অনেকেরই একাধিক গুগল একাউন্ট আছে । সবগুলো একাউন্ট একসেস করা বেশ ঝামেলার কাজ । বারবার লগইন লগআউট করতে হয় । এই ঝামেলা লাগব করতে গুগল নিয়ে এল মাল্টিপল একাউন্ট সাইন আপ ফিচার ।
সার্ভিসটি একটিভ করলে একটি একাউন্টে লগইন করলে আপনা আপনি অন্যান্য একাউন্টে লগইন হয়ে যাবে । ব্রাউজারের ডান পাশের উপরের দিকে ড্রপডাউন মেনু থেকে একাউন্ট সুইচ করা যাবে এবং নতুন একাউন্ট যোগ করা যাবে । আপাতত Gmail, Google Sites, Google Reader, Google Docs,Google Code and Google Calendar এই সার্ভিস ব্যবহার করা যাবে ।
১. প্রথমে এই লিংকে ক্লিক করে মাল্টিপল একাউন্ট সাইন আপ পেজে যান । (দেখতে সমস্যা হতে পারে)
২. এরপর "On" বাটন সিলেক্ট করে "Save" বাটান হিট করুন ।
ব্যস কাজ শেষ ।
১. মাল্টিপল একাউন্ট সাইন আপ পেজটি দেখতে বেশ বেগ পেতে হয় । আমি দুইদিন চেষ্টা করার পর আজ দেখতে পেয়েছি । যেহেতু সার্ভিসটি অফিসিয়ালি ঘোষনা করা হয় নি, তাই এটি নিয়ে বাগ রিপোর্ট করা যাচ্ছে না । সার্ভিসটি সবার জন্য এই মুহূর্তে প্রযোজ্যও নয় ।
২. এটি একটিভ করলে Gmail offline ও Google calendar offline ডিএকটিভেটেড হয়ে যাবে ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
প্রথমে এই লিংকে ক্লিক করে মাল্টিপল একাউন্ট সাইন আপ পেজে যান। লিংক নাই ।