আসুন জেনে নিই Subnet Maks কি ?

Subnet mask মূলত ব্যবহার করা হয় Internet protocol / IP এর নেটওর্য়াক আইডি এবং হোস্ট আইডিকে সনাক্ত করার জন্য। একটি Subnet mask-এ IP address এর মত ৪ Octets আছে। Subnet mask-এ 255 ব্যবহার করা হয় Network ID হিসেবে এবং 0 কে ব্যবহার করা হয় Host ID হিসেবে।

Subnet mask কেন প্রয়োজন ?

যখন কোন কম্পিউটার থেকে, কোন ফাইল অন্য কম্পিউটারে পাঠানো হয় তখন কম্পিউটার এই Subnet mask-কে চেক করে দেখে ঐ কাঙ্খিত কম্পিউটার তার নেটর্য়াকে অবস্থান করছে কিনা। যদি সে চেক করে দেখে যে, ঐ কাঙ্খিত কম্পিউটারটি তার একই নেটওর্য়াকে অবস্থান করছে তাহলে সে ঐ ফাইলটি পাঠিয়ে দেই। আর সে যদি দেখে, তার ঐ কাঙ্খিত কম্পিউটারটি একই নেটর্য়াকে অবস্থান করছে না তখন সে ROUTER এর সাহায্য নিয়ে থাকে।

নোট : Router এর কাজ হচ্ছে ২টি ভিন্ন নেটওর্য়াক এর মধ্যে সংযোগ স্থাপন করা।

আপনাদের সকলের বুঝার সুবিধার জন্য একটি উদাহরন দিই।

উপরের ছবিতে লক্ষ্য করুন আমি ৩জন ব্যবহারকারি নিয়েছে যথাক্রমে Emdadblog, Blogspot এবং Com.

এখন Emdadblog কম্পিউটার ব্যবহারকারি যদি Blogspot ব্যবহারকারির নিকট কোন ফাইল পাঠাতে চায়, তাহলে সে খুব সহজে ফাইল পাঠাতে পারবে। কারণ তাদের নেটওর্য়াক আইডি মিল আছে, Emdadblog এর 192.168.1.0 এবং Blogspot এর 192.168.1.0

কিন্তু এখন যদি Emdadblog কম্পিউটার ব্যবহারকারি Com কম্পিউটার ব্যবহারকারির নিকট কোন ফাইল পাঠাতে চায় তাহলে সে কিন্তু ফাইল পাঠাতে পারবে না। কারণ তাদের ২জনের নেটওর্য়াক আইডি ভিন্ন, Emdadblog এর 192.168.1.0

এবং Com এর 192.168.2.0 এইক্ষেত্রে ফাইল পাঠানোর জন্য অন্য নেটওর্য়াকে, কম্পিউটারকে ROUTER এর সাহায্য নিতে হবে।

সঠিক Subnet Mask

একটি সাধারণ IP network-এ Subnet mask ব্যবহার করে 255 এবং 0 সংখ্যাকে। এইখানে 255 কে ব্যবহার করা হয় Network ID এর Octet  হিসেবে এবং 0 কে ব্যবহার করা হয় Host ID এর Octet  হিসেবে ।

সঠিক Subnet mask এর উদাহরণ হচ্ছে

255.0.0.0 = এটি Class A এর Subnet Mask
255.255.0.0 = এটি Class B এর Subnet Mask
255.255.255.0 = এটি Class C এর Subnet Mask

এটি আমার ইংরেজি ব্লগের What is a SUBNET MASK ? বাংলা অনুবাদে আরো জানতে পারবেন।

emdadblog.blogspot.com

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উপস্থাপনা খুবেই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।এমদাদ ভাই চট্রগ্রামের হার্ডয়ার ভালো কাজ শিখার, প্রতিষ্ঠান এর নাম ঠিকানা দিলে উপকার আসবে।

কেউ যদি বলে Subnet mask কেন use করা হয়??
এর প্রথম answer হল Network কে বাড়ানোর জন্য subnet mask use করা হয়…
আর দুইটা ভিন্ন network এ সংযোগ এর জন্য router / layer 3 Switch use করা হয়…যদিও সে ক্ষেত্রে Default Gateway দিতে হবে…।

    আরেক টা কথা মনে পড়ল Class A এর IP address এর জন্য Subnet Mask 255.0.0.0 Class B এর IP address এর জন্য Subnet Mask 255.255.0.0 Class C এর IP address এর জন্য Subnet Mask 255.255.255.0 যদি Class A, B, C IP adress এর Subnet Mask ভিন্ন তাহলে সেই IP address গুলোকে বলে Classless IP address ।

