বর্তমানের তরুণদের কাছে জনপ্রিয় এক নাম ‘সেলফি’। নিজে নিজে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার এই পদ্ধতি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। সবার সঙ্গে তাল মেলাতে পিছিয়ে নেই বাংলাদেশিরাও।
একটি ভালো সেলফি আপনাকে ফুটিয়ে তুলবে সবার মাঝে। আর তাই আকর্ষনীয় সেলফি তোলার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মেনে চলতে হয়। সেলফি তুলতে বিশেষজ্ঞদের দেওয়া ১০ কৌশল নিয়ে এই প্রতিবেদন।
বিশ্বজুড়ে চলমান সেলফি উম্মাদনায় নাম লেখাতে যাচ্ছে সফটজায়ান্ট মাইক্রোসফট। সেলফি তোলার জন্য বিশেষ ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনছে মাইক্রোসফট এমন গুজব শোনা গেলেও এবার ফাঁস হল ছবি ও তথ্য।
ফাঁস হওয়া ছবি এবং তথ্য থেকে জানা যায় লুমিয়া সিরিজের আপকামিং স্মার্টফোনটির কোড নাম “সুপারম্যান”। যার নাম হতে পারে লুমিয়া ৭৩০। স্মার্টফোনটির বিশেষ ফিচার হিসেবেযুক্ত করা হয়েছে ৫ মেগাপিক্সেল ফন্ট ক্যামেরা। যার মাধ্যমে উচ্চ রেজুলেশন সেলফি ছবি তোলা যাবে। এছাড়া এর সাহায্যে ৭২০ এইচডি ভিডিও করা যাবে।
সেলফিতে যে অবস্থানও প্রকাশ হয়ে যেতে পারে তা বোধয় ভুলে গিয়েছিলেন রাশিয়ান সৈনিকটি। নিজ দেশ রাশিয়ার কাছে এটা বেশ বিব্রতকর যে তার সেনা ইউক্রেনে। কারন ইউক্রেনের বিদ্রোহী যোদ্ধাদের সাথে তাদের কোন সম্পর্ক নেই- এমনটাই বলে আসছে রাশিয়া। কিন্তু এই এক সেলফিই বিপাকে ফেলে দিল দেশটিকে। সহায়ক
আলোকচিত্রের প্রদর্শনী বা প্রতিযোগিতা হরহামেশায় হয়ে থাকে।কিন্তু সেলফি প্রতিযোগিতার কথাটা একটু নতুনই শোনাতে পারে। তবে সম্প্রতি ভার্চুয়াল জগতে তেমনই এক প্রতিযোগিতার আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস।
লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে এখান
আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে ahmedtusin@yahoo.com
আমি শুনেছি অতিরিক্ত সেলফি তোলা নাকি মানসিক রোগের লক্ষন। 😛