আজকের এই টিউনে বেশি কথা না বলে সরাসরি দেখিয়ে দিই, কিভাবে আপনি একটি প্রিণ্টার শেয়ার করবেন আপনার নেটর্য়াকে windows xp এর সাহায্যে।
প্রিণ্টার শেয়ার করা -
১-প্রথমে আপনি আপনার কম্পিউটারে লগিন করুন Administrative Account দিয়ে।
২- এরপর আপনি Control Panel-এ গিয়ে "Printers and other hardware" ক্লিক করে "Printer and faxes" -এ ক্লিক করুন। (এটি Category view তে পাবেন)
৩- এরপর আপনার ইন্সটল করা Printer এর রাইট মাউস ক্লিক করে Sharing....-এ ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন
এরপর আপনাকে Sharing option -দেয়া হবে।
৪ এখন এই Sharing option থেকে আপনি "Share this option" টি নির্বাচন করে আপনার প্রিণ্টার এর নাম দিন এবং Apply করে বের হয়ে আসুন।নিচের ছবিটি দেখুন
নোটঃ আপনার LAN Card properties থেকে "File and Printer sharing for Microsoft Networks" অপশনটা অবশ্যই চালু করতে হবে।
আপনার প্রিণ্টার শেয়ারিং এর কাজ শেষ।
* এখন শেয়ার করা প্রিণ্টারকে কাঙ্খিত কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে
এখন আপনি যে কম্পিউটার থেকে শেয়ার করা প্রিণ্টার ব্যবহার করতে চান, সে কম্পিউটারে যান এবং নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন
১ আপনার কাঙ্খিত কম্পিউটারে Administrator Account দিয়ে লগিন করুন।
২- এরপর আপনি Control Panel-এ গিয়ে "Printers and other hardware" ক্লিক করে "Add a Printer" -এ ক্লিক করুন। (এটি Category view তে পাবেন)
৩- একটি নতুন উইন্ডো আসবে এবং Next ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন
৪- এখন আপনি Next -এ ক্লিক করলে আপনাকে নিচের মত ছবির মত একটি অপশন দেখাবে
৫- উপরের ছবিতে দেখুন ২ টা অপশন দেয়া আছে। এই ২টা অপশন থেকে আপনি নিচের অপশনটা নির্বাচন করে Next ক্লিক করুন। নিচের মত একটি ছবি আসবে
৬- এখন এই উপরের স্ক্রীন এর মত আপনার কম্পিউটার থেকে আপনার ঐ শেয়ার করা প্রিণ্টারকে দেখিয়ে দিতে আপনার সঠিক অপশন টি নির্বাচন করে পরবর্তি পদক্ষেপগুলো শেষ করে নিন।
এখন আপনি শেয়ার করা প্রিণ্টার ব্যবহার করতে পারবেন আপনার প্রিণ্টিং এর কাজের জন্য।
এটি আমার ইংরেজি ব্লগের How to share a Printer over a network using Windows XP? বাংলা অনুবাদ, এবং এইখানে আরো বিস্তারিত পারবেন।
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
ভাল হইছে।