খুব সহজে অনলাইনে জিডি করবেন কীভাবে? স্ক্রিনশট সহ

General Dairy সংক্ষেপে জিডি।

আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন।

তাছাড়া পাসপোর্ট, ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ কোনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ ডায়েরি করা যাবে।

এ ছাড়া বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ অনলাইনে করার সুযোগ রয়েছে।

কীভাবে করবেন?

  • প্রথমে ঢাকা মেট্রোপলিটনের এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • তারপর নিচের ছবির মতো Citizen's Help Request থেকে Citizen's Help Request এ প্রবেশ করুন।

  • তারপর নিচের ছবির মতো আপনার যে সমস্যা নিয়ে জিডি করতে চান, সেই লাইনে ক্লিক করুন।

  • তারপর যে পেজ আসবে সকল তথ্য দিয়ে আপনার জিডি সংক্রান্ত বিষয় A-Z লিখুন।
  • তারপর Chose File থেকে রিলেটেড ছবিও  দিতে পারবেন।
  • তারপর Submit ক্লিক করুন।
  • তারপর ৪/৫ দিন পরে যে থানায় জিডি করেছেন, সেই থানা থেকে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারেন।

এভাবে অনলাইনে আপনি সহজে জিডি করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bhi jodi 4/5 din time laga taila r online a kan thanai gia to 1 hr ar moddA NEYA JAI….but service ta jodi print out online e poya jato aro bhalo hoy…but share korar jonno dhonnabad