আমরা যে প্রচলিত FM /AM রেডিও গুলো ব্যাবহার করি তার প্রতিটিই নির্দিষ্ট Hardware উপর নির্ভর করে। Demodulation((সোজা ভাষায় Demodulation বলতে বুঝায় Signal এর ভিতরে লুকিয়ে থাকা গান বা শব্দ শোনা , ছবি বা ভিডিও দেখা ইত্যাদি)) পক্রিয়া অনেকাংশই Analog. তাই Multiband রেডিও গুলো সাইজে যেমন বড় দামেও অনেক বেশি । এমন যদি কিছু করা যেত যে আমরা বাতাস থেকে কোন ডিভাইস এর মাধ্যমে সিগন্যাল নিয়ে পিসিতে বা ল্যাপটপ এ পাঁঠিয়ে দিব, আর পিসি বা ল্যাপটপ এই সিগন্যাল গুলোকে Demodulation করবে তা FM/AM /TV অথবা অন্য যে কোন ধরনের সিগন্যাল হোক না কেন । হ্যা এমন ধারনা থেকেই আসলে Software defined radio এর উদ্ভব।
আসলে Software defined radio হচ্ছে এমন এক ধরনের রেডিও সিস্টেম যেখানে সিগন্যাল এর Demodulation প্রক্রিয়া পিসি বা ল্যাপটপ এর মাধ্যমে করা হয়ে থাকে।
১ Hardware
2 Software
আসলে বাতাস থেকে সিগন্যাল নিয়ে ল্যাপটপ পর্যন্ত নিয়ে আসাই হল Hardwar এর কাজ। আর বর্তমানে এ ধরনের Hardware সাইজ এ যেমন ছোট দামেও আনেকটা কম। SDR Dongle লিখে google এ সার্চ দিলে দাম, সাইজ, আপনার চাহিদা মত অনেক Dongle ই পাবেন।
তবে ইন্টারনেট ব্যাবহারকারি দের মতামত অনুযায়ী কম দামে ভাল SDR বিক্রি করে থাকে nooelec.com , আমার বাস্তব অভিজ্ঞতাও তাই বলে। নিচে nooelec এর একটি SDR Dongle এর চিত্র দেয়া হল।
Hardware যে ডাটা গুলো পিসি বা ল্যাপটপে পাঠায় তা Analysis বা Demodulate করার জন্য অনেক ধরনের Software বাজারে পাওয়া যায় কিন্তু মজার আর আশার কথা হল যে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার টি এখনও Freeware. এমন কিছু Software এর নাম দেয়া হল যা প্রায়ই ব্যাবহার করা হয়ে থাকে
যারা Signal analysis করতে ভালবাসে বা রেডিও Related activities এর উপর আগ্রহ আছে তাদের জন্য ব্যাপক মজার একটি ব্যাপার হচ্ছে Software defined radio। এর অল্প কিছু ব্যাবহার নিচে তুলে ধরা হল
টিউনটি পড়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।পরবর্তীতে এই টিউনটি ধারাবাহিক ভাবে চলবে কিনা এ ব্যাপারে আপনাদের মতামত আশা করতেছি।
ফেসবুকে আমি https://www.facebook.com/habibur333
আমি হাবিবুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valOi