আসুন জেনে নিই Internet Protocol Version 4 /IPv4 কি এবং এর কাজ ?

Internet Protocol Version 4 / IPv4 মূলত আমাদেরকে ইন্টারনেট এর সাথে যোগাযোগ করতে সাহায্য করে। আমরা যখন কম্পিউটার অন করি তখন আপনারা হয়ত লক্ষ্য করেছেন যে, কম্পিউটারের টাস্কবারের ডান দিকে দুটি কম্পিউটারের ছোট আইকন দেখা যায়। এবং  এটি ওপেন করলে ঐ খানে দেখবেন যে নিচের ছবির মত  আপনার কম্পিউটারে দেখাচ্ছে

Blog and windows tutorial

উপরের ছবিতে চিহ্নিত দাগগুলো লক্ষ্য করুন, প্রথমটি হচ্ছে IPV4 address এবং তারপরে হচ্ছে IPv4 Subnet Mask. IPv4 address আপনাকে আপনার জন্য একটি ইন্টারনেট আইডি সংগ্রহ করতে সাহায্য করে এবং Subnet Mask আপনার জন্য নেটওর্য়াক এবং হোস্ট আইডি নির্ধারন করতে সাহায্য করে।

এই Internet Protocol Version 4 / IPv4 এর উপাদানগুলো কি কি?

Blog and Windows tutorial

IPv4 মূলত ৩২ বিট ব্যবহার করে তার আইডির জন্য। এবং আপনি যদি এইটাকে Binary তে দেখেন তাহলে দেখবেন যে এর ৩২ টা characters বিদ্যমান নিচের  মত।

11000000101010000000000111001000

IPv4 আবার এইগুলোকে 4 Octets ভাগে ভাগ করে নিচের মত

11000000.10101000.00000001.11001000

ইন্টারনেট প্রোটকল যাতে এইগুলো পড়তে পারে এইগুলোকে আবার Decimal এর রুপান্তর করা হয় নিচের মত

192.168.1.200

Internet Protocol Version 4 / IPv4 এর শ্রেনীবিভাগ

Internet Assigned Number Authority (IANA) এই IPv4 address কে নিয়ন্ত্রন করে থাকে এবং এরা IPv4 কে ৫ টি শ্রেনীতে বিভক্ত করেছে আর তা হল

Class A = যে সকল IP address এর Octet 1-127 পর্যন্ত হয় সেগুলো Class A Network এর অন্তর্ভুক্ত। Class A এর সাহায্যে আপনি ১২৬ টি নেটওর্য়াক ব্যবহার করতে পারবেন এবং এর জন্য আইডি ব্যবহার করতে পারবেন 16,777,214 টি

Class A subnet Mask is 255.0.0.0

Class B = যে সকল IP address এর Octet 128-191 হয় সেগুলো Class B এর অন্তর্ভুক্ত। Class B এর সাহায্যে আপনি 16,384  টি নেটওর্য়াক ব্যবহার করতে পারবেন এবং এর জন্য আইডি ব্যবহার করতে পারবেন 65,534  টি।

Class B subnet Mask is 255.255.0.0

Class C = যে সকল IP address এর Octet 192-223 হয় সেগুলো Class C এর অন্তর্ভুক্ত। Class B এর সাহায্যে আপনি 2,097,152   টি নেটওর্য়াক ব্যবহার করতে পারবেন এবং এর জন্য আইডি ব্যবহার করতে পারবেন 254  টি।

Class C subnet Mask is 255.255.255.0

Class D = যে সকল IP address এর Octet 224-239 হয় সেগুলো Class D এর অন্তর্ভুক্ত। এই Class D কে সাধারণ ব্যবহারকারির জন্য উম্মুক্ত করা হয় নি এবং এটি ব্যবহার করা হয় Multicast Group এর জন্য।

Class E = যে IP address এর Octet 240 হয় সেটি Class E এর অন্তর্ভুক্ত।এই Class E Network-টি IANA তাদের নিজেদের গবেষণা কাজের জন্য বরাদ্ধ রেখেছে এবং এটি কখনও TCP/IP তে ব্যবহার করা হয় না শুধুমাত্র Broadcast কাজ ছাড়া।

255.255.255.255 এই Address-টি Broadcast এর জন্য ব্যবহার করা হয়।

এটি আমার ইংরেজ়ি ব্লগের What is an Internet Protocol Version 4 (IPv4)  address ? এর বাংলা অনুবাদ

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

So GooooooD………

    Level 0

    @ madmax ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

অনেক তথ্য দিয়ে সাজানো টিউনটি আমার কাছে খুব ভালো লাগলো।ধন্যবাদ এমদাদ ভাই।

    Level 0

    @ সজীব রহমান ভাইজান

    আপনাকেও আন্তঃরিকভাবে ধন্যবাদ

এমদাদ ভাইয়া, বিষয়ের বাইরে একটা question করি। ওয়েবসাইট ডিজাইন করার জন্য নেট এ বিভিন্ন টুলস পাওয়া যায়। কিন্তু বেশির ভাগই বাংলা সাপোর্ট করে না। microsoft front page বাংলা সাপোর্ট করে। এরকম বাংলা সাপোর্ট করা টুলস কি আর আছে?

