অনেক সময় ওয়ার্ডপ্রস সাইটের আপডেট কিংবা প্লাগিন ইন্সটল জনিত কারনে ড্যাশবোর্ডের এজাক্স কোড কাজ করা বন্ধ করে দেয়। যেমন- পপ আপ, ড্রপডাউন কিংবা এরকম ডায়নামিক কিছু ফিচার কাজ করে না। এটি থেকে পরিত্রাণের একটি ছোট্ট একটি পদ্ধতি শেয়ার করছি-
আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটলেশনের রুট ডিরেক্টরিতে wp-config.php ফাইলটি ওপেন করুন। নিশ্চই জেনে থাকবেন যে এটিই ওয়ার্ডপ্রেস ইন্সটলেশনের মৌলিক সেটিংস ফাইল। সুতরাং খুবই সাবধনতার সাথে ফাইলটি ব্যবহার করবেন। এবার উক্ত ফাইলের একেবারে শেষ লাইনে একটি এন্টার দিয়ে সবার নিচে নিচের পিএইচপি কোডটি পেস্ট করে দিন।
define( ‘CONCATENATE_SCRIPTS’, false );
ব্যাস… আশা করি সমাধান হয়ে গেল!
আমি ওয়ালিউর রহমান। Founder & CEO, WaliBD, Uttara। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একাডেমিকভাবে একজন এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তবে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই উপার্জনের হাতেখড়ি। এ ব্যাবসায় জড়িত আছি সেই ২০০৮ সাল থেকে। এখনো আছি...। নিজ প্রতিষ্ঠান WaliBD.Com এর মাধ্যমে তাই চেষ্টা করছি ডিফরেন্ট কিছু করবার। যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির জন্য যোগাযোগ করুন: ০১৯৪৬-৩৬৬৪৪৮
Thank you.