একটি ওসিআর (optical character recognition) সফটওয়্যার; কারো প্রয়োজন হলে আওয়াজ দিন।

এটি একটি FreeWare সফট। এটি দিয়ে আপনি স্ক্যান করা ইমেজ থেকে লেখাকে পুণঃ লেখা বা টেক্সট এ রূপান্তর করতে পারবেন।নিচের দেয়া লিংক থেকে FreeWare সফওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন।(মাত্র 160 কিলো বাইট)।নেটে থাকা অবস্থায় ইনষ্টল করলে ভাল হয়। এবার ষ্টাট মেনু অথবা ডেক্সটপ শটকাটে ক্লিক করে FREEOCR প্রগ্রাম টি চালু করে নিন Ocr

এবং ডানদিকের টেক্স এরিয়া ক্লিয়ার করে নিন।
http://download.freewarefiles.com/files/freeocr30.exe

ওপেন বাটনে ক্লিক করে পূর্বে তৈরি ইমেজ ফাইল *.Jpg, *.gif, *.pdf, অথবা *.bmp ফাইল থেকে আপনার ফাইল টি সিলেক্ট করে Open দিন। এছাড়াও স্ক্যান করেও আপনি এটাকে টেক্সে রূপ দিতে পারেন। নিচের স্ক্রীনশট দেখুন।
Ocr2 স্ক্যান আইকন ক্লিক করে আপনার স্ক্যানার থেকে সরাসরি স্ক্যান করা পাতা এডিট করুন। স্ক্যান হয়ে গেলে OCR আইকনে ক্লিক করুন। এবং দেখুন মজা। অল্প সময়ের মধ্যে আপনার পাতাটি টেক্সে পরিনত হবে। এখানে আপনার প্রয়োজনীয় এডিটিং ও করতে পারবেন।এডিটিং শেষে ফাইলটিকে যে কোন টেক্স ফাইল, যেমন নোট প্যাড, ওয়াড প্যাড, অথবা মাইক্রো সফট ওয়াডে সেভ করুন। আমার মনে হয় কোন প্রকার সাহায্য ছাড়া সকলেই এই কাজটি পারবেন। সফট ওয়্যারটি খুবই ছোট, কিন্তু ছোট হলেও প্রয়োজনের সময় একটি একটি কাজের জিনিষ। একটি অসুবিধার কথা না বললেই নয়। এটি শুধুমাত্র ইংরেজীর জন্য প্রযোজ্য।আপনাদের কাজে লাগবে ভেবে টিউন করলাম। লিখাটি ভাল অথবা খারাপ লাগলে মন্তব্য করুন।ধন্যবাদ।

Level 2

আমি নুরুলহুদা। Propritor, E-Computer, KamalNagar. Lakshmipur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন এক তা সফট দিলেন ।অনেক দিন ধরে আমি এই প্রব্লেম টার সমাধান খুজছিলাম।অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
ভাইয়া বাংলার জন্য কি কোন ওসিআর-এর সন্ধান আছে?

    ধন্যবাদ, হাসান ভাই, বাংলা ওসিআর পেলে অবশ্যই আপনাকে দিব।

Level 0

ভাই সুন্দর জিনিষ। আপনার এই টিউন প্রশংসার যোগ্য। আমি এমন একটা সফট্ মনে মনে খুজছিলাম। জানতাম এমন কিছু আছে কিন্তু নাম না জানবার কারনে কিছু করতে পারছিলাম না। ধন্যবাদ আপনাকে

খুব ভালো কাজের জিনিস। ধন্যবাদ নুরুলহুদা ভাই।

আপনি চালিয়ে যান, সত্যই একটি অসাধারণ সফট। আমি এমন সমস্যা নিয়ে মনে হয় গুগলে কয়েক শত বার চেষ্টা করেছি। কিন্তু কোন ভাল রেজাল্ট পাইনি। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করলাম না।

Level 0

আমাদের নুরুল হুদা ভাই অতপর একটা জটিল জিনিস দিলো…ভাই খুবই কাজের জিনিস.. বাংলা টা খুজে বের করেন.. তাহলে আর টাইপ করা লাগবে না.. হাহাহাহাহা.. ধন্যবাদ

Comming Soon. আপনার কপিটি পেয়ে যাবেন। ধন্যবাদ।

ধন্যবাদ …খুব ইইইই ভাল লাগল অ নে ক প্রজনিয় একটা সফটওয়ার ………ভাল থাকবেন

Level 0

বাংলা ওসিআর সফটওয়্যার দরকার। আছে নাকি?

    বাংলা ওসিআর সফটওয়্যার তৈরির কাজ এগিয়ে চলছে। পেলে আপনাকে জানাবো; ধন্যবাদ।

ধন্যবাদ

OMR এর জন্য কিছু আছে নাকি ভাই>?

ধন্য বাদ

মাত্র ১৬০ কেবি বললেন আসলে ১৬০ কেবি না। এটা নেট থেকে ডাউনলোড করে করে ইন্সটল করে। মানে অনলাইন ইন্সটলার। যাহোক তবুও ভাল সফটওয়্যার। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আর যারা বাংলা ocr চান এটা তাদের জন্য Download। তবে এই বাংলা ocr (আপনা পাঠক)-এর একটা সমস্যা আছে। ২০%-৩০% ভুল করে। তবুও কাজে দিবে কারন পুরা তথ্য লিখা থেকে রেহাই পাবেন। এর প্রোগ্রামার আসলে একটু ব্যাস্ত তাই ডেভোলাপ করার সময় পান না।

    আদনান ভাই; আপনি বিচক্ষন মানুষ। মন্তব্য দেখেই সেটা অনুমেয়। এজন্যই লিখেছি “নেটে থাকা অবস্থায় ইনষ্টল করলে ভাল হয়”। Bangla OCR সফট ডাউনলোডের লিংক দেয়াতে অনেকের উপকার হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

একটা কাজের জিনিস দিলেন ভাই । ধন্যবাদ

দীর্ঘ দিন ধরে খুজতে ছিলাম…. স্রষ্টাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ………………..

Level 0

স্বাগতম আপনাকে। প্রথম টিউনই অসাধারন, প্রিয়তে রখলাম। এগিয়ে যান।

ভালই হবে মনে হয়।দেখি ব্যবহার করে।
ধন্যবাদ।

    বিফলে মূল্য ফেরৎ। কিন্তু ভাই বিক্রীত মাল ফেরৎ লওয়া হয় নাাাাাাাাাাাাাাাাা।