সালাম ! আজ আমার মন ভাল নেই । তাই যা করলে আমার মন ভাল হয় তা করতে বসলাম । দেখি মন ভাল হয় কিনা। ! আমার এই টিউনটা লিখব লিখব করে আর লেখ হচ্ছিল না।শেষ পর্যন্ত আজ লিখতে বসলাম । এই সেমিস্টারে আমাদের ইউনিভার্সিটি থেকে বলা হল, এমন একটা প্রজেক্ট বানিয়ে দেখানোর জন্য যেটা হবে Innovative, creative । আমি তখন Innovative এর অর্থই বুঝি নাই , কি বানামু । কিন্তু Creative এর অর্থ তো যানি। টাইম দেওয়া হল এক সপ্তাহ। আমি এক সপ্তাহ চিন্তা করেও কিছু খুজে না পেয়ে মেডাম কে মেইল করলাম। মেইলের সংক্ষেপ ছিল এমন "...................what If I made a flying camera that can fly but it will cost only 100-150 pounds" । উনার রেপ্লাই ছিল "........It sounds amazing. can you meet me at 4th floor, my room..." আমি পরের দিন গিয়ে আমার প্রজেক্টের বিস্তারিত বললাম । তিনি প্রোজেক্ট রেডি করার কথা বললেন আমিও শুরু করে দিলাম ।
তো আগেই আমি বলে রাখি এটা আমার নিউ বানানো কিছু না বাট কম দামে আইডিয়া মডিফাই করা ।
১। নিজে ইউয করছেন এমন মোবাইল (mobilemarketingmagazine.com এর হিসাবে UK তে ৮৭ % লোক স্মার্টফোন ইউয করে তাই নতুন কিনতে হবে না )
{যেহেতু এটা আমি ইউকেতে বসে প্রোজেক্টটা করছি তাই এই হিসাব দিতে হয়েছে, বাট বাংলাদেশের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন হবে আমি যানি, কিন্তু যার স্মার্টফোন আছে সে কিন্তু এটা ট্রাই করতে পারেন}
২। একটি খেলনার হেলিকপ্টার যেটার দাম পড়বে দেশের ৫ হাজার থেকে ৬ হাজার টাকা । (আরেকটু বেশি হতে পারে আমি সিউর না, এখানে অফারে পেলে ১১০ পাউন্ডের হেলিকপ্টার ৪৫-৫৫ পাউন্ডে কিনা যায় )
এই হেলিকপ্টার গুলা রিমট কন্ট্রল্ড । এবং এইটা অন্তত একটা মোবাইল ফোন লিফট করতে পারবে এমন বড় হতে হবে। পিচ্ছু পাচ্ছু হেলিকপ্টার দিয়া আবার হপে না ! কইয়া দিলাম । তাইলে এখন শুরু করি ।
প্রথমে আপনার স্মার্টফোন এই হেলিকপ্টারের পায়ে যেটাকে স্কিড বলে অইটায় বাধেন ।
এই পোলাডা এত কালো কেরে......... 😛
স্কিডের নিচে কিন্তু আমার সিম্ফনি w68 টা এটাচ করা আছে ! খেয়াল করতেছেন !
এখন আসেন কিভাবে কেমেরা অপারেট করবেন ।
হেলিকপ্টারে যুক্ত মোবাইলের স্কাইপ আইডি ওপেন করেন । সেটিংস এ যান ।
তার পর
দেখেন লেখা আছে "voice and video calls" এ "Answer calls automatically " এইটা টিক মার্ক করে দিন । এখন আপনার হেলিকপ্টার যখন আপনার মোবাইল নিয়ে উড়ে বেড়াবে তখন আপনি জাস্ট অন্য একটা মোবাইল দিয়ে কোল কইরেন, দেখবেন আপনার কোল অটো রিসিভ হইয়া গেচে ! তাও কেমেরা সহ ! আপনার ডিফাল্ট কেমেরা যদি ফ্রন্ট কেমেরা হয় তাইলে মোবাইল ঘুরিয়ে দিতে হবে, মানে হেলিকপ্টারে বাধার সময় যে কেমেরা স্কাইপে ওপেন হয় ঐ কেমেরাটা নিচের দিকে করে বাধবেন। ব্যাস কাম শেষ ।
এই দেখেন কত উপর থেকে নিচের দৃশ্য !
নিজ দাইত্তে এটা করবেন ! উপর থেকে আপনার আই ফোন 5s পড়ে গেলে কিন্তু আমি দায়ী নই । আমি use করেছি মাত্র ৭০০০ টাকার সিম্ফনি সেট, এইটাও মাথায় রাইখেন । 😛
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
he he, Innovative মানে তো নতুন কিছু Create করা, এইডা তো অতীত Model. কোন Madam তিনি ?