আসসালামুআলাইকুম।
অনেক সময় দেখা যায় পেন ড্রাইভারটির নিচের স্ক্রীনশটের মতো icon এর ছবি আসে ।
এবং ওপেন করতে গেলে ওপেন না হয়ে নিচের ছবির মতো error আসে।
এই সমস্যা সমাধানে অনেকেই অনেকভাবে টেকিতে টিউন করেছেন কিন্তু আমি যেভাবে এই সমস্যা সমাধান করলাম কার্যকরী কিন্তু খুব সহজ এক পদ্ধতি ব্যবহার করে আর সেটা হলো Usb Disk Security সফটটি দিয়ে, হয়তো অনেকেই জানেন।
দেখুন নিচের ছবির মতো Usb Disk Security সফটটি ওপেন করি..
তারপর উপরের ছবি অনুযায়ী Safe Open লেখা বাটনে ক্লিক করলেই নিচের মতো Usb pendrive open হয়ে যাবে এক ক্লিকে।
অনেকেই বলতে পারেন Usb Disk Security কোথায় পাবো? যাদের নেই, আমি বলবো টেকিতে সার্চ দিন অনেকগুলোই পেয়ে যাবেন ইনসাল্লাহ্।
তাহলে আজ এই পর্যন্তই। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বিদায়।
আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার পেন ড্রাইভ বাড়ির মেশিনে কাজ করে না কিন্তু hard disk এর ফাইল কপি করে পেস্ট করা যায় পেন ড্রাইভে এবং অফিসের মেশিনের থেকে খুলতে পারি বাড়িতে কপি করা ফাইল দেখতে ও hard disc এ কাজ করতে পারি। বাড়িতে hard disc এর কপি করা ফাইলটা সুধু দেখতে পারি আর অফিসে সব আগের পরের সব ফাইল