বড় টরেন্ট ফাইল কিভাবে খুব ধ্রুত ডাউনলোড করবেন?

টিউনের শুরুতেই সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাই। অনেক দিন পর আবার টিটিতে ফিরে এলাম, কিছু বেস্ততার জন্যে অনেক দিন টিউন করা হয়নি। আচ্ছা, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাওয়া যাক। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব ধ্রুত ও সহজেই টরেন্ট ফাইল ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার দিয়ে ডাউনলোড করা যায়। এই কাজটি করার জন্য আপনার পিসিতে অবশ্যই আইডিএম ইনস্টল করা থাকতে হবে। আপনি এই লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন।

প্রথমেই http://www.furk.net এই লিঙ্কে প্রবেশ করুন। নিচের মত একটি পেজ দেখতে পাবেন। আবার furk.net সাইটটিতে একটি আকাউন্ট তৈরি করে নিন। আকাউন্ট তৈরি করতে আপনার একটি  ইনভাইট কোড সংগ্রহ করে নিতে হবে সাইটের পূর্বের কোন ইউজার থেকে।

আমার কিছু ইনভাইট কোড নিচে আপনাদের জন্য দিলাম...

  • 2LALNBU3
  • U37ODQXF3
  • 8FX1HBIDH
  • MU4WNC5CX
  • HYQOIEKRT
  • LBAONUB7L
  • H860NQY01
  • C2A4LS1EE
  • WYV1IPDX9
  • MB6QBSFD1
  • CNCJ4NUGM
  • VR9TVUKSZ
  • EI1GKUYL3
  • COH6GNP3J

যদি ইনভাইট কোড না কাজ করে তবে আপনি উপরের ছবির মত করে ফেসবুক দিয়ে একটি আকাউন্ট তৈরি করে নিন, তাহলে আর ইনভাইট কোড লাগবে না। পারমিশন চাইলে আক্সেস করে দিন। এবার আপনার আকাউন্টে লগিন করুন। My Files মেনুতে ক্লিক করুন তারপর New তে ক্লিক করে আপনার .torrent ফাইলটি আপলোড করে দিন। যদি ফাইলটি সাইটের সার্ভারে আগে থেকেই থেকে থাকে তাহলে আপনি সাথে সাথেই আপনার ফাইলটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আর আগে থেকে না থাকলে কয়েক ঘণ্টা অপেক্ষা করুন আপলোড হয়ার জন্যে।

আপলোড কমপ্লিট হয়েছে কিনা দেখতে Finished ট্যাবটি দেখুন। উপরের ছবিতে আপনার আপলোড ফিনিশ হওয়া কিছু ফাইল দেখতে পাচ্ছেন। ফাইল গুলো ডাউনলোড করতে ফাইলটির নামের উপর ক্লিক করুন।

তারপর ফাইলটি আইডিএম দিয়ে ডাউনলোড করে নিন। ব্যাস! তাহলেই আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হওয়া স্টার্ট হবে। কোন সমস্যা হলে মন্তব্য করবেন, সবাইকে ধন্যবাদ।

নোটঃ ইনভাইট কোড গুলো প্রথম ১৫ জন ব্যাবহার করতে পারবেন। কোড গুলো ফুরিয়ে গেলে ফেসবুক দিয়ে আইডি খুলে নিন। আর ফ্রী আকাউন্টে আপনি সর্বচ্চো ১জিবি সাইজের ফাইল ডাউনলোড করতে পারবেন। .torrent ফাইল গুলো আপনি http://kickass.to এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন।

Level 0

আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন কিছু ইনভাইটেশন কোডঃ
W0XZCFDFM
M877YN54W
F265TRGSV
8M95APS0V
XCUM874AR
YL7JSFVD8
1ZB5ZAD1J

Level 0

একটা ইনভাইট কোড ও কাজ করে না।

Level 0

Thanks. I did it.

    @Raselmulk: ফেসবুক দিয়ে সাইন আপ করুন তাহলে কোড লাগবে না

নতুন কিছু কোড প্রোভাইড করলে ভালো হত, আগের গুলো ইউসড …

আরও কিছু ইনভাইটেশন কোড রইল আপনাদের জন্যঃ

PUDZC1BZY
CHIR8AYQF
KCJ7DBG9C
SU0E1FHCW
C89LSVF46
A3E83ZA35
DS6B740IG

আমি ইউস zbigz.com করি, রেজিস্ট্রেশন ছাড়াই রিজিউম সাপোর্ট সহ সর্বোচ্চ ১ জিবি ফাইল নামানো যায়!

Level 0

furk.net ভাল, বড় সাইজের ফাইল আপলোড করা যায়। কিন্তু, প্রায়ই bandwidth limit দেখায়।

Dear Tuners,
Invite code ছাড়া Facebook দিয়ে কিভাবে Log in করব প্রক্রিয়াটা দয়া করে কেউ বলে দিন।

    @Kawsar Ahmed: সাইটের হোম পেজে যেই ফেসবুক লোগোটি আছে সেটিতে ক্লিক করুন, তারপর ফেসবুক এক্সেস চাইলে “এলাউ” করে দিন।

      সাইট এর লোগো তে ক্লিক করে ফেইসবুক ই-মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম কিন্তু মাই ফাইল নামক কোন অপশন বা টরেন্ট আপলোড এর কোন অপশন পেলাম না। এ ব্যাপারে প্লীজ হেল্প করেন।

Level 2

bro sob invitation code invalid dekhasse. ekta notun code amake mail koren pls. [email protected]

Level 0

bai bllen boro file dw kora jabe abr bolen highest 1gb.bro apnr kace
boro mane ki 1GB?

    @Tammoy: পোস্টের শিরোনামটা ভালো করে পড়ুন, আমি কিভাবে খুব ধ্রুত টরেন্ট ফাইল ডাউনলোড করা যায় সেটি বুঝাতে চেয়েছি। আর আপনার যদি ১জিবি থেকে বড় ফাইল ডাউনলোড করতে ইচ্ছা করে তবে টেকা দিয়া সাইটের প্রিমিয়াম মেম্বার হইতে পারেন…

Level 0

ইনভাইটেশন কোড:
8RA7VD96G
LT6C6WQD3
BVUB249DV
TFRVXRQF3

Level 2

আমি ইউস zbigz.com করি, রেজিস্ট্রেশন ছাড়াই রিজিউম সাপোর্ট সহ
সর্বোচ্চ ১ জিবি ফাইল নামানো যায় মেয়াদ সাতদিন