কি মুভিতে সাবটাইটেল যোগ করতে পারছেন না ? তাহলে এই পোস্টটি শুধুই আপনার জন্যে

কেমন আছেন সবাই ? অনেকদিন পর আবার আপনাদের সামনে লিখতে বসলাম । কিছুটা ব্যস্ততা ছিল তাই সময় দিতে পারিনি।

তো মূল কথাই আসা যাক । আর তা হল কিভাবে আপনি আপনার মুভিতে সাবটাইটেল যোগ করেন বিশেষ করে ইংলিশ মুভিতে। আমরা অনেকেই ইংলিশ মুভি দেখতে ভালবাসি কিন্তু সমস্যা হল তাদের কথাগুলো বুঝি না । আর যদি মুভির নিচে ইংলিশে লিখে দেওয়া সাবটাইটেল থাকলে আর বুঝতে সমস্যা হয় না ।

দেখুন কিভাবে সাবটাইটেল যোগ করবেন

১. প্রথমে আপনি এই লিঙ্কে যান ।

২. তারপর Search বাক্সে আপনার মুভির নাম লিখে দিন আর Subtitle Search এ ক্লিক করুন।

৩. আপনি চাইলে Language ও পরিবর্তন করতে পারেন আর পরিবর্তন করতে চাইলে All Language এর পাশে Edit এ ক্লিক করুন।

৪. এখন Search করার পর আপনার রেজাল্ট পেয়ে যাবেন ।

৫. রেজাল্ট থেকে আপনার পছন্দের সাবটাইটেলে ক্লিক করুন আর ডাউনলোড করে নিন ।

৬. ডাউনলোড করা ফাইলটি Zip অথবা RAR এ থাকতে পারে ।

৭. এখন ফাইলটি Extract করে নিন ।

৮. আপনার মূল মুভিটি প্লে করুন  আর Extract করা ফাইল থেকে SRT নামের ফাইলটি টেনে এনে এর আগে প্লে করা মুভিতে ছেড়ে দিন ।

আর দেখবেন নিচে সাবটাইটেল দেখাচ্ছে ।

ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন ।

তাহলে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী টিউনে ঠিক সে পর্যন্তই আল্লাহ হাফেজ ।

যদি সময় হয় আমার এই ব্লগে ঘুরে আসতে পারেন এখান থেকে

আর নিয়মিত আপডেট পেতে থাকতে পারেন আমাদের সাথে ফেসবুকে

Level 0

আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I think everything is possible if you want.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Bro kivabe dubbed english movie er original audio track pete pari jana thak le janaben pls.

Level 0

ভাই এত কাহিনি করার দরকার নাই সবচেয়ে সহজ পদ্ধতি দিতাছি আমি। প্রথমে আপনার যেই মুভির সাবটাইটেল লাগবে তা ডাউনলোড করুন পরে একটি SRT File পাবেন তা ওই মুভির পাশে রাইখা নামটা হুবুহু একই লিখে দিন ব্যাস কাজ কম্প্লিট। এবার KM Player দিয়ে ওপেন করুন অার মজা দেখুন।

Oneeeeek gula thangs kaje lagse purai

Raselmulk ভাই আপনার পদতি টা সহজ।বাট আপনা সাথে আরো কিছু কথা ছিলো। আপনার মোবাইল নাম্বার টা যদি দিতেন

time adjust korbo kivabe ?