যারা প্রতিদিন বিভিন্ন কাজে নেট চালান তারা প্রায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ফাইল শেয়ার করে থাকেন । ধরা যাক আপনার কাছে একটি ফাইল আছে যার সাইজ হল প্রায় ৩০০ এমবি। এখন আপনার বন্ধু বা পরিচিত কেউ আপনাকে বলল যে তার সেই ফাইল টা এখনই লাগবে । ফাইল টা যদি তাকে আপনি অনলাইনে দিতে চান তাহলে ফাইল টিকে আপনার Upload করতে হবে যা অবশ্যই একটি ঝামেলার কাজ কারন আপনাকে তখন কোন ফাইল Hosting সাইট এ সেটি আপলোড করে আপনার বন্ধুকে পাঠাতে হবে। আর যদি আপনার নেট এর স্পীড স্লো হয় তাহলে তো আর কোন কথাই নেই 😥
আপনাদের সাথে আজকে একটি সাইট শেয়ার করবো যেখানে আপনি ফাইল টিকে আপলোড না করেই আপনার বন্ধুর কাছে সেটি শেয়ার করতে পারবেন । সাইট টির নাম
ফাইল টি আপলোড করার জন্য আপনাকে নিচের মত দেখানো জায়গায় ক্লিক করতে হবে কিংবা আপনি চাইলে ফাইল টিকে drag করেও নিয়ে আসতে পারবেন ।
এর পরে যে ফাইল টি আপলোড করতে চান সেটি select করুন
সাথে সাথে ফাইল টি চলে আসবে (without upload) . এবার নিচের মত "Creat link" এ ক্লিক করুন ।
দেখবেন একটি লিঙ্ক আসবে । এটাই আপনার কাংখিত লিঙ্ক । এখন ফাইল টি শেয়ার করার জন্য লিঙ্ক এ কপি করে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
এখানে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে তা হল ঃ-
১। ফাইল টি যত খন পর্যন্ত ডাউনলোড হবে ব্রাউজার টি ওপেন রাখতে হবে । কারন সেটা না করলে আপনার বন্ধু লিঙ্ক এ গিয়ে ফাইল টি পাবে না ।
২। এটি একটি ব্রাউজার টু ব্রাউজার ফাইল শেয়ারিং সিস্টেম । তাই আপনার ফাইল আপলোড ছাড়াই আপনি শেয়ার করতে পারবেন ।
সবাই কে ধন্যবাদ । বিদায় ।
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
just wow 😀