আসসালামু আলাইকুম । আসাকরি সকলে ভাল আছেন । আমার ডান চোখে টিউমার হয়েছে । এজন্য একটু ঝাপসা দেখি । তাপরও আপনাদের ভালবাসায় দুরে থাকতে পারলামনা । কষ্ট করে আপনাদের জন্য একটি টিউন করার চেষ্টা করছি ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣
যারা আমার মত চোখে কম দেখেন তাদের জন্য এই টিপসটি--এখনই আপনার কীবোর্ড এর 'Ctrl' চেপে ধরে "+" চাপ দিন । কিছু লখ্য করেলন,আবার 'Ctrl' চেপে ধরে "+" চাপ দিন,এবার নিশ্চই দেখতে পাচ্ছেন "Zoom" হচ্ছে । হা এভাবে যতবার 'Ctrl' চেপে ধরে "+" চাপ দিবেন ততো Zoom হতে থাকবে । Zoomout = 'Ctrl' চেপে ধরে "-" চাপ দিন, সমতায় আনতে 'Ctrl' চেপে ধরে "0" চাপ দিন ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣
বিশ্বকাপ শেষ হয়েছে তাইবলেকি আপনার প্রিয় দলটিকে ভুলে যাবেন ? আপনার প্রিয় দলটিকে Firefox এর সাথেই রাখুন । নিচের লিংকটিতে গিয়ে আপনার প্রিয় দলটিকে Ad করে নিন ।
http://www.getpersonas.com/en-US/persona/216603
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣
আপনার ব্রাউজার যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে তাহলে আপনার গোপনীয়তা রক্ষার জন্য প্রতিবার ব্রাউজ শেষে "Ctrl+Shift+Del" চেপে সকল ব্রউজিং তথ্য মুছে দিন । অথবা Tools → Options → Privacy and select the "Always clear my private data when I close Firefox" সিলেক্ট করে দিন । তাতে আপনি কোন কোন ওয়েবসাইটে ঘুরে বেড়িয়েছেন তার কোন প্রমান থাকবেনা ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣
YouTube Video ডাউনলোড করতে যাদের সমস্যা ? নিচের লিংক থেকে Add-ons টি য়ুক্ত করে নিন ।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/13990/
এরপর YouTube ওয়েবসাইটে গিয়ে যে কোন একটি ভিডিওতে ক্লিক করুন,দেখবেন ভিডিওটির নিচে FLV, MP4, 3GP, HD চারটি শো করবে, আপনি যে ফরমেটে ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন এবং দেখুন কত সহজেই ডাউনলোড হচ্ছে ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣
প্রিয় টিউন প্রসঙ্গে : কোন টিউনটি আপনি প্রিয়তে নিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার । তবে এই টিউনটির একটি টিপসও যদি আপনার উপকারে আসে তাহলে টিউনটি আপনার প্রিয় করে নিয়েন ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬♣
প্রতিদিনই টেটি ভিজিট করি এবং প্রতিটি টিউনই পরি কিন্তু সমেয়র অভাবে সবার টিউনে মন্তব্য করতে পারিনা, এজন্য আমি সকল টিউনারদের কাছে ক্ষমাপ্রার্থী ।
আমার এই টিপস ও ট্রিকস পর্বগুলো কেমন হচ্ছে জানাবেন । আপনাদের ভাললাগলে ভবিষ্যতে আরো ভাল কিছু দেয়ার চেষ্টা করব ।
সকলে ভাল থাকুন এই কামনায়---------বাপ্পী পটুয়াখালী ।
আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র
চালিয়ে যান ধন্যবাদ।