১.সবই পাবেন গুগলে,যাহা আছে ভূগলে-
গুগলে এমন কিছু লুকানো অপশন রয়েছে,যা সাধারণত আমাদের চোখে ধরা দেয় না।এসব লুকানো রহস্য আজ আপনাদের সামনে তুলে ধরব।
ক.বিভিন্ন শহরের আবহাওয়া বার্তা গুগলে:
মনে করূন,আপনি আগামী কাল এমন একটি দেশে যাচ্ছেন,যেখানে এর আগে কখনো যান নি।সেখানকার পরিবেশ সম্পর্কেও আপনার কোন ধারণা নেই।এমন সময় আপনার সব থেকে ভাল সঙ্গী হতে পারে গুগল।আপনি বিশ্বের যে কোন দেশের যে কোন শহরের আবহাওয়ার খবর জানতে পারেন গুগল নামক বন্ধুটির সাহায্যে।সেজন্য আপনাকে গুগলের সার্চ বক্সে weather লিখে তারপর শহরের নাম লিখে সার্চ দিলেই সব তথ্য আপনার চোখের সামনে চলে আসবে।
খ.গুগলে মুদ্রার রূপান্তর:
বিভিন্ন সময় নানা প্রয়োজনে মুদ্রার রূপান্তর প্রয়োজন পড়ে।গুগল আপনাকে যথাসম্ভব সহায়তা করতে পারে।মুদ্রার রূপান্তরের জন্য আপনাকে লিখতে হবে ৫০০ ইউএসডি,তারপর ইন এবং শেষে ওই মুদ্রার নাম।তাহলেই আপনার কাঙ্খিত মুদ্রার পছন্দের ল্যাপটপটির মূল্য জানতে পারবেন।
গ.আভিধানিক অর্থ সন্ধানী গুগল:
অনেক সময়ই কোন শব্দের সঠিক অর্থ বা সঙ্গা জানার প্রয়োজন পড়ে।অথচ সঠিক রিসোর্স না পাওয়ার ফলে তা সম্ভব হয় না।এমন কোন শব্দ, পদ বা কিছুর অর্থ জানার জন্য সার্চ বক্সের মধ্যে লিখুন ডিফাইন,তারপর তারপর স্পেস দিয়ে যে শব্দটির অর্থ বা সঙ্গা জানতে চান তা লিখুন।তারপর এন্টার চাপলেই সেই শব্ধটির আদ্যোপান্ত বেরিয়ে আসবে।
ঘ.সময় ও মানচিত্র গুগলে:
আপনি যদি কোন দেশের স্হানীয় সময় জানতে চান তাহলে প্রথমেই টাইম লিখে স্পেস দিয়ে শহর বা দেশের নাম লিখলেই চলে আসবে সেই দেশটির বা শহরের স্হানীয় সময়।আর কোন দেশের মানচিত্র লিখতে হবে শহর বা দেশটির নাম।এরপর স্পেস দিয়ে ম্যাফ কথাটি লিখে সার্চ দিলেই বেরিয়ে আসবে প্রমান সাইজ মানচিত্র।
২.ফোল্ডারের পরিচিতি তৈরি।
মাউস ফোল্ডারের উপর দেয়ার পর যদি দেখতে পাওয়া যায় ফোল্ডারের বিভিন্ন তবে কেমন হয়?হ্যা,খুব সহজেই আপনি এ ব্যাবস্হাটি করতে পারেন যার মাধ্যমে মাউস ফোল্ডারের উপর গেলেই আপনি দেখতে পারবেন এর ভেতরে কি কি মেটেরিয়াল আছে বা এর আকার কতটুকু।এর জন্য আপনাকে http://www.dr hoiby.com সাইট থেকে HOBCommentXP সফ্টওয়্যারটি ডাউনলোড করতে হবে।তারপর এটি ইন্সটল করতে হবে।এবার add Comment এ ক্লিক করূন যে কোন ফোল্ডারের উপর ডান বাটন ক্লিক করে।তখন একটি টেক্স বক্স আসবে যেখানে আপনি লিখবেন ফোল্ডার সম্পর্কিত তথ্য।তার পর এন্টার চাপুন।দেখবেন এর পর মাউস উপরে দিলেই ওই তথ্য গুলো সো করবে।
এখানে ক্লিক করে অনলাইনে আয় বিষয়ক তথ্য সমৃদ্ধ ব্লগ সাইট থেকে আগ্রহীরা ঘুরে আসুন।
আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon
ওবায়দুল হক ভাই, ভাল লাগল, কিন্তু এখানে ক্লিক করে অনলাইনে আয় বিষয়ক তথ্য সমৃদ্ধ ব্লগ সাইট থেকে আগ্রহীরা ঘুরে আসুন টেটি দিলে ভাল হত …..ধন্যবাদ ।