    Level 0

    @ স্বাধীন ভাইজান

    আন্তঃরিকভাবে দুঃখিত বিলম্বে উত্তর দেয়ার জন্য।

    আপনি যেটির কথা বলেছেন এইখানে আসলে আমার এই বিষয়ে তেমন কোন ধারণা নেই।

    আবারো দুঃখিত কোন সাহায্য করতে না পারার জন্য।

    ধন্যবাদ আপনাকে

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,,,

    Level 0

    @ কমল ভাইজান

    আপনাকেও ধন্যবাদ

এমদাদ ভাই কিছু লোকের উপর অভিমান করে, আপনার গুরত্বপূর্ন শিক্ষামুল টিউন থেকে আমাদের বঞ্ছিত করবেন না।ধন্যবাদ আপনাকে।

    Level 0

    @ আউয়াল ভাইজান

    প্রথমে আপনাকে একটা বিষয় খুলে বলি, আমার কাছে ঐ অভ্যাস টা নেই যে একজনের জন্য অন্য দশজনের ক্ষতি করব। তাছাড়া আপনি হয়ত খেয়াল করেছেন যে, আমার বিগত টিউনে যেটা টেকটিউন কর্তৃপক্ষ ড্রাফট করে দিয়েছে, সেখানে যারা আমার বিপক্ষে কঠোর সমালোচনা করেছেন তাদের সবাইকে আমি স্বাগতম জানিয়েছি।

    তাছাড়া আপনাকেও ধন্যবাদ আপনার মতামতের জন্য।

আরেকটু লিখতে পারতেন “ক্লাস লেস আইপি”।

    Level 0

    @ পাভেল ভাইজান

    আপনাকে ধন্যবাদ বিষয়টি মনে করে দেয়ার জন্য।

    পরের টিউন থেকে চেষ্টা করব সব বিষয়গুলো তুলে ধরতে।

    একটা অনুরোধ থাকবে আপনি এবং টেকটিউন পরিবারের সবার কাছে যে, যদি কোন ভুল ধরা পড়ে তা সাথে সাথে জানিয়ে দিবেন এবং এতে আমি অনেক বেশি আনন্দিত হব।

    শুধু ভুল কেন ? পরামর্শ, উপদেশ, আদেশ যেটাই ভাল মনে করেন তা আমাকে জানাতে পারবেন যদি টেকটিউনে না পারেন তাহলে আমাকে [email protected] জানাতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে, আপনি যে পরামর্শ, আদেশ, উপদেশ যেটাই দেন না কেন, সেটা যেন যথাযত হয়।

    ধন্যাবাদ আবার পাভেল ভাইজানকে।

Level 0

আপনার সব টিউন ভাল হয়, ধন্যবাদ।

    Level 0

    @ Nurjahan

    আপু আপনাকেও ধন্যবাদ আপনার এবং টেকটিউন পরিবারের সবার প্রেরণা প্রদানের জন্য।

    ভাল থাকবেন

ধন্যবাদ ভাল একটা টিউন উপহার দেওয়ার জন্য্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌ভাল থাকবেন

    Level 0

    @ রাশেদ ভাইজান

    আপনাকেও ধন্যবাদ আপনার শুভকামনার জন্য এবং আপনিও ভাল থাকবেন।

Level 0

এমদাদ ভাই আমার PC start হতে সময় নেয় প্রায় ৩ মিনিট, ভাল কোন সমাধান আছেকি? সবার কাছেই ভাল সমাধান আসা করছি। ধন্যবাদ।

    আমারও সময় নেয় প্রায় দুই মিনিট।এবং অতিরিক্ত সাউন্ট করে।

      Level 0

      @ ওবায়দুল হক

      ভাইজান আপনি আপনার সমস্যা সমাধানে নুরজাহান আপুকে দেয়া পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন।

      ধন্যবাদ আপনাকে আপনার জিজ্ঞাসার জন্য

    Level 0

    @ Nurjahan

    প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য। কাজের ব্যস্ততার জন্য উত্তর দিতে বিলম্ব হওয়ার জন্য দুঃখিত

    আপনার সমস্যা সমাধানে আপনি নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।

    * প্রথমে আপনি আপনার কম্পিউটারের সিস্টেম ড্রাইভকে Defragmentation করুন। এর জন্য আপনাকে 3rd party soft ব্যবহার করার প্রয়োজন নেই।
    * আপনার কম্পিউটারের Temp এবং Prefetch folder কে পরিষ্কার করুন।
    * আপনার কম্পিউটারের Startup -এ অপ্রয়োজনিয় ফাইলগুলোকে বন্ধ করে দিন
    * আপানার কম্পিউটারে spyware আছে কিনা ভাল একটি Software দিয়ে চেক করে নিন।
    * আপনার কম্পিউটারের অপ্রয়োজনিয় রেজিস্ট্রি ফাইলকে মুছে দিন
    * আপানার কম্পিউটারে disk cleanup ব্যবহার করতে পারেন
    * আপনি যদি কখনো আপনার CPU কে পরিষ্কার করে না থাকেন তাহলে আপনার cpu কে পরিষ্কার করে নিন
    * আপনার সিস্টেম ড্রাইভে কোন এরর আছে কিনা তা চেক করে দেখুন।

    এইগুলো ব্যবহার করার পর ফলাফলটা জানালে অনেক খুশি হব।

    আবারো ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য

    Level 0

    উইন্ডোজ লোড হওয়া আসলে নির্ভর করছে বেশ কিছু বেপারের উপর
    যেমনঃ আপনার কনফিগারেশন, আপনার উইন্ডোজ, প্লাস এডজাস্টমেন্ট