এক ক্লিকে আপনার কম্পিউটারের স্পীড বাড়িয়ে নিন

কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন।

তো আজ আপনাদের খুব কাজের একটি সফটওয়ার এর সন্ধান দিব তা হল কম্পিউটার এর স্পীড বাড়ানোর জন্য। অনেক সময় কম্পিউটার এর স্পীড কমে গেলে আমাদের খুব খারাপ লাগে । আর এই খারাপ লাগা থেকে বের করে আনার জন্যে এই ব্যবস্থা । এই ব্যবস্থা করা হয়েছে একটি ছোট সফটওয়্যার দিয়ে। আর এই সফটওয়্যার এর নাম হল DELETE ।

কিভাবে ব্যবহার করবেন

১. প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

২. তারপর এটি Extract করে নিন।

৩. এখন একটি exe ফাইল পাবেন আর তাতে ক্লিক করেন।

৪. ক্লিক করার সাথে সাথে ৪ টি উইন্ডো পাবেন আর তাতে অনেক গুলো ফাইল দেখতে পাবেন ।

৫. এখন শুধু ওই ফাইল প্রত্যেকটা উইন্ডো থেকে ডিলিট করে দিন। দেখবেন আপনার PC কেমন স্পীড হয়ে যায়।

আমার একটি ছোট ব্লগ আছে । যদি আপনার এতটুকু সময় হয় তাহলে এখান থেকে একটু ঘুরে আসতে পারেন ।

আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের সাথে ফেসবুকে থাকুন।

Level 0

আমি Mizanur Rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I think everything is possible if you want.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice. thanks

Level 0

এই কথা? ৮ বছর আগে পেয়েছি…………………..

bdmillat ভাই, ৮ বছর আগে পেয়েছেন! কিন্তু পারলেন না তো কাউকে জানাতে! যা কেউ একজন দিল উৎসাহ দেবার বদলে উপহাস আর নার্ভাস করার মনোভাব দেখাচ্ছেন!