কিভাবে আপনার নেটর্য়াকে প্রিণ্টার শেয়ার করবেন Windows XP এর সাহায্যে ?

আজকের এই টিউনে বেশি কথা না বলে সরাসরি দেখিয়ে দিই, কিভাবে আপনি একটি প্রিণ্টার শেয়ার করবেন আপনার নেটর্য়াকে windows xp এর সাহায্যে।

প্রিণ্টার শেয়ার করা -

১-প্রথমে আপনি আপনার কম্পিউটারে লগিন করুন Administrative Account দিয়ে।

২- এরপর আপনি Control Panel-এ গিয়ে "Printers and other hardware" ক্লিক করে "Printer and faxes" -এ ক্লিক করুন। (এটি Category view তে পাবেন)

৩- এরপর আপনার ইন্সটল করা Printer এর রাইট মাউস ক্লিক করে Sharing....-এ ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন

emdadblog.blogspot.com

এরপর আপনাকে Sharing option -দেয়া হবে।

৪ এখন এই Sharing option থেকে আপনি "Share this option" টি নির্বাচন করে আপনার প্রিণ্টার এর নাম দিন এবং Apply করে বের হয়ে আসুন।নিচের ছবিটি দেখুন

নোটঃ আপনার LAN Card properties থেকে "File and Printer sharing for Microsoft Networks" অপশনটা অবশ্যই চালু করতে হবে।

আপনার প্রিণ্টার শেয়ারিং এর কাজ শেষ।

* এখন শেয়ার করা প্রিণ্টারকে কাঙ্খিত কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে

এখন আপনি যে কম্পিউটার থেকে শেয়ার করা প্রিণ্টার ব্যবহার করতে চান, সে কম্পিউটারে যান এবং নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন

১ আপনার কাঙ্খিত কম্পিউটারে Administrator Account দিয়ে লগিন করুন।

২- এরপর আপনি Control Panel-এ গিয়ে "Printers and other hardware" ক্লিক করে "Add a Printer" -এ ক্লিক করুন। (এটি Category view তে পাবেন)

৩- একটি নতুন উইন্ডো আসবে এবং Next ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন

৪- এখন আপনি Next -এ ক্লিক করলে আপনাকে নিচের মত ছবির মত  একটি অপশন দেখাবে

৫- উপরের ছবিতে দেখুন ২ টা অপশন দেয়া আছে। এই ২টা অপশন থেকে আপনি নিচের অপশনটা নির্বাচন করে Next ক্লিক করুন। নিচের মত একটি ছবি আসবে

৬- এখন এই উপরের স্ক্রীন এর মত আপনার কম্পিউটার থেকে আপনার ঐ শেয়ার করা প্রিণ্টারকে দেখিয়ে দিতে আপনার সঠিক অপশন টি নির্বাচন করে পরবর্তি পদক্ষেপগুলো শেষ করে নিন।

এখন আপনি শেয়ার করা প্রিণ্টার ব্যবহার করতে পারবেন আপনার প্রিণ্টিং এর কাজের জন্য।

এটি আমার ইংরেজি ব্লগের How to share a Printer over a network using Windows XP? বাংলা অনুবাদ, এবং এইখানে আরো বিস্তারিত পারবেন।

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হইছে।

    Level 0

    @ পাভেল ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার মতা মতের জন্য।

Level 0

এমদাত ভাই , ভাল আছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ,।

    Level 0

    @ balobashe

    ভাইজান দুঃখিত, দেড়ীতে উত্তর দেয়ার জন্য। আমি ভাল আছি, আপনি ভাল আছেন তো ?

    ধন্যবাদ আপনাকে

Level 0

ধন্যবাদ এমদাদ ভাই,,,,,,,

    Level 0

    @ কমল ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

আমার অনেক উপকার হবে।

    Level 0

    @ মিথানল

    আপনার কাজে আসলেই হল।

    ধন্যবাদ আপনাকে

খুবেই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

    Level 0

    @ আউয়াল ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

একটা লাথ্থি দিয়া জায়গা মত পাঠাইয়া দিছি ভাই। যাতে কাজের সময় পাই।

    Level 0

    @ সোহেল ভাইজান

    আপনাকে ধন্যবাদ Kick off করার জন্য।

Thanks bro..

    Level 0

    @ সুমন ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

Level 0

কিন্তু ৬ নম্বর অপশনটা নিয়ে মনে হয় পরিপুর্ণ ভাবে শেষ করেননি
আমি ঠিক বলেছি??

    এখানে একটি কথা বলা উচিত এই procedure টি normal network (work group) এ সম্ভব…….Server এ চিত্র ভিন্ন…..তারপর ও শেয়ার করার জন্য ধন্য বাদ।

      Level 0

      @ রানা ভাইজান

      আপনি ঠিক বলেছেন এটা আসলে সাধারণ নেটর্য়াক এর জন্য এবং আপনি যদি একটি সার্ভারকে প্রিণ্টার শেয়ার করার জন্য কনফিগার করতে চান তাহলে তার নিয়মটা একটু ভিন্ন।

      আপনাকেও ধন্যবাদ

    Level 0

    @ Lucjy Fm

    ভাইজান আপনি ঠিক বলেছেন এবং তারও কিছু কারণ আছে ঐ ৬ নম্বর অপশনের জন্য।

জানা ছিল তবে যারা জানত না তাদের কাজে লাগবে

    Level 0

    @ ডেস্পারেট ইভিনিং

    ভাইজান এই টিউনটা আসলে জারা জানে না তাদের জন্য।

আমার খুব দরকার ছিল,,,,,,Thanks

    Level 0

    @ সোহেল ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য। এই পদ্ধতীতে সাধারণ যে কোন প্রিন্টার ও কাজ করবে? যানালে খুশি হব।

    Level 0

    @ হাবীবুল্লাহ আল কাছেম ভাইজান

    আন্তঃরিকভাবে দুঃখিত বিলম্বে উত্তপ্র দেয়ার জন্য। কারণ কাজের ব্যস্ততার জন্য সময় দিতে পারি নাই।

    আর আপনি যে কোন প্রিণ্টার ব্যবহার করতে পারবেন এই কাজের জন্য।

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ

    Level 0

    @ Jabed ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

Level 0

bhai ami onek try koreci, but parcina. emdad vai ektu help korben ki… ami sob e koreci but 5 no. screen likata kivabe likbo bujte parcina, okane printer er nam jeta die share koreci sudu ota like next dile erorr bole… ki korbo ektu bolben ki

    Level 0

    @arnub52:

    Hello Arnub52,

    You don’t need to type share printer name. Just select the “Browse for printer” and computer will start to search for share printer.

    If you need more help give me a shout at skype name with emdadblog

Level 0

emdad bhai thanx a lot. hoeche… first time bujini… onek kaj e asce eta… thank you