর জন্য Kindle এর ডানপাশের পরের "Shop in Kindle Store" বাটান চাপুন ।

৪. এর পর Amazon.com এর Free Kindle Books পাতা থেকে পছন্দানুযায়ী ফি বই নামিয়ে নিন ।
বই নামাতে বই খুজে, সাইটের ডান পাশের ট্যাব থেকে Delivered to Kindle for PC সিলেক্ট করে "Buy in 1 click" চাপুন । তবে দুঃখের বিষয় অধিকাংশ বই-ই South Asia region এর জন্য প্রযোজ্য(available) নয় ।


৫. যেহেতু Kindle Store এ ফ্রি বই পাওয়াটা কিছুটা কষ্টকর, তাই বিকল্প হিসেবে এই সাইটটি দেতে পারেন । এখানে প্রচুর ফ্রি বই পাওয়া যাবে । ডাউনলোড হবে .mobi একসটেনশন সহ । ফাইলগুলোতে ক্লিক করলে Kindle For PC দিয়ে চালু হবে ।

ডাউনলোড Kindle for PC ।

মূল লেখা: পিসিতেই পড়ুন Amazon এর Kindle এর বই, তাও আবার ফ্রিতে !

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

“Kindle for pc is not currently available in Bangladesh”……
What to do?

Level 2

keo ki ata amr jnno media fire e upload dite parbe?

We’re sorry. Kindle for PC is not currently available in Bangladesh.