আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন
আমরা অনেকেই বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি কিন্তু অনেক ক্ষেত্রেই সেই সফটওয়্যার টির কার্যকারিতা সমসাময়িক অন্য সফটওয়্যার এর চেয়ে ভাল না খারাপ সেটা ভাল ভাবে জানতে পারি না । তাছারাও অনেক ক্ষেত্রে সেটার রেটিং কেমন সেটাও আপনার জানতে ইচ্ছা হতে পারে । এই রকম একটি সাইট হল
এই সাইট এ আপনি যে কোন সফটওয়্যার এর performance , rating এমনকি এর চেয়ে আরও ভাল সফটওয়্যার আছে কিনা সেটাও জানতে পারবেন !!!! উদাহরণ স্বরূপ নীচের ছবি তে আমি Antivirus লিখে সাইট টি তে সার্চ দিলাম
নীচের দেয়া ছবির মত দেখানো result এ ক্লিক করলাম
দেখুন নতুন একটি পেজ এ টপ টেন (Top 10 ) অ্যান্টিভাইরাস এর তালিকা এবং এদের যাবতীয় রেটিং এবং performance দেখাছে ।
এভাবে আপনি এই সাইট এর মাধ্যমে যে কোন সফটওয়্যার এর রেটিং জানতে পারবেন ।
সবাই ভাল থাকবেন । বিদায়
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।