নষ্ট মেমোরি কার্ড ঠিক করার উপায় –

তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না।

এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকে আমরা মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারি।

এ জন্য কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড

প্রম্পট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।

কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।

এখানে convert lost chains to files বার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।

আপনাদের সাথে আছি আমি ফেইসবুকে

 

Level 0

আমি mahadi milan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার অনেক গুলো মেমোরি কার্ড করাপটেড হওয়ার পরে ফরমেট দেওয়ার পরে দেখি একেকটা ৪৫ থেকে ৫০ MB- হয়ে গেছে। মেমোরি কার্ডগুলো 2GB & 4GB সাইজের ছিল। কোন সমাধান দিতে পারেন

বুঝলাম না কিছু

Level 2

ধন্যবাদ টিউনের জন্য, তবে বাস্তবে এই পদ্ধতিতে কাজ করে দেখেছি ফলাফল শূন্য, যেই লাউ সেই কদু

না ভাই কাজ হয়না, অনেক ট্রায় করলাম, আমার এ রকম 13 টা মেমোরি ছিলো আপনার বুদ্ধি শোনে সবই বাহির করলাম এবং চেষ্টা করলাম কিন্তু হলনা।

এত ঝামেলা করার দরকার নাই – Low Level Disk Formate soft ta download করে নিন

আমার নষ্ট মেমরি নাই ,তবে আপনি বললে একটা নষ্ট করে ট্রায় করি

Level 2

ভাইয়া আমার একটা মেমরি কার্ডের password ভুলে গেচি এখন পাসওয়ার্ড কিভাবে পাব অথবা পাসওয়ার্ড কিভাবে রিমুব করব এই বেপারে একটু বিস্তারিত বললে উওপকৃত হতাম তবে সিম্বিয়ানের ট্রিক্স গুলা বাদ দিয়ে বইলেন কারন আমার কাসে সিম্বিয়ান মোবাইল নাই অন্য সবগুলাই মোটামুটি আসে।

Thanks কাজের post

Level 0

ভাই আমার মেমোরি কার্ড ভেঙ্গে গেছে , এটা জোড়া লাগানোর কোন টিপস নাই ???
………………………………………………………………………………………………হা হা হা !!!
টিউন এর জন্য ধন্যবাদ।

just nokia syambian set e diye akta format di bas kaj sesh

amr 4gb 2 ta memory ase .akon 20mb hoy gase .ata ki thik hoby.

pranoy bhai
x plore download (Symbian)
kore dekht
করে দেখতে পারেন
তবে আমি সব সময় লক খুলতে ছি

ধন্যবাদ সব্বাইকে

যাদের সমস্যা সামাধান হয় নাই
তাঁদের জন্য নতুন টিউন নিয়ে হাজির হব

চেস্টায় সাইদ
যার কাঁচে যে ভাবে ভালোলাগে

Sc_SeLim
আপনার জন্য টিপস আছে
ভাত দিয়ে জোড়া লাগাবেন।
ধন্যবাদ

Technology Pagol
না নষ্ট হলে ট্রাই কইরেন

নাজমুল হোসাইন
ট্রাই করে দেখতে পারেন

আব্দুল্লাহ আল বাকী
আপনি সঠিক ভাবে চেষ্টা করেন

realarif
আপনার জন্য দেখি একটা কিছু করা যায় কি না

টিউন করেছেন : Little ম্যাজিশিয়ান | প্রকাশিত হয়েছে : 4 মাস আগে :: 28 April, 2014 on 3:01 pm | 14,737 বার দেখা হয়েছে | ছুরি করা ছেড়ে ভাল হয়ে জাউ। https://www.techtunes.io/computing/tune-id/284206

Level New

এক টা শব্দ এদিক ওদিক নাই, হুবহু একি লিখা শুধু টিউনার এর নাম আলাদা “Little ম্যাজিশিয়ান”। চুরি করা টিউন তার পরো যদি কাজ হতো।

অনেক আগেথেকে জানি নিজে যদি চোর হয় বাপেরে ও বিশ্বাস করে না ,
ওই Little ম্যাজিশিয়ান কে আমি চিনিও না ।
গরিবেরা নিজের লজ্জা ডাকা দেওয়ার জন্য কাপড় পরে ।
সেই কাপড় আপনি পরেন কেন ??
hadinoyan
\

নুরুল আলম
আমি এই টিউনটা আগে দেখিনি।

দেখি tray kore