♣♣♣ এক ঝুড়ি টিপস ও ট্রিকস (পর্ব # ২) ♣♣♣

আসসালামু আলাইকুম । আসাকরি সকলে ভাল আছেন । আমার ডান চোখে টিউমার হয়েছে । এজন্য একটু ঝাপসা দেখি । তাপরও আপনাদের ভালবাসায় দুরে থাকতে পারলামনা । কষ্ট করে আপনাদের জন্য একটি টিউন করার চেষ্টা করছি ।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣

Bappy.be@gmail.com (222)

যারা আমার মত চোখে কম দেখেন তাদের জন্য এই টিপসটি--এখনই আপনার কীবোর্ড এর 'Ctrl' চেপে ধরে "+" চাপ দিন । কিছু লখ্য করেলন,আবার 'Ctrl' চেপে ধরে "+" চাপ দিন,এবার নিশ্চই দেখতে পাচ্ছেন "Zoom" হচ্ছে । হা এভাবে যতবার 'Ctrl' চেপে ধরে "+"  চাপ দিবেন ততো Zoom হতে থাকবে । Zoomout = 'Ctrl' চেপে ধরে "-" চাপ দিন, সমতায় আনতে 'Ctrl' চেপে ধরে "0" চাপ দিন  ।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣

z

বিশ্বকাপ শেষ হয়েছে তাইবলেকি আপনার প্রিয় দলটিকে ভুলে যাবেন ? আপনার প্রিয় দলটিকে Firefox এর সাথেই রাখুন । নিচের লিংকটিতে গিয়ে আপনার প্রিয় দলটিকে Ad করে নিন ।
http://www.getpersonas.com/en-US/persona/216603

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣

আপনার ব্রাউজার যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে তাহলে আপনার গোপনীয়তা রক্ষার জন্য প্রতিবার ব্রাউজ শেষে "Ctrl+Shift+Del" চেপে সকল ব্রউজিং তথ্য মুছে দিন । অথবা  Tools → Options → Privacy and select the "Always clear my private data when I close Firefox" সিলেক্ট করে দিন । তাতে আপনি কোন কোন ওয়েবসাইটে ঘুরে বেড়িয়েছেন তার কোন প্রমান থাকবেনা ।
intermediate-05

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣

YouTube Video ডাউনলোড করতে যাদের সমস্যা ? নিচের লিংক থেকে Add-ons টি য়ুক্ত করে নিন ।

https://addons.mozilla.org/en-US/firefox/addon/13990/

এরপর YouTube ওয়েবসাইটে গিয়ে যে কোন একটি ভিডিওতে ক্লিক করুন,দেখবেন ভিডিওটির নিচে FLV, MP4, 3GP, HD চারটি শো করবে, আপনি যে ফরমেটে ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন এবং দেখুন কত সহজেই ডাউনলোড হচ্ছে ।

j

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣

প্রিয় টিউন প্রসঙ্গে : কোন টিউনটি আপনি প্রিয়তে নিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার । তবে এই টিউনটির একটি টিপসও যদি আপনার উপকারে আসে তাহলে টিউনটি আপনার প্রিয় করে নিয়েন ।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣

প্রতিদিনই টেটি ভিজিট করি এবং প্রতিটি টিউনই পরি কিন্তু সমেয়র অভাবে সবার টিউনে মন্তব্য করতে পারিনা, এজন্য আমি সকল টিউনারদের কাছে ক্ষমাপ্রার্থী ।
আমার এই টিপস ও ট্রিকস পর্বগুলো কেমন হচ্ছে জানাবেন । আপনাদের ভাললাগলে ভবিষ্যতে আরো ভাল কিছু দেয়ার চেষ্টা করব ।

সকলে ভাল থাকুন এই কামনায়---------বাপ্পী পটুয়াখালী ।

▬▬▬▬▬▬▬

Level 0

আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান ধন্যবাদ।

Level 0

সুন্দর হচ্ছে চালিয়ে যান।

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

চোখে টিউমার হয়েছে শুনে মনটা খারাপ লাগছে ভাই। কি চিকিৎসা নিচ্ছেন, জানান। কে জানে, টেকটিউনসেই কারো না কারো কাছ থেকে পাওয়া বিভিন্ন সূত্র আর আলোচনা থেকে আপনার চোখের এ সমস্যা সমাধানের পথ খুঁজে পেতে পারেন।

টিপস গুলু খুবই ভাল এবং উপকারি,ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার দ্রুত সুস্থতা কামনা করছি,ভাল থাকবেন।

সুন্দর হচ্ছে চালিয়ে যান।

Level 0

বাপ্পী ভাই, মনটা আমারও খারাপ হয়গেল…!!! টেকটিউনসের প্রতি এত ভালেবাসা স্যতি বিরল.আশা করি চিকিংসা চালিয়ে যাবেন, ধন্যবাদ………।

Level 0

হা আমি গতকাল বলেছিলাম
যে টেক্টিউনের দাম টাকা দিয়ে নয় ভালবাসা দিয়ে পরিমাপ করতে হবে
আপনি তার আরো একটা প্রমান দিলেন

তবে নিচের টিউনটা দেখেনতো
মেতে উঠুন ফায়ারফক্সের ফায়ার কাপ-২০১০ আয়োজনে (ক্লুঃ থিম, কালেকশন, ফুটবল) by LuckyFM
https://www.techtunes.io/internet/tune-id/27121/

তার মানে দাড়াল ২ নাম্বার টিপসটা নিয়ে এর আগে বিষদ একটা টিউন হয়েছিলো

এখন আপনিই বুঝুন

    Level 0

    ৩ নাম্বার টা নিয়ে ফাতাহ ভাই ( টিউনারের নাম[সম্ভবত] ) টিউন করেছিলেন

    @ LuckyFM ভাই জী ঐটা আমার ডাকনাম।
    আর হ্যা আমি ৩ নাম্বারটা নিয়ে টিউন করেছিলাম।
    ধন্যবাদ।

ধন্যবাদ LuckyFM ভাই, এজন্যই আমি একটি বিষয় নিয়ে টিউন করি না ।আমার টিউনে ৩-৪টা বিষয় রাখি ।কারন টেটিতে এখন প্রতিদিনই এত টিউন হয়যে কখন কারটার সাথে মিলে যায় তা বলা যায়না । তাই আজকের ৪টি বিষয় থেকে অন্তত ২টি তো নতুন পেয়েছেন, বাকী ২টি নাহয় রিভিশন দিলেন,তাতে তো আর ক্ষতি নেই । আমিও পারতাম এক একটি বিষয় নিয়ে এক একটি টিউন করে আমার টিউনে সংখ্যা বাড়াতে ।

এক কথায় অপুর্ব। ভাল থাকবেন।

আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করছি। ভাল থাকবেন।

SoSo GooD……….

ধন্যবাদ ভাই, সুন্দর টিউন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। ভাল থাকবেন 🙂

দারুণ

পাশে থাকলে-পাশে থাকব

আপনার টিপসগুলো সবসময়ই কাজের হয়। অনেক ধন্যবাদ।

Level 0

খুব ভাল লেগেছে এবং দরকারি, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Very good keep it up….

nice tune.

আপনার ইউটিউব এডনস দিয়ে অনেক উপকার পেয়েছি। কিন্তু বর্তমানে ডিসএবল দেখায়। একটু উপকার করবেন।