Level New

আপনি নেটওয়ারকিং এর উপর কয়েকটা টিউন করেছেন
তা থেকে বেশকিছু শিখতে পেরেছি।ধন্যবাদ।

টিউন এর সাথে আপনার ছবিটা ব্যবহার না করাই ভাল।

    Agree with you.টিউন এর সাথে আপনার ছবিটা ব্যবহার না করাই ভাল।

      Level 0

      @ মেহেদী হাসান ভাইজান

      ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না, আমার দেয়া ছবি নিয়ে আপনার কি সমস্যা তা আমাকে খুলে বলুন এইখানে যাতে করে আমি বুঝতে পারি ছবি ব্যবহারে কি সমস্যা আপনিসহ বাকিদের।

      ধন্যবাদ আপনাকে

        আপনি আপনার ছবিটাই ব্যবহার করুন, কারন আমি আপনার ছবিটা দেখেই আপনার টিপস টাকে মুল্যায়ন করি । আমার মনে হয় সবাই আপনাকে সেভাবেই চিনে । আর জারা আপনাকে চিনে না তারাই সম্ভবত এ ধরনের কমেন্ট গুলো করতে পারে । কিছু মনে করেবন না প্লিজ……। ধন্যবাদ ।

        tune এর সঙ্গে tune related ছবিই সুন্দর লাগে কারন ভিতরেতো আপনার ছবি থাকছেই। তাছারা কোন কারন খোজা ঠিক হবেনা।
        তাছারা আপনার tune এ কিছু ভুল আছে। যেমন উদাহর এ আপনি subnet হিসেবে ১৯২.১৬৮.১.০ এটা কোন subnet address হিসেবে ব্যবহার করা যায়না। ২য়ত সুধু ২৫৫ দিয়েই network ID বুঝা যায়না। ০ দিয়ে host ID ঠিক আছে।

          Level 0

          @ মেহেদী হাসান ভাইজান

          আপনাকে ধন্যবাদ আপনার কথা খুলে বলার জন্য। তাছাড়া টিউনটিকে আপডেট করা হয়েছে এবার দেখুন তো ঠিক আছে কিনা?

    Level 0

    @ azad0101 ভাইজান

    ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে এই বিষয়টি খুলে বলুন, আমার ছবি ব্যবহারে আপনার কি সমস্যা।

    আশা রাখি যুক্তিসংগত উত্তর দিবেন।

    ধন্যবাদ আপনাকে

    Level 0

    @মেহেদী হাসান : ভাই সুধু দোষ খোজেন কেন. আর এইখানে তো দোষের কিসু নাই. ঐটা উনার প্রফাইল ইমাজ. আপনি যে কমেন্ট করলেন আপনার প্রফাইল ইমাজ ও তো দেখা যাচ্চে. কাউকে সাধুবাদ জানানোর চেষ্টা কইরেন ভালো কিসু করলে, আর না করলে চুপ থাইকেন

Level 0

ধন্যবাদ এমদাদ ভাই চালিয়ে যান,,,,,,,,,,,,,,,,,,,,,

খুবই ভাল একটি টিউন। আশা করি চালিয়ে যাবেন।

নেটওয়ার্কিং ইংরেজীতে পড়তে ভাল লাগছে না। তাই এরকম টিউন আরও চাই। টিউনারদের প্রতি আমার আবেদন যারা নেটওয়ার্কিং জানেন তারা অবশ্যই টিউন করবেন। আর যাদের নেটওয়ার্কিং এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা অভিজ্ঞতা শেয়ার করুন প্লিজ।

Linux নেটওয়ার্কিং বিষয়ে কারো জানা থাকলে টিউন করবেন প্লিজ। Linux নেটওয়ার্কিং command শেখার খুবই ইচ্ছা। ধন্যবাদ।

ভাল হয়েছে। ধন্যবাদ।

Level 0

ami aboshoso networking er tamon kisu jani na but akhon shikse kal amar cisco 4 th semester er final exam shobai doa korben amar jonno jano atlest pass korte pare.are linux ta kisui buje uthte parse na majkhase kisu din dekhlam are ki(CLI mode a kaj korar mojai onno rokom),jai hok tune ta anek valo hgoise .dhonnobad tune ta korar jonno.chesta korbo amio networking er opor akta tune korar.

