নিজের পছন্দ মতো Programs চালান আপনার পিছিতে

আসসালামু আলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌ তালার রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাবো কিভাবে 😆 নিজের পছন্দ মতো Programs চালান আপনার পিছিতে।

প্রথমে Start এ যান।

সেখান থেকে Default Programs এ যান।

আবারো সেখান
থেকে set your default programs এ যান।

নিজের পছন্দ মতো Programs বেছে
নিন।Choose this program as default এ যান।

নিজের পছন্দ মতো Programs
বেছেনিয়েচিলেন তার সব তালিকা দেকতে পারবেন।

যদি সব ভালো লাগে তাহলে
Select All করুন।

নাহলে যেটা লাগবে সেটার উপর ক্লিক করুন।

না লাগলে ক্লিক করে

টিক চিনো তুলে দিয়ে Sava করুন।

ভূল ত্রুটি হলে ক্ষমা করবেনধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

শুধু তাদের জন্য যাদের জানা নেই

ফেসবুকে আমি।

Level 0

আমি মোঃখায়রুজ্জামান বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 461 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বাপ্পি, পুরো নাম মোঃখায়রুজ্জামান বাপ্পি।সাধারন মানের একজন মানুষ,ভুল করি, ভুল স্বীকার ও করি। নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেস্টা করি না খুব একটা মানুষকে পর্যবেক্ষন করতে ভালো লাগে। ব্লগে তেমন লিখা হয়না। অনেক অনেক প্রিয় মানুষেরা লিখেন এখানে সেখানে… চেস্টা করি পড়তে। মাঝে মাঝে খেয়াল চাপে কিছু একটা লিখি। খুব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

windows 8 এ কিভাবে করব?