এই টিউনটি সব সিম এর ওয়েবসাইট থেকে নেওয়া হইসে , ৪টা ওয়েবসাইট ঘুরার চাইতে এই ১টা টিউন পরা ভালো
গ্রামীনফোনঃ
জুলাই ৭, ২০১৪ থেকে সকল নতুন গ্রামীণফোন প্রিপেইড গ্রাহক (নিশ্চিন্ত, ডিজুস, আমন্ত্রণ), বিজনেস সল্যুশন প্রিপেইড (১,২ এবং৩) এবং একতা প্রিপেইড গ্রাহকগণ নিচে উল্লেখিত অফারগুলো উপভোগ করবেন:
বাংলালিংকঃ
বাংলালিংক এর নতুন সংযোগে মানেই বেশি কিছু! এখন নতুন প্রিপেইড সংযোগ কিনলে পাচ্ছেন আনলিমিটেড ফেসবুক এবং হোয়াটস’অ্যাপ! এছারাও মাত্র ১৯টাকা রিচার্জে থাকছে অন্য অপারেটরে মাত্র ১ পয়সা/সেকেন্ড, দিন-রাত ২৪ ঘণ্টা, আর যে কোন বাংলালিংক নাম্বারে আধা পয়সা/সেকেন্ড রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত! নতুন বাংলালিংক প্রিপেইড সংযোগ মাত্র ২০০ টাকায়!
অ্যাক্টিভেশন বোনাস
রিচার্জে স্পেশাল কলরেট
ফ্রি মিনিট বোনাস
ভ্যাট প্রযোজ্য। এই অফার সীমিত সময়ের জন্য
রবিঃ
আপনার প্রিয় নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড এবং ৮০ লক্ষ অন্যান্য অপারেটর নম্বরে ১ পয়সা/সেকেন্ড।
ক. ৭২০ এমবি ইন্টারনেট, চেক করার জন্য *৮৪৪৪*৮৮# ডায়াল করুন; মেয়াদ ৩০ দিন। বাকি/পরবর্তী ৩ মাস, গ্রাহক প্রতি মাসে বিনামূল্যে ৭২০ মেগাবাইট পাবে [বোনাস ডাটার মেয়াদ ১০ দিন]। [ক্যালকুলেশন: ৭২০ মেগাবাইট + ২১৬০ মেগাবাইট (৭২০ মেগাবাইট * ৩ মাস) = ২৮৮০ মেগাবাইট = ২.৮ গিগাবাইট ++]
খ. আপনার জয় উত্সব প্রিপেইড সংযোগ প্রথমবার অথবা পুনরায় চলুকরণের সময় যে কোন উদ্দেশ্যে ব্যবহারের জন্যে ১১ টাকা সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যালান্স চেক করার জন্য *২২২# ডায়াল করুন; মেয়াদ ৬০ দিন।
গ. ১২১ এসএমএস যে কোনও লোকাল নম্বরে, ব্যালান্স চেক করুন *২২২*১২# ডায়াল করে। মেয়াদ ১০ দিন।
ঘ. ১২১ এমএমএস, ব্যালান্স চেক করুন *২২২*১৩# ডায়াল করে। মেয়াদ ১০ দিন।
প্রতিবার ২১ টাকা রিচার্জের সময় নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করুন!
ক. সুপার রেট:
- ২৪ ঘন্টায়ই রবি প্রিয় নম্বরে ০.৫ পয়সা/১ সেকেন্ড; মেয়াদ ১০ দিন।
- ২৪ ঘন্টায়ই যে কোন লোকাল নম্বরে ১ পয়সা/১ সেকেন্ড; মেয়াদ ১০ দিন।
- ২৪ ঘন্টায়ই যে কোন লোকাল নম্বরে এসএমএস চার্জ ২১ পয়সা; মেয়াদ ১০ দিন।
খ. রিচার্জ বোনাস:
- ২১ রবি-রবি মিনিট। চেক করতে ডায়াল করুন *২২২*৩#; ব্যবহার সময়: ০০:০০:০০ ঘন্টা থেকে ১৬:৫৯:৫৯ ঘন্টা; এবং মেয়াদ ২ দিন।
- যে কোন অপারেটরের জন্যে ২১টি এসএমএস। চেক করতে ডায়াল করুন *২২২*১২#; মেয়াদ ২ দিন।
- যে কোন অপারেটরের জন্যে ২১টি এমএমএস। চেক করতে ডায়াল করুন *২২২*১৩#; মেয়াদ ২ দিন।
- যে কোন অপারেটরের জন্যে ২১ এমবি, চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#; ব্যবহার সময়: ০৩:০০:০০ ঘন্টা থেকে ২০:৫৯:৫৯ ঘন্টা; এবং মেয়াদ ২ দিন।
গ. অফারটি কেবল জয় উত্সব ডিফল্ট প্যাক ও জয় উত্সব অফনেট প্যাক জন্যে প্রযোজ্য।
ঘ. ২১ টাকা রিচার্জের পর গ্রাহক তার মূল এ্যাকাউন্টে ২১ টাকা পাবেন, যা যে কোন কাজে ব্যবহার করা যাবে।
ঙ. ২১ টাকা রিচার্জের আগেই গ্রাহককে তার প্রিয় নম্বর (সুপার এফএনএফ নম্বর) যোগ করতে হবে।
চ. অন্য কোনো প্যাকেজ (জয় উত্সব ডিফল্ট প্যাক থেকে জয় উত্সব অফনেট প্যাক-এ অথবা জয় উত্সব অফনেট প্যাক থেকে জয় উত্সব ডিফল্ট প্যাক-এ) মাইগ্রেশন করলে গ্রাহককে সুপার রেট পেতে হলে আবার ২১ টাকা রিচার্জ করতে হবে।
আপনি যখনই চান আপনার কল রেট পরিবর্তন করুন! সকল জয় উত্সব গ্রাহক অফ-নেট প্যাক-এ মাইগ্রেট করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আরও সাশ্রয়ী অফ-নেট কল!