    Level 0

    o raek ta kotha kew jodi subnet mausk calculation korte chan tahole kosto kore bainary hishab korar dorkar nai just nicher link a gelei asa kore apnar kaj hobe

    http://www.vlsm-calc.net/

অনেক কঠিন জিনিস, তবুও কষ্ট করে অধিক মনযোগ সহকারে ২ বার পড়লাম। কোন কোন লেখা ৩ বার ও পড়েছি।

    Subnet mask মূলত ব্যবহার করা হয় Internet protocol / IP এর নেটওর্য়াক আইডি এবং হোস্ট আইডিকে সনাক্ত করার জন্য।

    IP এর নেটওর্য়াক আইডি বা হোস্ট আইডিকে সনাক্ত করে লাভ কি? আর এই কাজ গুলো কারা করে? কাজ গুলো করলে কি হয়? বা তাদের কি লাভ হয়?

    রানা says:
    ২১ জুলাই, ২০১০ at 10:36 অপরাহ্ন
    কেউ যদি বলে Subnet mask কেন use করা হয়??
    এর প্রথম answer হল Network কে বাড়ানোর জন্য subnet mask use করা হয়

    কি দরকার ভাই নেটওয়ার্ক বাড়ানোর?

    Level 0

    @ স্বাধীন ভাইজান

    আপনাকে বিষয়টি খুলে বলি, Subnet Mask মূলত তারাই ব্যবহার করে থাকে যারা, আইপি নিয়ে কাজ করে এবং এটি নেটওর্য়াকিং এর সাথে অনেক গভীরভাবে জড়িত। আপনি যদি আইপি নিয়ে কাজ করেন তখন আপনাকে এই SUbnet Mask নিয়ে কাজ করতে হবে।

    আর সাধারণ ব্যবহারকারির জন্য এই Subnet Mask নিয়ে চিন্তা করার জন্য প্রয়োজন নেই।

    ধন্যবাদ আপনাকে আপনার সময় ব্যয় করে এই টিউনটি পড়ার জন্য।

    Level 0

    vai jan network jodi barano na jai tahole apnar moto amar moto userder k are net use korte hoto na.

Level 0

ভাই চালিয়ে যান,,…………

Level 0

ছবির সাথে tune এর সম্পর্ক কি? আর কাজ নাই দোষ দরার.

মেহেদী হাসান ভাই , এইখানে এমদাদ ভাই উদাহরন হিসেবে ১৯২.১৬৮.১.০ ব্যবহার করেছে। যাহারা আই, পি ব্যবহার করে তাহারা ঠিকই বুজে নিবে।আর আপুনি
network সম্পর্কে একটি টিউন করবেন আশা করি।

    Level 0

    @ আউয়াল ভাইজান

    আপনি ঠিক বলেছেন, তাছাড়া টিউনটিকে আপডেট করা হয়েছে। আশা রাখি এখন কারো কোন সমস্যা হবে না।

    আর আপনি যদি হার্ডওয়্যার কাজ শিখতে চান চট্টগ্রাম থেকে তাহলে আপনাকে আমি ফ্রীতে শিখাতে পারি যদি আপনার কোন সমস্যা না থাকে। আমি কোন প্রতিষ্টানের নাম এখানে উল্লেখ করব না কারণ কম বেশি অনেক প্রতিষ্টানে অনেক সীমাবদ্ধতা রয়েছে।

    ধন্যবাদ আপনাকে।

টিউনের জন্য ধন্যবাদ

Level 0

আচ্ছা মিঃ জুয়েল + সকলকে বলছি
আপনারা আক্রমান্তমক মন্তব্য থেকে বিরত থাকলে টেক্টিউনসের পরিবেশ শান্ত থাকবে

    Level 0

    @ LuckyFm

    ভাইজান আপনার সাথে আমিও একমত। কেউ যদি কোন খারাপ কিছু বলে বা লিখে থাকে, তাহলে তাকে বুঝানোর জন্য আপনি নিজেও ঐ কাজটি করা থেকে বিরত থাকুন। সুন্দর এবং ভাল ব্যবহারের কোন বিকল্প নেই।

    সবাইকে ধন্যবাদ

<————–ভাল লাগল এমদাদ ভাই———-<
Computer tips & tricks
http://www.a2zbd.info

কয়েকদিন আগে এই সাবনেট মাস্ক কি যে ঝামেলা করেছিল ,ুফফফফফফফফফ কিছুই বুঝিনা, তবে এখন কিছুটা বুঝি