এবার নিজেই বানান একটি উড়ন্ত কেমেরা !

সালাম ! আজ  আমার মন ভাল নেই । তাই যা করলে আমার মন ভাল হয় তা করতে বসলাম । দেখি মন ভাল হয় কিনা। ! আমার এই টিউনটা লিখব লিখব করে আর লেখ হচ্ছিল না।শেষ পর্যন্ত আজ লিখতে বসলাম । এই সেমিস্টারে  আমাদের ইউনিভার্সিটি থেকে বলা হল, এমন একটা প্রজেক্ট বানিয়ে দেখানোর জন্য যেটা হবে Innovative, creative । আমি তখন Innovative এর অর্থই বুঝি নাই , কি বানামু । কিন্তু Creative এর অর্থ তো যানি। টাইম দেওয়া হল এক সপ্তাহ। আমি এক সপ্তাহ চিন্তা করেও কিছু খুজে না পেয়ে মেডাম কে মেইল করলাম। মেইলের সংক্ষেপ ছিল এমন "...................what If I made a flying camera that can fly but it will cost only 100-150 pounds" । উনার রেপ্লাই ছিল "........It sounds amazing. can you meet me at 4th floor, my room..." আমি পরের দিন গিয়ে আমার প্রজেক্টের বিস্তারিত বললাম । তিনি প্রোজেক্ট রেডি করার কথা বললেন আমিও শুরু করে দিলাম ।
তো আগেই আমি বলে রাখি এটা আমার নিউ বানানো কিছু না বাট কম দামে আইডিয়া মডিফাই করা ।

যা যা লাগবে !

১। নিজে ইউয করছেন এমন মোবাইল (mobilemarketingmagazine.com এর হিসাবে UK তে ৮৭ % লোক স্মার্টফোন ইউয করে তাই নতুন কিনতে হবে না )
{যেহেতু এটা আমি ইউকেতে বসে প্রোজেক্টটা করছি তাই এই হিসাব দিতে হয়েছে, বাট বাংলাদেশের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন হবে আমি যানি, কিন্তু যার স্মার্টফোন আছে সে কিন্তু এটা ট্রাই করতে পারেন}
২। একটি খেলনার হেলিকপ্টার যেটার দাম পড়বে দেশের ৫ হাজার থেকে ৬ হাজার টাকা । (আরেকটু বেশি হতে পারে আমি সিউর না, এখানে অফারে পেলে ১১০ পাউন্ডের হেলিকপ্টার ৪৫-৫৫ পাউন্ডে কিনা যায় )

এই  হেলিকপ্টার গুলা রিমট কন্ট্রল্ড । এবং এইটা অন্তত একটা মোবাইল ফোন লিফট করতে পারবে এমন বড় হতে হবে। পিচ্ছু পাচ্ছু হেলিকপ্টার দিয়া আবার হপে না ! কইয়া দিলাম । তাইলে এখন শুরু করি ।

কার্যপদ্ধতি !

প্রথমে আপনার স্মার্টফোন এই হেলিকপ্টারের পায়ে যেটাকে স্কিড বলে অইটায় বাধেন ।

এই পোলাডা এত কালো কেরে.........   😛

স্কিডের নিচে কিন্তু আমার সিম্ফনি w68 টা এটাচ করা আছে ! খেয়াল করতেছেন !

এখন আসেন কিভাবে কেমেরা অপারেট করবেন ।

হেলিকপ্টারে যুক্ত মোবাইলের  স্কাইপ আইডি ওপেন করেন । সেটিংস এ যান ।

তার পর

দেখেন লেখা আছে "voice and video calls" এ "Answer calls automatically " এইটা টিক মার্ক করে দিন । এখন আপনার হেলিকপ্টার যখন আপনার মোবাইল নিয়ে উড়ে বেড়াবে তখন আপনি জাস্ট অন্য একটা মোবাইল দিয়ে কোল কইরেন, দেখবেন আপনার কোল অটো রিসিভ হইয়া গেচে !  তাও কেমেরা সহ ! আপনার ডিফাল্ট কেমেরা যদি ফ্রন্ট কেমেরা হয় তাইলে মোবাইল ঘুরিয়ে দিতে হবে, মানে হেলিকপ্টারে বাধার সময় যে কেমেরা স্কাইপে ওপেন হয় ঐ কেমেরাটা নিচের দিকে করে বাধবেন।  ব্যাস কাম শেষ ।

এই দেখেন কত উপর থেকে নিচের দৃশ্য !

সতর্কতা

নিজ দাইত্তে এটা করবেন ! উপর থেকে আপনার আই ফোন 5s পড়ে গেলে কিন্তু আমি দায়ী  নই । আমি use করেছি মাত্র ৭০০০ টাকার সিম্ফনি সেট, এইটাও মাথায় রাইখেন । 😛

(আমারে মেসেজ কইরেন তাইলে বুঝবো যে আপনি টেক্টিউন থেকে এসেছেন, নাইলে একসেপ্ট করার ওয়ারেন্টি নাই 😛 )

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

he he, Innovative মানে তো নতুন কিছু Create করা, এইডা তো অতীত Model. কোন Madam তিনি ?

Level New

আমার RC হেলিকপ্টারের দিয়ে এই কাজ ত আমি প্রায় সময়য় করি 😀

Level 0

ভালো লাগলো । চালিয়ে যান ।

Level 0

ধন্যবাদ, ভাল লাগল। আসলে সমালোচনা না করাই ভাল।

আপনার “কেমেরা” বানানটা ভুল বানানটা হবে এভাবে “ক্যামেরা”। সুন্দর টিউন এর শিরোনামই যদি ভুল থাকে তাহলে ভাল লাগে না।

nijer thakle gd

বাবারে ক্যামেরা না কেমেরা আমি অই দিকে খেয়াল রাখিনি। চলি

Level 0

কার কাছে কেমন লাগলো জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগছে।

আমি আমার মত করে লিখি!

ধন্যবাদ শেয়ার করার জন্য

হেলিকপ্টারের দাম পড়বে কত টাকা?

Level 0

মজা তো 🙂

নেট এ জেই স্পিড ঠেইল্লা ধাক্কায়া ভয়েস কল করা জায় । তাও আবার আটকায়া আটকায়া । অইহানে ভিডিও কল ক্যামনতে করমু> তাছারা দেসের জেই মানুস , আমার হেলিকোপ্তার যদি চুরি কইরা নেয় ,সাথে মোবাইল তাও জাইব