জয় উত্সব ডিফল্ট প্যাক:
ক. যে কোন লোকাল নম্বরে ২৪ ঘন্টায়ই ১৪ পয়সা/১০ সেকেন্ড।
খ. যে কোন লোকাল নম্বরে ৫০ পয়সা/এসএমএস।
গ. নতুন সিম চালু করার পরে গ্রাহক এসব সুবিধা পাবেন।
ঘ. আন্তর্জাতিক কলের ক্ষেত্রে আন্তর্জাতিক চার্জ প্রযোজ্য হবে।
জয় উত্সব অফনেট প্যাক:
a. প্রায় ৮ কোটি নম্বরে ২৪ ঘন্টায়ই ১০ পয়সা/১০ সেকেন্ড।
খ. রবি-রবি নম্বরে ২৪ ঘন্টায়ই ২০ পয়সা/১০ সেকেন্ড।
গ. যে কোন লোকাল নম্বরে ৫০ পয়সা/এসএমএস।
প্যাকেজ পরিবর্তন:
ক.জয় উত্সব ডিফল্ট প্যাক থেকে জয় উত্সব অফনেট প্যাকে মাইগ্রেশন করতে *৮৯৯৯*২২# ডায়াল করুন।
খ.জয় উত্সব অফনেট প্যাক থেকে জয় উত্সব ডিফল্ট প্যাকে মাইগ্রেশন করতে *৮৯৯৯*২৩# ডায়াল করুন।
এয়ারটেল ঃ
এখন মাত্র ২০০ টাকায় পাচ্ছেন এয়ারটেল প্রিপেইড সংযোগ
বিস্তারিত অফার
১. এই অফারে স্টার্ট-আপ গ্রাহকরা নিম্মক্ত ট্যারিফ উপভোগ করতে পারবেন
ট্রাফিক ধরন | ডিফল্ট স্টার্ট-আপ ট্যারিফ | অ্যাক্টিভিশনের ৩০ দিন এর মধ্যে ২২ টাকা রিচার্জে ট্যারিফ |
আউট গোয়িং ভয়েস কল (টাকায়) | ||
অন-নেট | ০.৮৪ | ০.৬০ |
অফ-নেট | ০.৮৪ | ০.৬০ |
পালস্ (সেঃ) | ১০ | ১ |
এই স্পেশাল ট্যারিফ এর মেয়াদ হবে ৩০ দিন(রিচার্জের দিন + ২৯ দিন)
২. স্টার্ট-আপ বোনাস হিসেবে গ্রাহকরা নিম্মক্ত ফ্রিবাইস পেতে পারেনঃ
৩. এক্টিভেশনের ৩০ দিনের মধ্যে ক্রয়কৃত যেকোন ডাটা প্যাক এর ক্ষেত্রে স্টার্ট-আপ গ্রাহকরা ক্রয়কৃত ডাটা ভলিউম এর উপর পাবেন আরও ২০০% ডাটা বোনাস যা মেইনপ্যাক এর একই মেয়াদের এবং যেকোনো সময় যে কোন URL এ ব্যাবহার যোগ্য
৪. অ্যাক্টিভেশনের দিন থেকে ৬০ দিন মেয়াদের প্রি-লোডেড ১০ টাকা প্রধান অ্যাকাউন্টে দেয়া হবে এবং যে কোন ভাবে ব্যাবহার করা যাবে ।
এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন।
ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে
অথবা আমার সাধারন ফেসবুক গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন , এইখানে ক্লিক করুন ।
( ধন্যবাদ সবাইকে এবং টেকটিউনস এর সাথেই থাকুন )
আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
great share thanks