টিউনের শুরুতেই সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাই। অনেক দিন পর আবার টিটিতে ফিরে এলাম, কিছু বেস্ততার জন্যে অনেক দিন টিউন করা হয়নি। আচ্ছা, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাওয়া যাক। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব ধ্রুত ও সহজেই টরেন্ট ফাইল ইন্টারনেট ডাউনলোড ম্যানাজার দিয়ে ডাউনলোড করা যায়। এই কাজটি করার জন্য আপনার পিসিতে অবশ্যই আইডিএম ইনস্টল করা থাকতে হবে। আপনি এই লিঙ্ক থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন।
প্রথমেই http://www.furk.net এই লিঙ্কে প্রবেশ করুন। নিচের মত একটি পেজ দেখতে পাবেন। আবার furk.net সাইটটিতে একটি আকাউন্ট তৈরি করে নিন। আকাউন্ট তৈরি করতে আপনার একটি ইনভাইট কোড সংগ্রহ করে নিতে হবে সাইটের পূর্বের কোন ইউজার থেকে।
আমার কিছু ইনভাইট কোড নিচে আপনাদের জন্য দিলাম...
যদি ইনভাইট কোড না কাজ করে তবে আপনি উপরের ছবির মত করে ফেসবুক দিয়ে একটি আকাউন্ট তৈরি করে নিন, তাহলে আর ইনভাইট কোড লাগবে না। পারমিশন চাইলে আক্সেস করে দিন। এবার আপনার আকাউন্টে লগিন করুন। My Files মেনুতে ক্লিক করুন তারপর New তে ক্লিক করে আপনার .torrent ফাইলটি আপলোড করে দিন। যদি ফাইলটি সাইটের সার্ভারে আগে থেকেই থেকে থাকে তাহলে আপনি সাথে সাথেই আপনার ফাইলটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আর আগে থেকে না থাকলে কয়েক ঘণ্টা অপেক্ষা করুন আপলোড হয়ার জন্যে।
আপলোড কমপ্লিট হয়েছে কিনা দেখতে Finished ট্যাবটি দেখুন। উপরের ছবিতে আপনার আপলোড ফিনিশ হওয়া কিছু ফাইল দেখতে পাচ্ছেন। ফাইল গুলো ডাউনলোড করতে ফাইলটির নামের উপর ক্লিক করুন।
তারপর ফাইলটি আইডিএম দিয়ে ডাউনলোড করে নিন। ব্যাস! তাহলেই আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হওয়া স্টার্ট হবে। কোন সমস্যা হলে মন্তব্য করবেন, সবাইকে ধন্যবাদ।
নোটঃ ইনভাইট কোড গুলো প্রথম ১৫ জন ব্যাবহার করতে পারবেন। কোড গুলো ফুরিয়ে গেলে ফেসবুক দিয়ে আইডি খুলে নিন। আর ফ্রী আকাউন্টে আপনি সর্বচ্চো ১জিবি সাইজের ফাইল ডাউনলোড করতে পারবেন। .torrent ফাইল গুলো আপনি http://kickass.to এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন।
আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi
thanks