আজকের বিষয়টি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৪ নিয়ে লেখা।
Patch এর মাধ্যমে এন্টিভাইরাস ব্যবহার করতে গেলে ভাইরাস কি না এ চিন্তায় থাকতে হয়। আবার অনেক সময় প্যাচ এর কী Block করে দেয় এন্টিভাইরাসের সাইটগুলো, বিশেষ করে ক্যাসপারস্কির ক্ষেত্রে বিষয়টির কড়াকড়ির একটু বেশি। ট্রায়াল রিসেটার ব্যবহার করতে গেলেও ঘুরে ফিরে ভাইরাসের প্রশ্ন আসে। তাই আর কোন ট্রায়াল রিসেটার বা প্যাচ ব্যবহার না করে এবার নিজেই করে নিন ৩০ দিনের ট্রায়াল রিসেট। যতবার খুশি ততবার।
ট্রায়াল রিসেট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ধাপ-১ : Disable Self Defense:
Open kaspersky>Settings>Additional> Self Defense (টিক মার্ক উঠিয়ে দিন)
ধাপ ২ : Close kaspersky from try icon
ধাপ ৩ : Open Registry Editor:
Start+R চেপে regedit টাইপ করে Enter চাপুন
ধাপ ৪ : নিচের রেজিস্ট্রিগুলো ডিলিট করুন:
অপারেটিং সিস্টেম ৬৪ বিট হলে:
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Wow6432Node\Kaspersky Lab\protected\LicStorage] (এ গিয়ে LicStorage ফোল্ডারটি ডিলেট করুন)
৩২ বিট হলে: [HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Kaspersky Lab\protected\LicStorage]
তারপর (৩২ ও ৬৪ বিট)
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Microsoft\SystemCertificates\SPC\Certificates] ( Certificates ফোল্ডারটি ডিলেট করুন)
ধাপ ৫ : তারপর নিচের ডিরেক্টরিতে গিয়ে Ins_InitMode এর ভ্যালু 0 এর বদলে 1 করে দিনঃ
৬৪ বিটঃ
[HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Wow6432Node\Kaspersky Lab\protected\AVP 14.0.0\settings]
৩২ বিটঃ [HKEY_LOCAL MACHINE\SOFTWARE\Kaspersky Lab\protected\AVP 14.0.0\settings]
এবার ক্লোজ করে বেরিয়ে যান। অতপর কাসপারস্কি স্টার্ট করুন। আর এনজয় করুন সারা মাস। মাস শেষে পুনরায় একই পদ্ধতি অনুসরণ করুন।
উল্লেখ্য, নেট কানেকশন না থাকলে লাইসেন্স মিসিং দেখাবে। সার্ভারের সাথে কানেকশন পেলে ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে।
আমি Razu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হয়েছে ভাই ।