ইন্টারনেটে ভিডিও আদান-প্রদান, দেখা বা ডাউনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। অনেক সময় এ সাইট থেকে ভিডিও ছাড়া শুধু অডিও ফরম্যাট ডাউনলোডের প্রয়োজন হয়। তখন কি করতে হবে তা অনেকে বুঝতে পারেন না। এ জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। সেটি জানাতেই টিউটোরিয়ালভিত্তিক এ প্রতিবেদন।
ইউটিউব থেকে অডিও নামাতে অনেকে প্রথমে পুরো ভিডিওটি ডাউনলোড করেন। এরপর বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অডিও ফলম্যাটে রুপান্তর করে থাকেন। তবে এত ঝামেলা না করে অনলাইনেই করে ফেলা যায়।
তবে এ জন্য অনলাইনে কিছু ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এসব ওয়েবসাইটে গিযে কাঙ্ক্ষিত ভিডিওটির লিংক দিলে তা অডিও ফরম্যটে ডাউনলোড হয়ে যায়।
এ রকম পাঁচটি সাইটের ঠিকানা নিচে দেওয়া হলো :
এছাড়া অনেক সময় কোনো চ্যানেল থেকে সবগুলো ভিডিও ডাউনলোডের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে একটি একটি করে ডাউনলোড করা সময় সাপেক্ষ ও বিরক্তিকর কাজ বটে। তবে এক সঙ্গে সব ভিডিও নামানোর উপায় রয়েছে।
কিছু কৌশল জানা থাকলে খুব সহজে সবগুলো ভিডিও ডাউনলোড করা যায়।
লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে এখানে।
আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]
উপকারে আসবে । এরকম টিউন করার জন্য অসংখ্য ধন্যবাদ ।