কম্পিউটার অন হতে কি বেশি সময় লাগে ? এখন থেকে আর লাগবে না

সকল বন্ধুদের জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আবারো হাজির হলাম নতুন এক টিপস নিয়ে। আমাদের যাদের পিসি আছে তাদের অনেকের একটা সমস্যা হয় আর সেটা হল পিসি বুট হতে বেশি সময় নেয়। পিসির বুট সময় কমানোর অনেক উপায় আছে। আজকে একটা উপায় নিয়ে কিছু বলবো। যাদের পিসির প্রসেসর ডুয়েলকোর বা তার উপরে তারা চাইলে সামান্য একটু কাজ করে উইন্ডোজ এর বুট টাইম কমাতে পারেন। কি করে করবেন তা নিছে দিলাম।
প্রথমে Run অপশন এ গিয়ে msconfig লিখে এন্টার প্রেস করুন। এরপর একটা উইন্ডো ওপেন হবে। এখনে Boot অপশন এ ক্লিক করুন।

এখন Advanced Option এ ক্লিক করুন। দেখবেন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে।

এখনে দেখুন Number of processor নামে একটা অপশন আছে। এখনে আপনার প্রসেসর অনুজাই নাম্বার দিন। যদি ডুয়েল কোর হয় তাহলে ২ দিন এবং এর উপরে হলে ৩/৪ দিন।
সবশেষে Ok করে বের হয়ে আসুন। আশা করি আপনার উইন্ডোজ এর বুট টাইম অনেক কমে যাবে।

প্রকাশনায় অ্যানিটেক। । প্রথম প্রকাশের লিঙ্ক। এরকম আরও ভালো ভালো টিপস পেতে একবার হলেও ঘুরে আসুন অ্যানিটেক থেকে অথবা জয়েন করুন অ্যানিটেকের ফেসবুক পেজ এ।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার প্রসেসর i5 আমি কত দিবো ? আর এতে পিসির কোনো সমস্যা হবে?

    @হাফিজুর রহমান আরফিন /* aka আ জ ব */: 4 দিন

Nice Tune!!!!!!!!!!

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

যদি পেন্টিয়াম ৪ বা সেলরন প্রসেসর হয় তো কত নম্বর লেখবো?

ভাল লাগল ।আরও টিউন পাব আশা করি।

    @শাহরিয়ার হাসান: আপনি ৩ অথবা ৪ দিতে পারেন

ধন্যবাদ ভাই ।