এবার ইচ্ছা মত ইমেইল এড্রেস বানান (Google,Yahoo কিংবা Hotmail এ ইমেইল অ্যাকাউন্ট না খুলেই)!!!!

আজকে আপনাদের সাথে একটি মজার জিনিস শেয়ার করবো । অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে অনেক সাইট এ বিভিন্ন কাজে অ্যাকাউন্ট খুলতে হয় যেমন আমি নিজে ইঞ্জিনিয়ারিং পড়ি। অনেক ক্ষেত্রে অনেক বই আমাকে ডাউনলোড করতে হয় । কিন্তু অনেক ওয়েবসাইট আছে যে গুলো তে আপনি অ্যাকাউন্ট না থাকলে আপনি বই গুলো নামাতে পারবেন না । এখন বার বার আপনার ইমেইল  দিয়ে বিভিন্ন সাইট এ রেজিস্ট্রেশান করে আবার অ্যাকাউন্ট ভারিফাই করা একটা ঝামেলার কাজ।

এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান হল একটি টেম্পোরারি ইমেইল এড্রেস খুলা যা শুধু মাত্র যে  কোন সাইট এ অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবে । এই রকমই একটি ওয়েবসাইট আছে নাম হল

http://www.fakemailgenerator.com/

সাইট এ গেলে এই রকম একটা পেজ আপনার সামনে আসবে ।

এখন আপনাকে যা করতে হবে তা হল পেজের সাদা জায়গায় আপনার ইচ্ছা মত একটা নাম দিবেন অনেক টা  আমার মত করে । নিচে স্ক্রীনশট দেখুন

এর পরে আপনার মাউস এর কারসর টিকে পেজ এর যে কোন জায়গায় একটা ক্লিক মারুন / কপি বাটন ক্লিক করলেও হবে

খেয়াল করুন উপরের ছবি তে যে বোল্ড করা ইমেইল এড্রেস টি আছে এটাই আপনার কাংখিত ইমেইল এড্রেস (Temporary)

আর কি !!! এখন এই ট্যাব তা পাশে খুলে রেখে আর একটি ট্যাব ওপেন করে আপনার কাংখিত সাইট এ অ্যাকাউন্ট খুলতে এই ইমেইল এড্রেস টি ব্যবহার করুন ।

এভাবে আপনি ইচ্ছা মত ইমেইল এড্রেস তৈরি করতে পারবেন ।

কিছু বিষয় খেয়াল রাখবেন

১। এই ট্রিক টি ভাল কাজে ব্যবহার করবেন

২। চেষ্টা করবেন @einrot দিয়ে ইমেইল এড্রেস বানাতে কারন সেটা সব জায়গায় সাপোর্ট করে

৩। ট্যাব অবশ্যই পাশে ওপেন রাখবেন কারন এড্রেস তৈরি করে ট্যাব অফ করে বা কেটে দিলে সেই এড্রেস আর ভ্যালিড থাকবে না

আশা করছি ট্রিক টি অনেকের কাজে দিবে । সবাই ভাল থাকবেন । বিদায় ।

 

Level 2

আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে । আগে থেকে জানতাম।

Eta niye age onek bar tune hoya6e .

@নীলোৎপল বেদী হতে পারে তবে আমি জানতাম বলে বিষয় টা শেয়ার করলাম ।