আমার এই টিউন টি প্রবাসী ভাইয়ে জন্য উ rর্স্বগ করলাম ।আবার আমি অনেক দিন পরে আপনাদের জন্য টিউন করলাম,এবারের টিউনটি হল মেগাশেয়ার ও রেপিডশেয়ার (প্রিমিয়াম একাউন্ট)বা ফি মেম্বারশিপ তা অবার রিজুম সাপোট সহ কার কার লাগবে হাত তুলেন । একটু মজা করলাম স্যারি স্যারি,
এবার কাজে কথাই আসি রেপিডশেয়ারে জন্য এম ভিডিওতে ক্লিক করে যান এবং সাইন আপ করুণ সাথে সাথে দেখেন আপনার একাউন্টে আপনার আইডি ও পার্সওয়াড চলে গেছে ।একই ভাবে মেগাশেয়াররে জন্য এম ভিডিওতে ক্লিক করে যান এবং সাইন আপ করুণ সাথে সাথে দেখেন আপনার একাউন্টে আপনার আইডি ও পার্সওয়াড চলে গেছে।সরাসরি আইডি ও পার্সওয়াড দিতে পারতাম,কিন্তু এটা নাকি টে টে অনুমিত নেই,এই যা মুডুরা শুনে ফেল না তো ??? আপনাদের সুবিধাথে ন্মিমে স্ক্রীনশট দেয়া হল ধন্যবাদ ......।
আগে পোস্ট হয়ে থাকলে বলবেন এই পোস্ট ডিলেট করে দেব । ভুল টুল এর জন্য ক্ষমা প্রাথী.... আমি ইচ্ছা করলে মেগাশেয়ার ও রেপিডশেয়ার নিয়ে দুটি টিউন করতে পারতাম।
ধন্যবাদ দিতে ভুলবে না
বি:দ্র:- আমরা ভাল কাজে এক টাকা ও খরচ করি না কিন্তু নিজের মনের হরষে (খারাপ কাজে) হাজার হাজার টাকা খরচ করি কোন ???
দয়া করে সবার কাছে একটি অনুরোধ ভাল ভাল টিউনাদের ফিরিয়ে আনুন !!! জানি না কি করে তবুও ফিরিয়ে আনুন ।
আমি balobashe। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 635 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই পা-টা দেন সালাম করি।