এটি একটি FreeWare সফট। এটি দিয়ে আপনি স্ক্যান করা ইমেজ থেকে লেখাকে পুণঃ লেখা বা টেক্সট এ রূপান্তর করতে পারবেন।নিচের দেয়া লিংক থেকে FreeWare সফওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে নিন।(মাত্র 160 কিলো বাইট)।নেটে থাকা অবস্থায় ইনষ্টল করলে ভাল হয়। এবার ষ্টাট মেনু অথবা ডেক্সটপ শটকাটে ক্লিক করে FREEOCR প্রগ্রাম টি চালু করে নিন
এবং ডানদিকের টেক্স এরিয়া ক্লিয়ার করে নিন।
http://download.freewarefiles.com/files/freeocr30.exe
ওপেন বাটনে ক্লিক করে পূর্বে তৈরি ইমেজ ফাইল *.Jpg, *.gif, *.pdf, অথবা *.bmp ফাইল থেকে আপনার ফাইল টি সিলেক্ট করে Open দিন। এছাড়াও স্ক্যান করেও আপনি এটাকে টেক্সে রূপ দিতে পারেন। নিচের স্ক্রীনশট দেখুন।
স্ক্যান আইকন ক্লিক করে আপনার স্ক্যানার থেকে সরাসরি স্ক্যান করা পাতা এডিট করুন। স্ক্যান হয়ে গেলে OCR আইকনে ক্লিক করুন। এবং দেখুন মজা। অল্প সময়ের মধ্যে আপনার পাতাটি টেক্সে পরিনত হবে। এখানে আপনার প্রয়োজনীয় এডিটিং ও করতে পারবেন।এডিটিং শেষে ফাইলটিকে যে কোন টেক্স ফাইল, যেমন নোট প্যাড, ওয়াড প্যাড, অথবা মাইক্রো সফট ওয়াডে সেভ করুন। আমার মনে হয় কোন প্রকার সাহায্য ছাড়া সকলেই এই কাজটি পারবেন। সফট ওয়্যারটি খুবই ছোট, কিন্তু ছোট হলেও প্রয়োজনের সময় একটি একটি কাজের জিনিষ। একটি অসুবিধার কথা না বললেই নয়। এটি শুধুমাত্র ইংরেজীর জন্য প্রযোজ্য।আপনাদের কাজে লাগবে ভেবে টিউন করলাম। লিখাটি ভাল অথবা খারাপ লাগলে মন্তব্য করুন।ধন্যবাদ।
আমি নুরুলহুদা। Propritor, E-Computer, KamalNagar. Lakshmipur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন এক তা সফট দিলেন ।অনেক দিন ধরে আমি এই প্রব্লেম টার সমাধান খুজছিলাম।অনেক ধন্যবাদ আপনাকে।