বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি।
পোস্টের শিরোনাম দেখে আবাক হবেন না। আপনি Google Blogger দিয়েও web 2.0 মানে টেকটিউনসের মতো সাইট বানাতে পারবেন।
এজন্য আপনার সাইটিকে ব্লগ প্লাটফরমের মতো করতে হবে এবং ব্লগের জন্য একটি ভালো থেম নির্বাচন করতে হবে।
SEO Friendly হতে হবে, যাতে সাইট লোড হতে কোম সময় লাগে।
SEO Friendly করার জন্য কিছু ট্রিকস্ঃ
১. আপনি যে থেমি ব্যবহার করেন না কেন, সেটার CSS, JS, HTML মিটিফাইট করে নিন।
২. সাইটের Mata Tag ঠিক ভাবে দিন। আশাকরি সাইট আগের চেয়ে অনেক ফাস্ট হবে।
১. প্রথমে Blogger এর Dashboard এ Log In করুন।
এবার Setting এ ক্লিক করুন। এবং Basic Setting এ Blog Authors এ Add authors এ ক্লিক করে Email address দিন, এর পড় Invite authors এ ক্লিক করলি যাকে Invite করছেন তার ইমেইলে একটি মেসেজ যাবে।
এবার Accept Invitation এ ক্লিক করে পরর্বতী ধাপগুলো আনুসরধ করুন। আশা করি Next গুলো পরবেন।
Author শুধু পোস্ট করতে পারবে, এবং author এর কিছু Settiong option থাকবে।
চাইলে আমার তৈরি web 2.0 / টেকটিউনসের মতো মাল্টি-ওথোর সাইট WP | Techtune WP=Wordpress(ওয়াডপ্রেস) দেখে আসতে পারেন। আপনিও WP | টেকটিউন এর একজন গর্বিত এডমিন হতে পারবেন।
আমার ওয়েবসাইট WebProjectBD (English)এবং WP | Techtune (Bangla).
আমার ফেসবুক Dipto Paul
আমি প্রযুক্তি পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a web designer and learning development. http://wptechtune.blogspot.com http://webprojectbd.blogspot.com
আগে থেকে জানতাম এটা তারপর ও ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য