আপনিও আরবী টাইপ করুন খুব সহজে কোন সফটওয়্যার ছাড়া।

কথা না বাড়িয়ে মূল কথা বলে ফেলি। এতদিনতো শুধু বাংলা, ইংলিশ টাইপ করেছেন। এবার আরবী টাইপটাও শিখে রাখলেও মন্দ কি?? তাছাড়া আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের লিখাও আরবী। সুতারাং আরবী পড়তে পারেন অথচ লিখতে জানেন না বিষয় কেমন মনে হয় না!

তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরবী টাইপ করবেন তাও আবার কোন সফটওয়্যার ছাড়া। প্রথমে আপনি control panel এ যান, তারপর change display languege এ ক্লিক করুন, নিচে দেখুন……….

change display languege এ ক্লিক করলে নিচের মত দেখবেন……………………………

এবার আপনি change keyboards এ ক্লিক করুন, নিচের মত দেখবেন………………..

এবার add এ ক্লিক করুন, নিচের মত দেখবেন………………………..

এখান থেকে arabic (audi arabia) খুজে বের করে arabic (101) এ টিক দিয়ে ok করুন। ব্যাস আপনার কাজ শেষ। আপনি এবার আনায়াসে আরবী টাইপ করতে পারবেন। কিভাবে টাইপ করবেন একটু দেখিয়ে দেই। লক্ষ করুন আপনার টাস্কবারের নিচে ডান পাশে EN নামে একটা আপশন এড হয়েছে। নিচের ছবিটা দেখুন………

EN অপশনে ক্লিক করে আরবী সিলেক্ট করে দিয়ে আরবী টাইপ করতে থাকুন। পরীক্ষা করে দেখার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড অপেন করে টাইপ করে দেখুন। আপনাদের সুবিধার কথা চিন্তা করে একটি কি-বোর্ড দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন আরবী কোন হরফটা কোন কি-তে আছে। কি-বোর্ডটি এখানে ক্লিক করে নামিয়ে নিন।

বিঃ দ্রঃ আমার এই সিস্টেমটি উইন্ডোজ সেভেনের জন্য প্রযোজ্য। অবশ্য উইন্ডোজ এইট আমি ইউজ করিনি কখনও তাই এটা ট্রাইও করে দেখিনি। আপনি ট্রাই করে দেখতে পারেন। আর উইন্ডোজ এক্সপির সিস্টেমটা জানা থাকলেও তা ইউজ করতেছিনা বিধায় টিউটোরিয়ালটিও লিখতে পারিনি।

তাহরে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন…………………..

আমার ব্লগে ঘুরে আসতে পারেন…………….

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই ভাল ট্রিক্স। ধন্যবাদ।

Level 0

ভাই অনেক ধন্যবাদ।
ভাই আমাকে একটু হে’ল্ল করেন। আমি উইন্ডোজ xp ব্যবহার করি আমাকে একটু জানান, কিভাবে আমি আরবি বাংলা লেখতে পারি এক সাথে।

আরবী লেখার সহজ দুটি উপায় দেখুন… http://www.rabiulislam.com/2014/05/blog-post.html