Subnet mask মূলত ব্যবহার করা হয় Internet protocol / IP এর নেটওর্য়াক আইডি এবং হোস্ট আইডিকে সনাক্ত করার জন্য। একটি Subnet mask-এ IP address এর মত ৪ Octets আছে। Subnet mask-এ 255 ব্যবহার করা হয় Network ID হিসেবে এবং 0 কে ব্যবহার করা হয় Host ID হিসেবে।
Subnet mask কেন প্রয়োজন ?
যখন কোন কম্পিউটার থেকে, কোন ফাইল অন্য কম্পিউটারে পাঠানো হয় তখন কম্পিউটার এই Subnet mask-কে চেক করে দেখে ঐ কাঙ্খিত কম্পিউটার তার নেটর্য়াকে অবস্থান করছে কিনা। যদি সে চেক করে দেখে যে, ঐ কাঙ্খিত কম্পিউটারটি তার একই নেটওর্য়াকে অবস্থান করছে তাহলে সে ঐ ফাইলটি পাঠিয়ে দেই। আর সে যদি দেখে, তার ঐ কাঙ্খিত কম্পিউটারটি একই নেটর্য়াকে অবস্থান করছে না তখন সে ROUTER এর সাহায্য নিয়ে থাকে।
নোট : Router এর কাজ হচ্ছে ২টি ভিন্ন নেটওর্য়াক এর মধ্যে সংযোগ স্থাপন করা।
আপনাদের সকলের বুঝার সুবিধার জন্য একটি উদাহরন দিই।
উপরের ছবিতে লক্ষ্য করুন আমি ৩জন ব্যবহারকারি নিয়েছে যথাক্রমে Emdadblog, Blogspot এবং Com.
এখন Emdadblog কম্পিউটার ব্যবহারকারি যদি Blogspot ব্যবহারকারির নিকট কোন ফাইল পাঠাতে চায়, তাহলে সে খুব সহজে ফাইল পাঠাতে পারবে। কারণ তাদের নেটওর্য়াক আইডি মিল আছে, Emdadblog এর 192.168.1.0 এবং Blogspot এর 192.168.1.0
কিন্তু এখন যদি Emdadblog কম্পিউটার ব্যবহারকারি Com কম্পিউটার ব্যবহারকারির নিকট কোন ফাইল পাঠাতে চায় তাহলে সে কিন্তু ফাইল পাঠাতে পারবে না। কারণ তাদের ২জনের নেটওর্য়াক আইডি ভিন্ন, Emdadblog এর 192.168.1.0
এবং Com এর 192.168.2.0 এইক্ষেত্রে ফাইল পাঠানোর জন্য অন্য নেটওর্য়াকে, কম্পিউটারকে ROUTER এর সাহায্য নিতে হবে।
সঠিক Subnet Mask
একটি সাধারণ IP network-এ Subnet mask ব্যবহার করে 255 এবং 0 সংখ্যাকে। এইখানে 255 কে ব্যবহার করা হয় Network ID এর Octet হিসেবে এবং 0 কে ব্যবহার করা হয় Host ID এর Octet হিসেবে ।
সঠিক Subnet mask এর উদাহরণ হচ্ছে
255.0.0.0 = এটি Class A এর Subnet Mask
255.255.0.0 = এটি Class B এর Subnet Mask
255.255.255.0 = এটি Class C এর Subnet Mask
এটি আমার ইংরেজি ব্লগের What is a SUBNET MASK ? বাংলা অনুবাদে আরো জানতে পারবেন।
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
উপস্থাপনা খুবেই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।এমদাদ ভাই চট্রগ্রামের হার্ডয়ার ভালো কাজ শিখার, প্রতিষ্ঠান এর নাম ঠিকানা দিলে উপকার আসবে।