Internet Protocol Version 4 / IPv4 মূলত আমাদেরকে ইন্টারনেট এর সাথে যোগাযোগ করতে সাহায্য করে। আমরা যখন কম্পিউটার অন করি তখন আপনারা হয়ত লক্ষ্য করেছেন যে, কম্পিউটারের টাস্কবারের ডান দিকে দুটি কম্পিউটারের ছোট আইকন দেখা যায়। এবং এটি ওপেন করলে ঐ খানে দেখবেন যে নিচের ছবির মত আপনার কম্পিউটারে দেখাচ্ছে
উপরের ছবিতে চিহ্নিত দাগগুলো লক্ষ্য করুন, প্রথমটি হচ্ছে IPV4 address এবং তারপরে হচ্ছে IPv4 Subnet Mask. IPv4 address আপনাকে আপনার জন্য একটি ইন্টারনেট আইডি সংগ্রহ করতে সাহায্য করে এবং Subnet Mask আপনার জন্য নেটওর্য়াক এবং হোস্ট আইডি নির্ধারন করতে সাহায্য করে।
এই Internet Protocol Version 4 / IPv4 এর উপাদানগুলো কি কি?
IPv4 মূলত ৩২ বিট ব্যবহার করে তার আইডির জন্য। এবং আপনি যদি এইটাকে Binary তে দেখেন তাহলে দেখবেন যে এর ৩২ টা characters বিদ্যমান নিচের মত।
11000000101010000000000111001000
IPv4 আবার এইগুলোকে 4 Octets ভাগে ভাগ করে নিচের মত
11000000.10101000.00000001.11001000
ইন্টারনেট প্রোটকল যাতে এইগুলো পড়তে পারে এইগুলোকে আবার Decimal এর রুপান্তর করা হয় নিচের মত
192.168.1.200
Internet Protocol Version 4 / IPv4 এর শ্রেনীবিভাগ
Internet Assigned Number Authority (IANA) এই IPv4 address কে নিয়ন্ত্রন করে থাকে এবং এরা IPv4 কে ৫ টি শ্রেনীতে বিভক্ত করেছে আর তা হল
Class A = যে সকল IP address এর Octet 1-127 পর্যন্ত হয় সেগুলো Class A Network এর অন্তর্ভুক্ত। Class A এর সাহায্যে আপনি ১২৬ টি নেটওর্য়াক ব্যবহার করতে পারবেন এবং এর জন্য আইডি ব্যবহার করতে পারবেন 16,777,214 টি
Class A subnet Mask is 255.0.0.0
Class B = যে সকল IP address এর Octet 128-191 হয় সেগুলো Class B এর অন্তর্ভুক্ত। Class B এর সাহায্যে আপনি 16,384 টি নেটওর্য়াক ব্যবহার করতে পারবেন এবং এর জন্য আইডি ব্যবহার করতে পারবেন 65,534 টি।
Class B subnet Mask is 255.255.0.0
Class C = যে সকল IP address এর Octet 192-223 হয় সেগুলো Class C এর অন্তর্ভুক্ত। Class B এর সাহায্যে আপনি 2,097,152 টি নেটওর্য়াক ব্যবহার করতে পারবেন এবং এর জন্য আইডি ব্যবহার করতে পারবেন 254 টি।
Class C subnet Mask is 255.255.255.0
Class D = যে সকল IP address এর Octet 224-239 হয় সেগুলো Class D এর অন্তর্ভুক্ত। এই Class D কে সাধারণ ব্যবহারকারির জন্য উম্মুক্ত করা হয় নি এবং এটি ব্যবহার করা হয় Multicast Group এর জন্য।
Class E = যে IP address এর Octet 240 হয় সেটি Class E এর অন্তর্ভুক্ত।এই Class E Network-টি IANA তাদের নিজেদের গবেষণা কাজের জন্য বরাদ্ধ রেখেছে এবং এটি কখনও TCP/IP তে ব্যবহার করা হয় না শুধুমাত্র Broadcast কাজ ছাড়া।
255.255.255.255 এই Address-টি Broadcast এর জন্য ব্যবহার করা হয়।
এটি আমার ইংরেজ়ি ব্লগের What is an Internet Protocol Version 4 (IPv4) address ? এর বাংলা অনুবাদ
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
So GooooooD………