RAMRush - ছোট্ট RAM অটো রি-ফ্রেসার টুল। খুবই কাজের ছোট্ট এ সফটটি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এর কাজ। কম্পিউটারের গতি নির্ভর সাধারনত RAM এর উপর। কোন কারণে যখন RAM বেশি ব্যবহার হয় তখন পিসি স্লো কাজ করে বা হ্যাং হয়ে যায়. এ অবস্থা মুক্তি পেতে RAMRush ম্যাজিক এর মতো কাজ করে। RAM এর স্প্রীড যখন ৮% এর নিচে নামে তখন RAMRush অটো রি-ফ্রেস সার্ভিস চালু হয়ে যায়। ঘড়ির পাশে আইকনটিতে ক্লিক করলে গ্রাফ চিত্রের মাধ্যমে RAM এর বর্তমান হালহকিকত জানা যাবে। Start optimize ক্লিক করে ম্যানুয়ালী RAM রিফ্রেস করা যায়।
Download RAMRush Portable 1.0.6.917
ব্যবহারবিধি:
১/ প্রথমে ছোট্ট জিপ ফাইলটি অপেন করুন,
২/ RAMRush নামের আইকনটিতে ক্লিক করুন,
৩/ ঘড়ির পাশে আইকনটির উপর মাউসের কার্সর নিলে যে স্কিন আসবে তাতে অপসন এ ক্লিক করে Run Ramrush when windows startup এ টিক মার্ক করে দিন, তাহলে পিসি চালু করার সাথে সাথে RAMRush চালু হয়ে যাবে।
নতুন টিউনার তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আমি শওকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।